৫১ সুক্ত ।।
অনুবাদঃ
১। এ প্রসিদ্ধ, অত্যন্ত প্রভূত, কান্তিশালী জ্যোতি পূর্বদিকে অন্ধকার হতে উথিত হচ্ছে। আদিত্যদুহিতা দীপ্তিমতী ঊষাসমূহ সত্যই লোককে গমন কার্যে সক্ষম করেন।
২। বিচিত্র ঊষা, যজ্ঞে খাত যূপ কাষ্ঠের ন্যায় শোভমান হয়ে পুর্বদিকে রয়েছেন। তারা বাধাজনক অন্ধকারের দ্বারা উদঘাটন করে দীপ্ত ও পবিত্র হয়ে প্রকাশিত হচ্ছেন।
৩। অদ্য তমোনিবারিকা ধনবতী ঊষা ভোজ্য দাতাকে ধনপ্রদানের জন্য প্রোৎসাহিত করছেন। পণিগণ অপ্রীতিকর অন্ধকার মধ্যে অপ্রবুদ্ধভাবে নিদ্্রা যাক।
৪। হে ধনবতী উষাসমূহ! যে রথদ্বারা তোমরা সপ্তমুখ নবগ্ব ও দশগ্ব (১) অঙ্গিরাগণকে ধনশালীরূপে প্রদীপ্ত করেছ; হে দ্যুতি মতী ঊষাসমূহ! তোমাদের সে পুরাতন অথবা নুতন রথ অদ্য বহুবার আসুক।
৫। হে দ্যুতিমতী ঊষাসমূহ! তোমরা নিদ্রিত দ্বিপদ ও চতুগ্পদদের স্ব স্ব কার্যে প্রবোধিত করে যজ্ঞে গমনশীল অশ্বগণের সাথ ভূবনসমূহ ক্ষণমাত্রে পরিভ্রমণ কর।
৬। যে ঊষার ঋভুগণ চমসাদি নির্মাণ করেছিলেন, সে পুরাতনী ঊষা কোথায় আছেন? দীপ্ত নিত্য নুতন সমান রূপবিশিষ্ট ঊষাসমূহ যখন দীপ্তি প্রকাশ করেন তখন তাদরে চিনতে পারা যায় না (২)।
৭। যে ঊষায় যজ্ঞকারিগণ উকথ দ্বারা স্তুতি করে, স্তোত্র ও শাস্ত্র উচ্ছারণ করে শীঘ্র ধনলাভ করেন, সে কল্যাণকারী ঊষাসমূহ পুরাকাল হতে অভিগমন করেই ধন দান করেন। তারা যজ্ঞের জন্য জাত হয়েছেন এবং সত্য ফল প্রদান করেন।
৮। একরূপবিশিষ্ট ও সমান বিখ্যাত ঊষাসমূহ পূর্বদিকে একমাত্র দেশ হতে বিচরণ করেন। দ্যুতিমতী উষাসমূহ যজ্ঞগৃহকে প্রবোধিত করে জল সৃষ্টিকারী রশ্মি সমূহের ন্যায় স্তুত হন।
৯। ঊষাসমূহ সমান, এক রূপবিশিষ্ট ও অপরিমিত বর্ণযুক্ত, দীপ্ত, শুদ্ধ এবং কান্তিপূর্ণ শরীরের দ্বারা দীপ্তিযুক্ত। তারা অতিমহান অন্ধকারকে গোপন করে বিচরণ করেন।
১০। হে কান্তিমতী আদিত্য দুহিতাগণ! তোমরা আমাদের পুত্র পৌত্রাদিযুক্ত ধন দান কর। হে দেবীগণ! আমরা সুখলাভের জন্য তোমাদের প্রতিবোধিত করছি, আমরা যেন পুত্রপৌত্রাদিযুক্ত ধনের পতি হতে পারি।
১১। হে কান্তিমতী আদিত্য দুহিতাগণ। আমি যজ্ঞের প্রজ্ঞাপক, আমি তোমাদের নিকট প্রার্থনা করছি, আমরা যেন লোকমধ্যে কীর্তি ও অন্নের স্বামী হতে পারি। দ্যুলোক এবং দ্যুতিমতী পৃথিবী উক্ত যশ ধারণ করুন।
টীকাঃ
১। নবগ্ব ও দশগ্ব সম্বন্ধে
১।৬২।৪ ঋকের টীকা দেখুন।
২। অর্থাৎ সকলের একপ্রকার রূপ বলে ইনি নুতন উসা, ইনি পুরাতন উষা, এরূপ জানতে পারা যায় না। সায়ণ।
HYMN LI. Dawn.
1. FORTH from the darkness in the region eastward this most abundant splendid light hatb mounted.
Now verily the far-refulgent Mornings, Daughters of Heaven, bring welfare to the people.
2 The richly-coloured Dawns have mounted eastward, like pillars planted at our sacrifices,
And, flushing far, splendid and purifying, unbarred the portals of the fold of darkness.
3 Dispelling gloom this day the wealthy Mornings urge liberal givers to present their treasures.
In the unlightened depth of darkness round them let niggard traffickers sleep unawakened.
4 O Goddesses, is this your car, I ask you, ancient this day, or is it new, ye Mornings,
Wherewith, rich Dawns, ye seek with wealth Navagva, Daśagva Aṅgira, the seven-toned singer?
5 With horses harnessed by eternal Order, Goddesses, swiftly round the worlds ye travel,
Arousing from their rest, O Dawns, the sleeping, and all that lives, man, bird, and beast, to motion.
6 Which among these is eldest, and where is she through whom they fixed the Ṛbhus’ regulations?
What time the splendid Dawns go forth for splendour, they are not known apart, alike, unwasting.
7 Blest were these Dawns of old, shining with succour, true with the truth that springs from holy Order;
With whom the toiling worshipper, by praises, hymning and lauding, soon attained to riches.
8 Hither from eastward all at once they travel, from one place spreading in the selfsame manner.
Awaking, from the seat of holy Order the Godlike Dawns come nigh like troops of cattle.
9 Thus they go forth with undiminished colours, these Mornings similar, in self-same fashion,
Concealing the gigantic might of darkness with radiant bodies bright and pure and shining.
10 O Goddesses, O Heaven’s refulgent Daughters, bestow upon us wealth with store of children.
As from our pleasant place of rest ye rouse us may we be masters of heroic vigour.
11 Well-skilled in lore of sacrifice, ye Daughters of Heaven, refulgent Dawns, I thus address you.
May we be glorious among the people. May Heaven vouchsafe us this, and Earth the Goddess,
Rig Veda Book 4 Hymn 51
इदम उ तयत पुरुतमम पुरस्ताज जयोतिस तमसो वयुनावद अस्थात |
नूनं दिवो दुहितरो विभातीर गातुं कर्णवन्न उषसो जनाय ||
अस्थुर उ चित्रा उषसः पुरस्तान मिता इव सवरवो ऽधवरेषु |
वय ऊ वरजस्य तमसो दवारोछन्तीर अव्रञ छुचयः पावकाः ||
उछन्तीर अद्य चितयन्त भोजान राधोदेयायोषसो मघोनीः |
अचित्रे अन्तः पणयः ससन्त्व अबुध्यमानास तमसो विमध्ये ||
कुवित स देवीः सनयो नवो वा यामो बभूयाद उषसो वो अद्य |
येना नवग्वे अङगिरे दशग्वे सप्तास्ये रेवती रेवद ऊष ||
यूयं हि देवीर रतयुग्भिर अश्वैः परिप्रयाथ भुवनानि सद्यः |
परबोधयन्तीर उषसः ससन्तं दविपाच चतुष्पाच चरथाय जीवम ||
कव सविद आसां कतमा पुराणी यया विधाना विदधुर रभूणाम |
शुभं यच छुभ्रा उषसश चरन्ति न वि जञायन्ते सद्र्शीर अजुर्याः ||
ता घा ता भद्रा उषसः पुरासुर अभिष्टिद्युम्ना रतजातसत्याः |
यास्व ईजानः शशमान उक्थै सतुवञ छंसन दरविणं सद्य आप ||
ता आ चरन्ति समना पुरस्तात समानतः समना पप्रथानाः |
रतस्य देवीः सदसो बुधाना गवां न सर्गा उषसो जरन्ते ||
ता इन नव एव समना समानीर अमीतवर्णा उषसश चरन्ति |
गूहन्तीर अभ्वम असितं रुशद्भिः शुक्रास तनूभिः शुचयो रुचानाः ||
रयिं दिवो दुहितरो विभातीः परजावन्तं यछतास्मासु देवीः |
सयोनाद आ वः परतिबुध्यमानाः सुवीर्यस्य पतयः सयाम ||
तद वो दिवो दुहितरो विभातीर उप बरुव उषसो यज्ञकेतुः |
वयं सयाम यशसो जनेषु तद दयौश च धत्ताम पर्थिवी च देवी ||
idam u tyat purutamam purastāj jyotis tamaso vayunāvad asthāt |
nūnaṃ divo duhitaro vibhātīr ghātuṃ kṛṇavann uṣaso janāya ||
asthur u citrā uṣasaḥ purastān mitā iva svaravo ‘dhvareṣu |
vy ū vrajasya tamaso dvārochantīr avrañ chucayaḥ pāvakāḥ ||
uchantīr adya citayanta bhojān rādhodeyāyoṣaso maghonīḥ |
acitre antaḥ paṇayaḥ sasantv abudhyamānās tamaso vimadhye ||
kuvit sa devīḥ sanayo navo vā yāmo babhūyād uṣaso vo adya |
yenā navaghve aṅghire daśaghve saptāsye revatī revad ūṣa ||
yūyaṃ hi devīr ṛtayughbhir aśvaiḥ pariprayātha bhuvanāni sadyaḥ |
prabodhayantīr uṣasaḥ sasantaṃ dvipāc catuṣpāc carathāya jīvam ||
kva svid āsāṃ katamā purāṇī yayā vidhānā vidadhur ṛbhūṇām |
śubhaṃ yac chubhrā uṣasaś caranti na vi jñāyante sadṛśīr ajuryāḥ ||
tā ghā tā bhadrā uṣasaḥ purāsur abhiṣṭidyumnā ṛtajātasatyāḥ |
yāsv ījānaḥ śaśamāna ukthai stuvañ chaṃsan draviṇaṃ sadya āpa ||
tā ā caranti samanā purastāt samānataḥ samanā paprathānāḥ |
ṛtasya devīḥ sadaso budhānā ghavāṃ na sarghā uṣaso jarante ||
tā in nv eva samanā samānīr amītavarṇā uṣasaś caranti |
ghūhantīr abhvam asitaṃ ruśadbhiḥ śukrās tanūbhiḥ śucayo rucānāḥ ||
rayiṃ divo duhitaro vibhātīḥ prajāvantaṃ yachatāsmāsu devīḥ |
syonād ā vaḥ pratibudhyamānāḥ suvīryasya patayaḥ syāma ||
tad vo divo duhitaro vibhātīr upa bruva uṣaso yajñaketuḥ |
vayaṃ syāma yaśaso janeṣu tad dyauś ca dhattām pṛthivī ca devī ||