ঋগ্বেদ ০৩।৩৯

৩৯ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে ইন্দ্র! তুমি জগৎপতি, হৃদয় হতে উচ্চারিত ও স্তোতৃসম্পদিত স্তোত্র তোমার অভিমুখে যাচ্ছে। যে স্তুতি তোমাকে জাগরিত করে যজ্ঞ উচ্চারিত হচ্ছে এবং আমা হতেই উৎপন্ন হচ্ছে, তুমি তা জান।
২। হে ইন্দ্র! সূর্য হতেও পূর্বকালে উৎপন্ন যে স্তুতি যজ্ঞে উচ্চারিত হয়ে তোমাকে জাগরিত করে সে স্তুতি কল্যাণকর শুক্র বস্ত্র পরিধন করে আমাদেরই পতৃগণের নিকট হতে আগত ও পুরাতন।
৩। যমক পুত্রের মাতা যমক পুত্রদ্বয় অশ্বিদ্বয়কে প্রস্রব করল (১) তাদের প্রশংসা করবার জন্য আমার জিহ্বার অগ্রভাগ চঞ্চল হয়েছে। অন্ধকারানাশক দিবসের আদিতে আগত মিথুন জন্মিবামাত্র স্তোত্রে মিলিত হচ্ছে।
৪। হে ইন্দ্র! আমাদের যে পিতৃগণ গোধনের নিমিত্ত যুদ্ধ করেছিলেন, পৃথিবীতে কেউ তাদের ন্দিুক নেই। মহিমান্বিত কীর্তিমান ইন্দ্র অঙ্গিরাগণের সমিদ্ধ গোবৃন্দ দিয়েছিলেন।
৫। নবগ্ব অঙ্গিরাগণের সখা ইন্দ্র যখন জানুর উপরে ভর করে গোধনাভিমুখে গিয়েছিলেন, তখন দশগ্ব অঙ্গিরাগণের সাথে অন্ধকার মধ্যে লুক্কায়িত সূর্যকে দেখতে পেয়েছিলেন।
৬। ইন্দ্র ক্ষীরপ্রসবিনী গাভীতে মধু সঞ্চিত করেছেন, পরে পাদযুক্ত ও ক্ষুরযুক্ত ধন আনলেন। ঔদার্যবান ইন্দ্র গুহামধ্যে স্থিত, প্রসন্ন, অন্তরীক্ষে লুক্কায়িত মায়াবীকে দক্ষিণ হস্তে ধারণ করলেন।
৭। ইন্দ্র রাত্রি হতে প্রাদুর্ভূত হয়ে জ্যোতি ধারণ করলেন। আমরা পাপ হতে দুরে ভয়রহিত স্থানে থাকব। হে সোমপা ও সোমপুষ্ট ইন্দ্র! বহু শত্রুবিনাশক স্তোত্রকারীর এ স্তুতি সেবা কর।
৮। সূর্য যজ্ঞের জন্য দ্যাবাপৃথিবী প্রকাশিত করুক, আমরা প্রভূত পাপ হত্তে দূরে অবস্থান করব। হে বসুগণ! স্তুতিদ্বারা তোমাদের অভিমুখ করতে পারা যায়, তোমরা অতি প্রভূত ও সমৃদ্ধ ধন প্রভূত দানশীল মর্ত্যকে প্রদান কর।
৯। হে ইন্দ্র! তুমি অন্নলাভ কর, যুদ্ধে উৎসাহদ্বারা প্রবৃদ্ধ, তুমি ধনবান, প্রভূত ঐর্শ্যসম্পন্ন, নেতৃশ্রেষ্ঠ, স্তুতি শ্রবণকারী, উগ্র, সংগ্রামে শত্রুবিনাশী এবং ধনজেতা। আমরা আশ্রয় লাভের জন্য তোমাকে আহ্বান করছি।

টীকাঃ
১।। ১।৩।১ ঋকের টীকা দেখুন।

HYMN XXXIX. Indra.

1. To Indra from the heart the hymn proceedeth, to him the Lord, recited, built with praises;
The wakening song sung forth in holy synod: that which is born for thee, O Indra, notice.
2 Born from the heaven e’en in the days aforetime, wakening, sting aloud in holy synod,
Auspicious, clad in white and shining raiment, this is the ancient hymn of our forefathers.
3 The Mother of the Twins hath borne Twin Children: my tongue’s tip raised itself and rested silent.
Killing the darkness at the light’s foundation, the Couple newly born attain their beauty.
4 Not one is found among them, none of mortals, to blame our sires who fought to win the cattle.
Their strengthener was Indra the Majestic he spread their stalls of kine the Wonder-Worker.
5 Where as a Friend with friendly men, Navagvas, with heroes, on his knees he sought the cattle.
There, verily with ten Daśagvas Indra found the Sun lying hidden in the darkness.
6 Indra found meath collected in the milch-cow, by foot and hoof, in the cow’s place of pasture.
That which lay secret, hidden in the waters, he held in his right hand, the rich rewarder.
7 He took the light, discerning it from darkness: may we be far removed from all misfortune.
These songs, O Soma-drinker, cheered by Soma, Indra, accept from thy most zealous poet.
8 Let there be light through both the worlds for worship: may we be far from most overwhelming evil.
Great woe comes even from the hostile mortal, piled up; but good at rescue are the Vasus.
9 Call we on Maghavan, auspicious Indra, best Hero in the fight where spoil is gathered,
The Strong, who listens, who gives aid in battles, who slays the Vṛtras, wins and gathers riches.

Rig Veda Book 3 Hymn 39
इन्द्रं मतिर्ह्र्द आ वच्यमानाछा पतिं सतोमतष्टा जिगाति |
या जाग्र्विर्विदथे शस्यमानेन्द्र यत ते जायते विद्धि तस्य ||
दिवश्चिदा पूर्व्या जायमाना वि जाग्र्विर्विदथे शस्यमाना |
भद्रा वस्त्राण्यर्जुना वसाना सेयमस्मे सनजापित्र्या धीः ||
यमा चिदत्र यमसूरसूत जिह्वाया अग्रं पतदा हयस्थात |
वपूंषि जाता मिथुना सचेते तमोहना तपुषो बुध्न एता ||
नकिरेषां निन्दिता मर्त्येषु ये अस्माकं पितरो गोषु योधाः |
इन्द्र एषां दरंहिता माहिनावानुद गोत्राणि सस्र्जे दंसनावान ||
सखा ह यत्र सखिभिर्नवग्वैरभिज्ञ्वा सत्वभिर्गा अनुग्मन |
सत्यं तदिन्द्रो दसभिर्दशग्भिः सूर्यं विवेदतमसि कषियन्तम ||
इन्द्रो मधु सम्भ्र्तमुस्रियायां पद्वद विवेद शफवन नमेगोः |
गुहा हितं गुह्यं गूळ्हमप्सु हस्ते दधे दक्षिणे दक्षिणावान ||
जयोतिर्व्र्णीत तमसो विजानन्नारे सयाम दुरितादभीके |
इमा गिरः सोमपाः सोमव्र्द्ध जुषस्वेन्द्र पुरुतमस्य कारोः ||
जयोतिर्यज्ञाय रोदसी अनु षयादारे सयाम दुरितस्य भूरेः |
भूरि चिद धि तुजतो मर्त्यस्य सुपारासो वसवो बर्हणावत ||
शुनं हुवेम … ||

indraṃ matirhṛda ā vacyamānāchā patiṃ stomataṣṭā jighāti |
yā jāghṛvirvidathe śasyamānendra yat te jāyate viddhi tasya ||
divaścidā pūrvyā jāyamānā vi jāghṛvirvidathe śasyamānā |
bhadrā vastrāṇyarjunā vasānā seyamasme sanajāpitryā dhīḥ ||
yamā cidatra yamasūrasūta jihvāyā aghraṃ patadā hyasthāt |
vapūṃṣi jātā mithunā sacete tamohanā tapuṣo budhna etā ||
nakireṣāṃ ninditā martyeṣu ye asmākaṃ pitaro ghoṣu yodhāḥ |
indra eṣāṃ dṛṃhitā māhināvānud ghotrāṇi sasṛje daṃsanāvān ||
sakhā ha yatra sakhibhirnavaghvairabhijñvā satvabhirghā anughman |
satyaṃ tadindro dasabhirdaśaghbhiḥ sūryaṃ vivedatamasi kṣiyantam ||
indro madhu sambhṛtamusriyāyāṃ padvad viveda śaphavan nameghoḥ |
ghuhā hitaṃ ghuhyaṃ ghūḷhamapsu haste dadhe dakṣiṇe dakṣiṇāvān ||
jyotirvṛṇīta tamaso vijānannāre syāma duritādabhīke |
imā ghiraḥ somapāḥ somavṛddha juṣasvendra purutamasya kāroḥ ||
jyotiryajñāya rodasī anu ṣyādāre syāma duritasya bhūreḥ |
bhūri cid dhi tujato martyasya supārāso vasavo barhaṇāvat ||
śunaṃ huvema … ||