ঋগ্বেদ ০৫।৬০

৬০ সুক্ত ।।

অনুবাদঃ
১। আমি স্তোত্রদ্বারা রক্ষাকারী অগ্নির স্তব করছি। তিনি সম্প্রতি যজ্ঞে উপস্থিত হয়ে ও প্রসন্ন হয়ে সে স্তোত্র অবগত হোন। আমি অন্ন কামনায় গন্তব্যস্থানের অভিমুখবর্তী রথ সকলের ন্যায় স্তোত্রসকল দ্বারা নিজ অভিমত সম্পাদন করছি। আমি প্রদক্ষিণ করে যেন মরুদগণের স্তোত্র বর্ধন করতে পারি।
২। হে ভীষণ রুদ্রপুত্র মরুদগণ! তোমরা প্রসিদ্ধ অশ্বগণদ্বারা আকৃষ্ট, শোভন অক্ষসমন্বিত রথে আরুঢ় হয়ে গমন কর। তোমাদের আগমনে বন সকল ভয়ে সঙ্কুচিত হয় এবং পৃথিবী ও পর্বত ভয়ে কম্পিত হতে থাকে।
৩। হে মরুদগণ! তোমাদের শব্দে উত্তুঙ্গ মহাপর্বতও ভীত হয় এবং অন্তরীক্ষের সমুন্নত প্রদেশও কম্পিত হয়। হে অস্ত্রধারী মরুদগণ! যৎকালে তোমরা ক্রীড়া কর তৎকালে তোমরা বারিরাশির ন্যায় সকলে সমবেত হয়ে বেগে প্রধাবিত হও।
৪। ঐশ্বর্য শালী বর যেরূপ সুবর্ণময় অলঙ্কার ও সলিল দ্বারা (১) আপনাদের দেহ ভূষিত করে, সেরূপ এ সকল শ্রেষ্{ট ও বলশালী মরুদগণ রথোপরি সমবেত হয়ে আপনাদের দেহের শোভা সম্পাদনার্থে সমধিক আয়োজন করছেন।
৫। এ সমস্ত মুরুৎ এক সময়ে উৎপন্ন, সুতরাং পরস্পর জ্যেষ্ঠ কনিষ্ঠভাবে বর্জিত হয়ে ভ্রাতৃভাবে ও সমৃদ্ধি সহকারে বর্ধিত হয়েছেন। নিত্যতরুণ, সৎকর্মের অনুষ্ঠানকারী মরুদগণের পিতা রুদ্র ও জননী দোহনযোগ্যা পৃশ্নি মরুদগণের নিমিত্ত দিন সকল অনুকুল করুন।
৬। হে সৌভাগ্যনালী মরুৎগণ! তোমরা স্বর্গের উর্দ্ধ, মধ্য, বা অধ্যে দেশে অবস্থান কর, হে রুদ্রগণ! তথা হতে আমাদের নিকট এস। হে অগ্নি! অদ্য আমরা যে হব্য প্রদান করছি তা তুমি অবগত হও।
৭। হে সর্বজ্ঞ মরুদগণ! যেহেতু তোমরা ও অগ্নি স্বর্গের ঊর্ধ্বে দেশে ও উপরিভাগে অবস্থন কর, অতএব তোমরা আমাদরে স্তব ও হব্যে প্রীত হয়ে শত্রুগণকে কম্পিত ও তবনষ্ট করে হব্যদাতা যজমানকে অভিলষিত ধন প্রদান কর।
৮। হে বৈশ্বানর অগ্নি! তুমি প্রাচীন কেতুস্বরূপ শিখাসমূহ ধারণ করে শোভমান, পূজনয়ি, সমবেত পবিত্রবিধায়ক, প্রীতিদায়ক ও দীর্ঘজীবী মরুদগণের সাথে উল্লসিত হয়ে সোম পান কর।

টীকাঃ
১। মূলে স্বধাভি: আছে। সায়ণ উদক অর্থ করেছেন। চন্দনাদি হওয়া সম্ভব। বিবাহের সময় বরের চন্দনাদি ও সুবর্ণের অলঙ্কার দ্বারা সজ্জা করাই সম্ভব।

HYMN LX. Maruts.

1. I LAUD with reverence the gracious Agni: here may he sit and part our meed among us.
As with spoil-seeking cars I bring oblation: turned rightward I will swell the Marut’s, praise-song.
2 The Maruts, yea, the Rudras, who have mounted their famous spotted deer and cars swift-moving,—
Before you, fierce Ones! woods bow down in terror: Earth, even the mountain, trembles at your coming.
3 Though vast and tall, the mountain is affrighted, the height of heaven is shaken at your roaring
When, armed with lances, ye are sporting, Maruts, and rush along together like the waters.
4 They, like young suitors, sons of wealthy houses, have with their golden natures decked their bodies.
Strong on their cars, the lordly Ones, for glory, have set their splendours on their forms for ever.
5 None being eldest, none among them youngest, as brothers they have grown to happy fortune.
May their Sire Rudra, young and deft, and Pṛśni pouring much milk, bring fair days to the Maruts.
6 Whether, O blessed Maruts, ye be dwelling in highest, midmost, or in lowest heaven,
Thence, O ye Rudras, and thou also, Agni, notice the sacrificial food we offer.
7 O Maruts, Lords of all, when Agni and when ye drive downward from sublimest heaven along the heights,
Shakers of all, rejoicing, slayers of the foe, give riches to the Soma-pressing worshipper.
8 O Agni, with the Maruts as they gleam and sing, gathered in troop, rejoicing drink the Soma juice;
With these the living ones who cleanse and further all, joined with thy banner, O Vaiśvānara, from of old.

Rig Veda Book 5 Hymn 60
ईळे अग्निं सववसं नमोभिर इह परसत्तो वि चयत कर्तं नः |
रथैर इव पर भरे वाजयद्भिः परदक्षिणिन मरुतां सतोमम रध्याम ||
आ ये तस्थुः पर्षतीषु शरुतासु सुखेषु रुद्रा मरुतो रथेषु |
वना चिद उग्रा जिहते नि वो भिया पर्थिवी चिद रेजते पर्वतश चित ||
पर्वतश चिन महि वर्द्धो बिभाय दिवश चित सानु रेजत सवने वः |
यत करीळथ मरुत रष्टिमन्त आप इव सध्र्यञ्चो धवध्वे ||
वरा इवेद रैवतासो हिरण्यैर अभि सवधाभिस तन्वः पिपिश्रे |
शरिये शरेयांसस तवसो रथेषु सत्रा महांसि चक्रिरे तनूषु ||
अज्येष्ठासो अकनिष्ठास एते सम भरातरो वाव्र्धुः सौभगाय |
युवा पिता सवपा रुद्र एषां सुदुघा पर्श्निः सुदिना मरुद्भ्यः ||
यद उत्तमे मरुतो मध्यमे वा यद वावमे सुभगासो दिवि षठ |
अतो नो रुद्रा उत वा नव अस्याग्ने वित्ताद धविषो यद यजाम ||
अग्निश च यन मरुतो विश्ववेदसो दिवो वहध्व उत्तराद अधि षणुभिः |
ते मन्दसाना धुनयो रिशादसो वामं धत्त यजमानाय सुन्वते ||
अग्ने मरुद्भिः शुभयद्भिर रक्वभिः सोमम पिब मन्दसानो गणश्रिभिः |
पावकेभिर विश्वमिन्वेभिर आयुभिर वैश्वानर परदिवा केतुना सजूः ||

īḷe aghniṃ svavasaṃ namobhir iha prasatto vi cayat kṛtaṃ naḥ |
rathair iva pra bhare vājayadbhiḥ pradakṣiṇin marutāṃ stomam ṛdhyām ||
ā ye tasthuḥ pṛṣatīṣu śrutāsu sukheṣu rudrā maruto ratheṣu |
vanā cid ughrā jihate ni vo bhiyā pṛthivī cid rejate parvataś cit ||
parvataś cin mahi vṛddho bibhāya divaś cit sānu rejata svane vaḥ |
yat krīḷatha maruta ṛṣṭimanta āpa iva sadhryañco dhavadhve ||
varā ived raivatāso hiraṇyair abhi svadhābhis tanvaḥ pipiśre |
śriye śreyāṃsas tavaso ratheṣu satrā mahāṃsi cakrire tanūṣu ||
ajyeṣṭhāso akaniṣṭhāsa ete sam bhrātaro vāvṛdhuḥ saubhaghāya |
yuvā pitā svapā rudra eṣāṃ sudughā pṛśniḥ sudinā marudbhyaḥ ||
yad uttame maruto madhyame vā yad vāvame subhaghāso divi ṣṭha |
ato no rudrā uta vā nv asyāghne vittād dhaviṣo yad yajāma ||
aghniś ca yan maruto viśvavedaso divo vahadhva uttarād adhi ṣṇubhiḥ |
te mandasānā dhunayo riśādaso vāmaṃ dhatta yajamānāya sunvate ||
aghne marudbhiḥ śubhayadbhir ṛkvabhiḥ somam piba mandasāno ghaṇaśribhiḥ |
pāvakebhir viśvaminvebhir āyubhir vaiśvānara pradivā ketunā sajūḥ ||