ঋগ্বেদ ০৩।৪৫

৪৫ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে ইন্দ্র! তুমি মাদক ও ময়ূরের লোমের ন্যায় লোমযুক্ত অশ্বের সাথে এস। ব্যাধ যেরূপ পক্ষীকে বাধা দেয়, সেরূপ তোমাকে যেন কেউ বাধা না দেয়। পথিক যেরূপ মরুদেশ অতিক্রম করে, সেরূপ তুমি শীঘ্র ঐ সকল বাধা অতিক্রম করে এস।
২। ্ইন্দ্র বৃত্রের বিনাশক, তিনি মেঘ বিদীর্ণ করেন ও জল প্রেরণ করেন। তিনি শত্রুপুরী বিদীর্ণ করেন, তিনি অশ্বদ্বয়কে আমাদের অভিমুখে প্রেরণ করবার জন্য রথে আরোহণ করেন। তিনি বলবান শত্রুদেরও ভগ্ন কেরন।
৩। হে ইন্দ্র! সাধু গো পালক যেরূপ গাভী সকলকে পুরিপুষ্ট করে, তুমি যেরূপ সমুদ্রকে নদীদ্বারা পরিপুষ্ট কর, সেরূপ তুমি যজ্ঞকর্তাকে পুষ্ট করে থাক। ধেনুগণ যেরূপ তৃণাদি প্রাপ্ত হয়, সেরূপ তুম সোমরস প্রাপ্ত হ{েয় থাক, সরিৎ যেরূপ হৃদ প্রাপ্ত হয়, সেরূপ সোমরস তোমাকে ব্যাপ্ত করে;
৪। হে ইন্দ্র! পিতা যেরূপ ব্যবহারঞ্জ পুত্রকে ধনের অংশ দান করেন, সেরূপ তুমি আমাদের শত্রুর বাধাকারী ধনরুপ পুত্র দান কর। আকুষী যেরূপ পক্ক ফলের জন্য বৃক্ষকে চালিত করে, সেরূপ তুমি আমাদরে অভিলাষ পুরক ধন চালিত কর।
৫। হ ইন্দ্র! তুমি ধনবান, তুমি স্বর্গের রাজা, তোমার বাক্য সাধু, তোমার কীর্তি প্রভূত। হে বহুজনস্তুত ইন্দ্র! তুমি বলদ্বারা বর্ধিত হয়ে আমাদের সর্বোৎকৃষ্ট শোভনীয় অন্নদাতা হও।

HYMN XLV. Indra.

1. COME hither, Indra, with Bay Steeds, joyous, with tails like peacocks’ plumes.
Let no men cheek thy course as fowlers stay the bird: pass o’er them as o’er desert lands.
2 He who slew Vṛtra, burst the cloud, brake the strongholds and drave the floods,
Indra who mounts his chariot at his Bay Steeds’ cry, shatters e’en things that stand most firm.
3 Like pools of water deep and full, like kine thou cherishest thy might;
Like the milch-cows that go well-guarded to the mead, like water-brooks that reach the lake.
4 Bring thou us wealth with power to strike, our share, ‘gainst him who calls it his.
Shake, Indra, as with hooks, the tree for ripened fruit, for wealth to satisfy our wish.
5 Indra, self-ruling Lord art thou, good Leader, of most glorious fame.
So, waxen in thy strength, O thou whom many praise, be thou most swift to hear our call.

Rig Veda Book 3 Hymn 45
आ मन्द्रैरिन्द्र हरिभिर्याहि मयूररोमभिः |
मा तवा केचिन नि यमन विं न पाशिनो.अति धन्वेव तानिहि ||
वर्त्रखादो वलंरुजः पुरां दर्मो अपामजः |
सथाता रथस्य हर्योरभिस्वर इन्द्रो दर्ळ्हा चिदारुजः ||
गम्भीरानुदधीन्रिव करतुं पुष्यसि गा इव |
पर सुगोपायवसं धेनवो यथा हरदं कुल्या इवाशत ||
आ नस्तुजं रयिं भरांशं न परतिजानते |
वर्क्षं पक्वं फलमङकीव धूनुहीन्द्र सम्पारणं वसु ||
सवयुरिन्द्र सवराळ असि समद्दिष्टिः सवयशस्तरः |
स वाव्र्धान ओजसा पुरुष्टुत भवा नः सुश्रवस्तमः ||

ā mandrairindra haribhiryāhi mayūraromabhiḥ |
mā tvā kecin ni yaman viṃ na pāśino.ati dhanveva tānihi ||
vṛtrakhādo valaṃrujaḥ purāṃ darmo apāmajaḥ |
sthātā rathasya haryorabhisvara indro dṛḷhā cidārujaḥ ||
ghambhīrānudadhīnriva kratuṃ puṣyasi ghā iva |
pra sughopāyavasaṃ dhenavo yathā hradaṃ kulyā ivāśata ||
ā nastujaṃ rayiṃ bharāṃśaṃ na pratijānate |
vṛkṣaṃ pakvaṃ phalamaṅkīva dhūnuhīndra sampāraṇaṃ vasu ||
svayurindra svarāḷ asi smaddiṣṭiḥ svayaśastaraḥ |
sa vāvṛdhāna ojasā puruṣṭuta bhavā naḥ suśravastamaḥ ||