ঋগ্বেদ ০৭।০০৪

ঋগ্বেদ ০৭।০০৪
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০০৪

অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। তোমরা শুভ্র এবং দীপ্ত অগ্নিকে সুপূত হব্য ও স্তুতি প্ৰদান কর। অগ্নি দৈব মনুষ্যসম্বন্ধীয় সমস্ত পদার্থের মধ্যে প্ৰজ্ঞাদ্বারা গমন করেন।

২। অগ্নি অরণি হইতে যুবতম হইয়া জাত হইয়াছেন, অতএব সেই মেধাবী অগ্নি তরুণ হউন। দীপ্ত দণ্ড অগ্নি বনসমূহ অগ্নিসংযুক্ত করেন এবং ক্ষণমাত্রে প্রভূত অন্ন ভক্ষণ করেন। ৩। মর্ত্যগণ যে শুভ্ৰ অগ্নিকে দেবের মুখ্য স্থানে পরিগ্রহণ করেন, যিনি পুরুষগণকর্তৃক গৃহীত বস্তু সেবা করেন, সেই অগ্নি মনুষ্যগণের জন্য শত্ৰগণের দুঃসেব্যরূপে দীপ্তি পান ।

৪। কবি, প্ৰকাশক, অমর অগ্নি অকবি মর্ত্যগণ মধ্যে নিহিত হইয়াছেন। হে বলবান অগ্নি! আমরা সৰ্ব্বদা তোমার ভক্ত থাকিব; তুমি আমাদিগকে হিংসা করিও না।

৫। যেহেতু অগ্নি কৰ্ম্মম্বারা দেবগণকে পার করিয়াছেন, অতএব তিনি দেবকৃত স্থানে উপবেশন করেন। ওষধি ও বৃক্ষসমূহ, বিশ্বধারক ও গর্ভে বিদ্যমান সেই অগ্নিকে ধারণ করে, ভূমিও তাঁহাকে ধারণ করে।

৬। অগ্নি প্ৰভূত অমৃত দান করিতে সক্ষম; সুন্দর বীৰ্য্যযুক্ত ধন দান করিতে সক্ষম। হে বলবান অগ্নি! আমরা যেন পুত্ৰাদিরহিত হইয়া উপবেশন না করি, রূপরহিত হইয়া উপবেশন না করি এবং পরিচর্য্যারহিত হইয়া উপবেশন না করি।

৭। অঋণী ব্যক্তির ধন পৰ্যাপ্ত হয়, অতএব আমরা নিত্য ধনের পতি হইব। হে অগ্নি! যেন অপত্য অন্য জাত(১) না হয়। অবেত্তার পথ জানিও না।

৮। অন্যজাত পুত্ৰ সুখকর হইলেও তাহাকে পুত্ৰ বলিয়া গ্ৰহণ করিতে অথবা মনে করিতে পারা যায় না। আর সে পুনরায় আপন স্থানে গমন করে। অতএব অন্নবান, শত্ৰুনাশক, নবজাত পুত্র আমাদের নিকট আগমন করুক।

৯। হে অগ্নি! তুমি আমাদিগকে হিংসক হইতে রক্ষা কর, হে বলবান! তুমি আমাদিগকে পাপ হইতে রক্ষা কর, নির্দোষ অন্ন তোমার নিকট গমন করুক, স্পৃহণীয় সহস্ৰসংখ্যক ধন আমাদিগকে প্রাপ্ত হউক।

১০। হে অগ্নি! আমাদিগকে এই সুন্দর ধন দান কর; আমরা যেন যজ্ঞকারী ও সুচেতাঃ পুত্র লাভ করতে পারি। সমস্ত ধন উদগাতাগণের ও স্তুতিকারীগণের হউক; তোমরা সৰ্ব্বদা আমাদিগকে স্বস্তিদ্বারা পালন কর।

———-

(১) মূলে “অন্যজাতং” আছে। অন্যজাত অপত্য অর্থ কি? এই কি দত্তকপুত্রের উল্লেখ পাওয়া যায়?