ঋগ্বেদ ০৩।৩৮

৩৮ সুক্ত ।।

অনুবাদঃ
১। হে স্তোতা! ত্বষ্টার ন্যায় ইন্দ্রের স্তুতি প্রদীপ্ত কর। উৎকৃষ্ঠ ভারবাহী দ্রুতগামী অশ্বের ন্যায় কর্মে প্রবৃত্ত হয়ে ইন্দ্রের প্রিয়কর্ম বিষয়ে চিন্তা করে আমি মেধাবান হয়ে স্বর্গগত কবিগণকে দেখবার ইচ্ছা করছি।
২। হে ইন্দ্র! কবিগণের জন্মবিষয়ে গুরুগণকে জিজ্ঞাসা কর, যারা মন:সংযম ও পুণ্য কার্য দ্বারা স্বর্গ নির্মাণ করেছিলেন। এক্ষেত্রে এ যজ্ঞে তোমার জন্য প্রনীত স্তুতিসমূহ বর্ধমান হয়ে মনের ন্যায় বেগে যেন যায়।
৩। কবিগণ এ ভুলোকের সর্বত্র গুঢ় কর্ম নিধান করে পৃথিবী ও স্বর্গকে বল লাভের জন্য অলঙ্কৃত করেছন। ওরা মাত্রাদ্বারা (১) পৃথিবী ও স্বর্গের পরিমাণ করেছেন। পরস্পর সঙ্গতা বিস্তীর্ণা মহতী দ্যাবা পৃথিবীকে মিলিত করেছেন এবং তাদের মধ্যে ধারণার্থে অন্তরীক্ষকে স্থাপন করেছেন।
৪। সমস্ত কবিগণ, রথস্থিত ইন্দ্রকে পরিভূষিত করেছিলেন। স্বভাবত: দীপ্তিমান ইন্দ্র দীপ্তিতে আচ্ছাদিত হয়ে রয়েছেন। অভীষ্টবর্ষী ও অসুর ইন্দ্রের কীর্তি অদ্ভুত। তিনি বিশ্বরূপ ধারণ করে অমৃতে অধিষ্ঠান করছেন।
৫। অভীষ্টবর্ষী সনাতন সর্বজ্যেষ্ঠ ইন্দ্র জল সৃষ্টি করলেন। এ প্রভূত জল তার পিপাসা রোধ করল। স্বর্গের পৌত্র স্বরূপ শোভমান ইন্দ্র ও বরুণ দ্যোতমান যজ্ঞকারীর স্তুতিদ্বারা লাভযোগ্য ধন আমাদের জন্য ধারণ করেছেন।
৬। হে রাজা ইন্দ্র ও বরুণ! পরিব্যাপ্ত ও সম্পূর্ণ সবনত্রয়কে এ যজ্ঞে অলঙ্কৃত কর। হে ইন্দ্র! তুমি যজ্ঞে গমন করেছ, যেহেতু আমি এ যজ্ঞে বায়ু বৎ কেশবিশিষ্ট গন্ধর্বগণকে মনে মনে দেখছি। (২)
৭। যে যজমানগণ অভিমত ফলপ্রদ ইন্দ্রের জন্য গোসমূহের ভোগার্থে হব্য শীঘ্র দোহন করে যাদের অনেক নাম আছে, তারা নুতন অসুর্য (৩) বল ধারণ করে ও মায়া বিকাশ করে আপন আপন রূপ ইন্দ্রের সমর্পণ করেছিল।
৮। অতএব সবিতার সুবর্ণময়ী দীপ্তিকে কেউই ইয়ত্তা করতে পারে না। এ দীপ্তিকে যিনি আশ্রয় করেন তিনি উত্তম স্তুতিদ্বারা স্তুত হয়ে মাতা যেরূপ সন্তানকে আলিঙ্গন ক,ে সেরূপ সর্ব ব্যাপক দ্যাবাপৃথিবীকে আলিঙ্গন করেন।
৯। হে ইন্দ্র ও বরুণ! তোমরা দুজনে প্রাচীন স্তোতার শ্রেয়: সম্পাদন কর অর্থাৎ তাকে স্বর্গীয় মঙ্গলরূপ শ্রেয়: প্রদান কর। আমাদের চার দিক হতে রক্ষা কর। ইন্দ্রের জিহ্বা সকলকে অভয়দান করে এবং ইন্দ্র স্থিরতর! সমস্ত মায়াবিগণ তার নানাবিধ কীর্তি দর্শন করছে।
১০। হে ইন্দ্র! তুমি অন্নলাভ কর, যুদ্ধে উৎসাহদ্বারা প্রবৃদ্ধ, তুমি ধনবান, প্রভূত ঐশ্বর্যসম্পন্ন, নেতৃশ্রেষ্ঠ, স্তুতিশ্রবণকারী, উগ্র, সংগ্রামে শত্রুবিনাশী এবং ধনজেতা। আমরা আশ্রয় লাভের জন্য তোমাকে আহ্বান করছি।

টীকাঃ
১। মাত্রা শিলোচ্চয়া। সায়ণ। Elements Wilson.
২। মুলে গন্ধর্বান বায়ুকেশান আছে। ঋগ্বেদের গন্ধর্বগণকে? ৯।১১৩।৩ ঋকে আছে। যে গন্ধর্বগণ সোমরস প্রস্তুত করেছিল। ১।১৬৩।২ ঋকে গন্ধর্ব ইন্দ্রে ররথের বলগাধারণ করলেন। ১।২২।১৪ ঋকে অন্তরীক্ষই গন্ধর্বগণের নিবাস স্থান বলে নির্দিষ্ট হয়েছে। গন্ধর্বগণ অন্তরিক্ষবাসী সোমপায়ী কাল্পনিক জীব। ৮।১।১১ ঋকের টীকা দেখুন।
৩। সায়ণ অসুর্য অর্থে অসুরগণের বল করেছেন।

HYMN XXXVIII. Indra.

1. HASTING like some strong courser good at drawing, a thought have I imagined like a workman.
Pondering what is dearest and most noble, I long to see the sages full of wisdom.
2 Ask of the sages’ mighty generations firm-minded and devout they framed the heaven.
These are thy heart-sought strengthening directions, and they have come to be sky’s upholders.
3 Assuming in this world mysterious natures, they decked the heaven and earth for high dominion,
Measured with measures, fixed their broad expanses, set the great worlds apart held firm for safety.
4 Even as he mounted up they all adorned him: self-luminous he travels clothed in splendour.
That is the Bull’s, the Asura’s mighty figure: he, omniform, hath reached the eternal waters.
5 First the more ancient Bull engendered offspring; these are his many draughts that lent him vigour.
From days of old ye Kings, two Sons of Heaven, by hymns of sacrifice have won dominion.
6 Three seats ye Sovrans, in the Holy synod, many, yea, all, ye honour with your presence.
There saw I, going thither in the spirit, Gandharvas in their course with wind-blown tresses.
7 That same companionship of her, the Milch-cow, here with the strong Bull’s divers forms they stablished.
Enduing still some new celestial figure, the skilful workers shaped a form around him.
8 Let no one here debar me from enjoying the golden light which Savitar diffuses.
He covers both all-fostering worlds with praises even as a woman cherishes her children.
9 Fulfil, ye twain, his work, the Great, the Ancient: as heavenly blessing keep your guard around us.
All the wise Gods behold his varied actions who stands erect, whose voice is like a herdsman’s.
10 Call we on Indra, Maghavan, auspicious, best Hero in the fight where spoil is gathered,
The Strong, who listens, who gives aid in battles, who slays the Vṛtras, wins and gathers riches.

Rig Veda Book 3 Hymn 38
अभि तष्टेव दीधया मनीषामत्यो न वाजी सुधुरो जिहानः |
अभि परियाणि मर्म्र्शत पराणि कवीन्रिछामि सन्द्र्शे सुमेधाः ||
इनोत पर्छ जनिमा कवीनां मनोध्र्तः सुक्र्तस्तक्षत दयाम |
इमा उ ते परण्यो वर्धमाना मनोवाता अध नु धर्मणिग्मन ||
नि षीमिदत्र गुह्या दधाना उत कषत्राय रोदसी समञ्जन |
सं मात्राभिर्ममिरे येमुर उर्वी अन्तर मही सम्र्ते धायसे धुः ||
आतिष्ठन्तं परि विश्वे अभूषञ्छ्रियो वसानश्चरति सवरोचिः |
महत तद वर्ष्णो असुरस्य नामा विश्वरूपो अम्र्तानि तस्थौ ||
असूत पूर्वो वर्षभो जयायानिमा अस्य शुरुधः सन्ति पूर्वीः |
दिवो नपाता विदथस्य धीभिः कषत्रं राजाना परदिवो दधाथे ||
तरीणि राजाना विदथे पुरूणि परि विश्वानि भूषथः सदांसि |
अपश्यमत्र मनसा जगन्वान वरते गन्धर्वानपि वायुकेशान ||
तदिन नवस्य वर्षभस्य धेनोरा नामभिर्ममिरे सक्म्यंगोः |
अन्यद-अन्यदसुर्यं वसाना नि मायिनो ममिरे रूपमस्मिन ||
तदिन नवस्य सवितुर्नकिर्मे हिरण्ययीममतिं यामशिश्रेत |
आ सुष्टुती रोदसी विश्वमिन्वे अपीव योषा जनिमानि वव्रे ||
युवं परत्नस्य साधथो महो यद दैवी सवस्तिः परि णः सयातम |
गोपाजिह्वस्य तस्थुषो विरूपा विश्वे पश्यन्ति मायिनः कर्तानि ||
शुनं हुवेम … ||

abhi taṣṭeva dīdhayā manīṣāmatyo na vājī sudhuro jihānaḥ |
abhi priyāṇi marmṛśat parāṇi kavīnrichāmi sandṛśe sumedhāḥ ||
inota pṛcha janimā kavīnāṃ manodhṛtaḥ sukṛtastakṣata dyām |
imā u te praṇyo vardhamānā manovātā adha nu dharmaṇighman ||
ni ṣīmidatra ghuhyā dadhānā uta kṣatrāya rodasī samañjan |
saṃ mātrābhirmamire yemur urvī antar mahī samṛte dhāyase dhuḥ ||
ātiṣṭhantaṃ pari viśve abhūṣañchriyo vasānaścarati svarociḥ |
mahat tad vṛṣṇo asurasya nāmā viśvarūpo amṛtāni tasthau ||
asūta pūrvo vṛṣabho jyāyānimā asya śurudhaḥ santi pūrvīḥ |
divo napātā vidathasya dhībhiḥ kṣatraṃ rājānā pradivo dadhāthe ||
trīṇi rājānā vidathe purūṇi pari viśvāni bhūṣathaḥ sadāṃsi |
apaśyamatra manasā jaghanvān vrate ghandharvānapi vāyukeśān ||
tadin nvasya vṛṣabhasya dhenorā nāmabhirmamire sakmyaṃghoḥ |
anyad-anyadasuryaṃ vasānā ni māyino mamire rūpamasmin ||
tadin nvasya saviturnakirme hiraṇyayīmamatiṃ yāmaśiśret |
ā suṣṭutī rodasī viśvaminve apīva yoṣā janimāni vavre ||
yuvaṃ pratnasya sādhatho maho yad daivī svastiḥ pari ṇaḥ syātam |
ghopājihvasya tasthuṣo virūpā viśve paśyanti māyinaḥ kṛtāni ||
śunaṃ huvema … ||