ঋগ্বেদ ০৬।১৪
ঋগ্বেদ সংহিতা । ৬ মণ্ডল । ১৪ সূক্ত
অগ্নি দেবতা । ভরদ্বাজ ঋষি ।
১ । যে মানব স্তোত্রসহকারে অগ্নির পরিচর্য্যা ও যাগাদি কাৰ্য্য করে, সে যেন শীঘ্র মনুষ্যগণের প্রধান হইয়। শোভা পায় এবং পুত্রাদির পোষণার্থ প্রচুর অন্ন লাভ করে ।
২ । এক মাত্র অগ্নিই প্রকৃষ্ট জ্ঞানসম্পন্ন, তিনি প্রধান যাগ কাৰ্য্যনিৰ্ব্বাহক ও সৰ্ব্বদশী। মনুষ্য সন্তানগণ যজ্ঞে অগ্নিকে দেবগণের আহ্বানকারী বলিয়া স্তব করেন ।
৩। হে অগ্নি ! শক্রগণের ঐশ্বৰ্য্য সকল তাহাদিগের নিকট হইতে বিমুক্ত হইয়া ত্বদীয় স্তোতৃবর্গের রক্ষণার্থ পরস্পর স্পৰ্দ্ধ করে। শত্রুবিজয়ী ত্বদীয় স্তোতৃবর্গ তোমার যজ্ঞ করিয়া ব্রতবিরোধীদিগকে পরাভূত করিতে ইচ্ছা করে।
৪ । অগ্নি স্তোতৃবর্গকে সংকৰ্ম্মের অনুষ্ঠানকারী, শত্রুবিজয়ী ও সাধুরক্ষকপুত্র প্রদান করেন। তাহার সন্দর্শনে অরিগণ ত্বদীয় বলে ভীত হইয়া কম্পিত হইতে থাকে ।
৫ । যাহার হব্যরূপ ধন শক্রদ্বার। বিঘ্ন প্রাপ্ত না হয় এবং যজ্ঞে অন্যান্য যজমান দ্বারা সম্ভক্ত না হয়, বলশালী ও জ্ঞানসম্পন্ন দেব অগ্নি সেই ব্যক্তিকে নিন্দক হইতে রক্ষা করেন।
৬। হে বন্ধু স্বর্গ ও পৃথীতে অবস্থানকারী, দেব অগ্নি ! তুমি আমাদিগের এই শোভন স্তুতি দেবগণের নিকট প্রচার কর এবং স্তবকারিকে গার্হস্থ্যমুখে লইয়া যাও। আমরা যেন শক্র, পাপ ও কষ্ট সকল অতিক্রম করি। আমরা ত্বদীয় রক্ষণ বশতঃ তাহাদিগকে অতিক্রম করি।