ঋগ্বেদ সংহিতা । ৬ মণ্ডল । ৪ সুক্ত
অগ্নি দেবতা। ভরদ্বাজ ঋষি ।
১ । হে দেবগণের আহ্বানকারী, শক্তিপুত্র অগ্নি ! যেরূপ মনুর যজ্ঞে তুমি হব্যদ্বারা দেবগণের যাগ করিয়াছিলে, তদ্রুপ অদ্য আমদিগের এই যজ্ঞে বাগার্হ দেবগণকে আপনার সমকক্ষ বোধ করিয়া শীঘ্ন তাঁহাদিগের যাগ কর।
২ । যিনি দিন প্রকাশক সূর্যের ন্যায় প্রদীপ্ত ও সকলের বোধগম্য, মিনি সকলের জীবনভূত, অবিনশ্বর, অতিথি, জাতবেদা ও প্রত্যুসে মনুষ্যগণের মধ্যে প্রবুদ্ধ করেন, সেই অগ্নি দেন আমাদিগকে উংকৃষ্ট অন্ন প্রদান করেন।
৩। স্তোতৃগণ সম্প্রতি যে অগ্নির মহৎ কৰ্ম্মের প্রশংসা করিতেছেন, সুয্যের ন্যায় শুভ্রবর্ণ সেই অগ্নি আপনাকে দীপ্তিদ্বারা আবৃত করিতেছেন ; অবিনশ্বর ও পবিত্রতা বিধায়ক সেই অগ্নি দীপ্তিদ্বারা সকল পদার্থকে প্রকাশিত কবিতেছেন এবং প্রাচীন নগর সকল ধ্বংস করিতেছেন।
৪ । হে শক্তিপুত্র ! তুমি বন্দনীয় ; অগ্নি হব্যের উপর আসীন হইয়া স্বভাবতই উপাসকদিগকে গৃহ ও অন্ন প্রদান করিতেছেন। হে অন্নদাতা ! তুমি আমাদিগকে অন্ন প্রদান কর এবং রাজার ন্যায় আমাদিগের রিপুগণকে জয় কর এবং আমাদিগের উপদ্রব শূন্য গৃহে অবস্থান কর।
৫ । যে অগ্নি অন্ধকার নাশক নিজতেজঃ সু তীক্ষু করেন, যিনি হব্য ভোজন করেন, যিনি বায়ুর ন্যায় সকলের অধীশ্বর, সেই অগ্নি রাত্রি সকল অতিক্রম করেন। হে অগ্নি ! যে ব্যক্তি তোমাকে হব্য প্রদান না করে, আমরা যেন তাহাকে পরাভূত করি এবং তুমি যেন অশ্বের ন্যায় বেগগামী হইয়া আমাদিগের আক্রমণকারী শক্রগণের উচ্ছেদ কর ।
৬। হে অগ্নি! দীপ্তিশালী, পূজনীয় কিরণ দ্বারা সূৰ্য্যের ন্যায় তুমি দীপ্তিদ্বারা স্বর্গ ও পৃথিবীকে সম্যকরূপে আচ্ছাদিত কর। স্বপথে গমনকারী তেজোবিশিষ্ট সূর্য্যের নায় বিচিত্র অগ্নি অন্ধকার সকল দূর করেন।
৭ । হে অগ্নি ! তুমি সৰ্ব্বাপেক্ষা সমধিক স্তুতিভাজন ও পূজার্হ দীপ্তিসম্পন্ন, তোমাকে আমরা বন্দনা করিতেছি। অতএব তুমি আমাদিগের মহৎ স্তোত্র শ্রবণ কর। তুমি বলে বায়ু সদৃশ ও ইন্দ্রের ন্যায় দেবস্বরূপ যজ্ঞের নেতৃভূত, ঋত্বিগগণ তোমাকে হব্য দ্বারা প্রীত করেন।
৮। হে অগ্নি ! তুমি শীঘ্র দস্যুরহিত পথদ্বারা আমাদিগকে নির্ব্বিঘ্নে ঐশ্বৰ্য্য সমীপে লইয়া যাও । পাপ হইতে আমাদিগকে উদ্ধার কর । তুমি স্তোতৃবর্গকে যে সুখ প্রদান কর, আমি স্তবকারী, আমাকে তাহা প্রদান কর। আমরা যেন শোভন সন্ততিসম্পন্ন হইয়। শত হেমন্ত অর্থাৎ বৎসর মুখ ভোগ করি (১)।
—————–
( ১ ) মানুষের পরমায়ু শত বৎসর।