ঋগ্বেদ ০৭।০১১
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০১১
অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।
১। হে অগ্নি! তুমি যজ্ঞের প্রজ্ঞাপক হইয়া মহান হও। দেবগণ তোমা বিনা মত্ত হন না। তুমি সমস্ত দেবগণের সহিত রথযুক্ত হইয়া আগমন কর এবং এই কুশোপরি মুখ্য হোতা হইয়া উপবেশন কর।
২। হে অগ্নি! তুমি গমনশীল, হবিষ্মান, মনুষ্যগণ তোমাকে সর্বদা দৌত্যকাৰ্যে প্রার্থনা করে; তুমি দেবগণের সহিত যাহার কুশোপরি উপবেশন কর, তাহার দিবসসমূহ সুদিন হয়।
৩। হে অগ্নি! ঋত্বিকগণ দিবসে তিন বার হব্যদাতা মনুষ্যের জন্য তোমার মধ্যে হব্য প্ৰক্ষেপ করে। মনুর ন্যায় এই যজ্ঞে দূত হইয়া যাগ কর এবং আমাদিগকে শক্ৰ হইতে রক্ষা কর ।
৪। অগ্নি মহান যজ্ঞের স্বামী, অগ্নি সমস্ত সংস্কৃত হব্যের স্বামী। যেহেতু বসুগণ ইহার কৰ্ম্ম সেবা করেন, আর দেবগণ অগ্নিকে হব্যবাহক করিয়াছেন।
৫। হে অগ্নি! হব্য ভোজনের জন্য দেবগণকে আহ্বান কর, এই যজ্ঞে ইন্দ্র প্রমুখ দেবগণকে প্রমত্ত কর, এই যজ্ঞ দ্যুলোকে দেবগণের নিকট লইয়া যাও; তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।