ঋগ্বেদ ০৬।৩৩
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৩৩
ইন্দ্র দেবতা। শুনহোত্ৰ ঋষি।
১। হে কামপুরক ইন্দ্ৰ! তুমি আমাদিগকে বলবত্তম, আনন্দবিধায়ক, শোভন যজ্ঞকারী ও হব্য প্রদানকারী একটী পুত্র প্রদান কর, যে পুত্র উৎকৃষ্ট অশ্বে আরূঢ় হইয়া সংগ্রামে উৎকৃষ্ট অশ্বসমূহ ও প্রতিকুলাচারী শক্রগণকে পরাভূত করিবে।
২। হে ইন্দ্র! বিবিধ বাকশক্তিসম্পন্ন মনুষ্যগণ যুদ্ধে রক্ষণার্থ তোমাকে আহ্বান করে। তুমি মেধাবী অঙ্গিরাগণের সহিত পণিগণকে সংহার করিয়াছ। উপাসক তোমাকর্তৃক রক্ষিত হইয়া অন্নলাভ করে।
৩। হে বীর ইন্দ্ৰ! তুমি কি দস্যু, কি আর্য্য, উভয়বিধ শক্রই সংহার করিয়াছ। হে নেতৃশ্রেষ্ঠ! কাষ্ঠচ্ছেদক যেরূপ বৃক্ষসকল ছেদন করে তদ্রূপ তুমি সংগ্রামে সুনিক্ষিপ্ত অস্ত্রসমূহদ্বারা শক্রগণকে বিদারিত কর।
৪। হে ইন্দ্ৰ! তুমি সৰ্ব্বত্র অপ্রতিহতগতি। তুমি অনিন্দ্য রক্ষাসহকারে আমাদিগের সমৃদ্ধি বিধানার্থ রক্ষক ও বন্ধু হও। আমরা কতিপয় পুরুষ সমম্বিত যুদ্ধে ব্যাপৃত হইয়া ধনলাভার্থ তোমাকে আহ্বান করি।
৫। ফলতঃ হে ইন্দ্ৰ! তুমি সম্প্রতি এবং অন্ত সময়ে আমাদিগের হইও। আমাদিগের অবস্থানুসারে সুখপ্রদাতা হও। তুমি ঐশ্বৰ্য্যশালী, এইরূপে প্রত্যুষে তোমার স্তব ও উপাসনা করিয়া আমরা যেন তোমার প্রদত্ত সমুজ্জল ও অসীম মুখে অবস্থান করি।