ঋগ্বেদ ০৭।০২২
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০২২
ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে ইন্দ্র! সোম পান কর, সোম তোমায় মত্ত করুক। হে হরিনামক অশ্ববিশিষ্ট ইন্দ্র! রশ্মিদ্বারা সংযত অশ্বের ন্যায় অভিষব-কর্তার হস্তদ্বয়ে পরিগৃহীত প্রস্তর, এই সোম অভিষব করিয়াছে।
২। হে হরিনামক অশ্বযুক্ত, প্রভূত ধনবান ইন্দ্র! তোমার যে উপযুক্ত ও সম্যক প্রস্তুত সোম আছে; যদ্দারা তুমি বৃত্রগণকে হনন করিয়াছ, সেই সোম তোমায় প্রমত্ত করুক।
৩। হে মেঘবন! বসিষ্ঠ তোমার স্তুতিরূপ এই যে কথা বলিতেছেন, তুমি আমার এই বাক্য জ্ঞাত হও, আর যজ্ঞে এই সকল স্তুতি সেবা কর।
৪। হে ইন্দ্র! আমি সোম পান করিয়াছি, তুমি আমার প্রস্তরের আহ্বান শ্রবণ কর, স্তুতিকারী বিপ্রের স্তুতি অবগত হও। এই যে পরিচর্যা করিতেছি, সহায়ভূত হইয়া ইহা সমস্ত বুদ্ধিস্থ কর।
৫। হে ইন্দ্র! তুমি শত্রু হিংসক, আমি তোমার বল জানি, আমি তোমার স্তুতি পরিত্যাগ করিব না। আমি সৰ্ব্বদা তোমার অসাধারণ যশোবিশিষ্ট নাম উচ্চারণ করিব।
৬। হে ইন্দ্র! মনুষ্যের মধ্যে তোমার অভিষব অনেক। মনীষী তোমাকেই অত্যন্ত আহ্বান করিতেছে। অতএব আপনাকে আমাদের হইতে দূরে স্থাপন করিও না।
৭। হে শূর! তোমারই জন্য এই সকল সোমাভিষব। তোমারই জন্য বৰ্দ্ধনকর স্তোত্র করিতেছি। তুমিই সর্বপ্রকারে মনুষ্যগণের আহ্বানযোগ্য।
৮। হে দর্শনীয়! তুমি স্তূয়মান হইলে তোমার মহিমা কে না তৎক্ষণাৎ প্রাপ্ত হয়? কে না তোমার ধন প্রাপ্ত হয়?
৯। যে সকল প্ৰাচীন ঋষি ছিলেন ও যে সকল নূতন ঋষি আছেন, সকলে তোমার স্তোত্র উৎপাদন করিতেছেন। আমাদের প্রতি তোমার সখ্য মঙ্গলকর হউক। তোমরা আমাদিগকে সৰ্ব্বদা স্বস্তিদ্বারা পালন কর।