ঋগ্বেদ ০৭।০১৭
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০১৭
অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে অগ্নি! শোভন সমিধদ্বারা সমিদ্ধ হও। অধ্বয্যু সম্যকরূপে কুশ বিস্তৃত করুন।
২। দেবাভিলাষী দ্বারসমূহকে আশ্রয় কর এবং যজ্ঞাভিলাষী দেবগণকে এই যজ্ঞে আনয়ন কর।
৩। হে জাতিবেদা অগ্নি! দেবগণের অভিমুখে গমন কর, হব্যদ্বারা দেবগণের যাগ কর এবং তাঁহাদিগকে শোভন যজ্ঞবিশিষ্ট কর।
৪। জাতবেদা, অমর দেবগণকে সুন্দর যজ্ঞবিশিষ্ট করুন, যাগ করুন এবং প্রীত করুন ।
৫। হে মতিমন! সমস্ত বরণীয় ধন দান কর, আমাদিগের আশীৰ্ব্বাদসমূহ অদ্য সত্য হউক।
৬। হে অগ্নি! তুমি বলের পুত্ৰ, তোমাকে সেই দেবগণ হব্যবাহক করিয়াছেন ।
৭। তুমি দ্যোতমান, তোমাকে আমরা হব্য দান করিব, তুমি মহান ও উপগম্য, তুমি আমাদিগকে রত্ন দান কর।