ঋগ্বেদ ০৭।০১৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০১৪
অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। আমরা হবিষ্মান, আমরা সমিধদ্বারা জাতবেদার পরিচর্য্যা করিব, দেবস্তুতিদ্বারা অগ্নিদেবের পরিচর্য্যা করিব, এবং হব্যদ্বারা শুভ্ৰদীপ্তি অগ্নির পরিচর্য্যা করিব।
২। হে অগ্নি! আমরা সমিধদ্বারা তোমার পরিচর্য্যা করিব; হে যজনীয়! আমরা স্তুতিদ্বারা পরিচর্য্যা করিব; হে যজ্ঞের হোতা! আমরা ঘৃতদ্বারা পরিচর্যা করিব; হে কল্যাণকর শিখাবিশিষ্ট অগ্নিদেব! আমরা হব্যদ্বারা পরিচর্য্যা করিব ।
৩। হে অগ্নি ! তুমি বষটকৃতি অর্থাৎ হব্য সেবন করতঃ দেবগণের সহিত আমাদের যজ্ঞে উপাগত হও । তুমি দ্যোতমান, আমরা যেন তোমার পরিচর্য্যাকারী হই । তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।