২৩ সুক্ত ।।
অনুবাদঃ
১। যে অগ্নি নির্মথিত ও যজমান গৃহে স্থাপিত, যিনি যুবা, সর্বজ্ঞ, যজ্ঞের প্রণেতা, জাতবেদা এবং মহারণ্য নাশ করেও স্বয়ং অজর, সে অগ্নি এ যজ্ঞে অমৃত ধারণ করেন। ভরতের পুত্র দেবশ্রবা ও দেবরাত সুদক্ষ ও ধনবান অগ্নিকে মন্থন দ্বারা উৎপন্ন করছে। হে অগ্নি! তুমি প্রভূত ধনের সাথে আমাদের দিকে দেখ এবং প্রত্যহ আমাদের অন্ন আন।
৩। দশ অঙ্গুলি এ পুরাতন কমনীয় অগ্নিকে উৎপন্ন করেছে। হে দেবশ্রবা! অরণিরূপ মাতৃগণের মধ্যে সূজাত, প্রিয় ও দেবরাত কর্তৃক উৎপাদিত অগ্নিকে স্তুতি কর। সে অগ্নি লোকের বশবর্তী হন।
৪। হে অগ্নি! সুদিন লাভের জন্য ইলারূপ পৃথিবীর উৎকৃষ্ট স্থানে তোমাকে স্থাপন করছি! হে অগ্নি! তুমি দৃষদ্বতী, আপষা ও সরস্বতী তীরস্থিত মনুষ্যের গৃহে ধন বিশিষ্ট হয়ে দীপ্ত হও।
৫। হে অগ্নি! তুমি স্তোতাকে বহু কর্মের হেতভূত ও ধেনু প্রদাত্রী ভূমি চিরকাল প্রদান কর। আমাদের বংশ বিস্তারকারী এবং সন্তুতি জনয়িতা একটি পুত্র হোক। হে অগ্নি! আমাদের প্রতি তোমার অনুগ্রহ হোক।
HYMN XXIII. Agni.
1. RUBBED into life, well stablished in the dwelling, Leader of sacrifice, the Sage, the youthful,
Here in the wasting fuel Jātavedas, eternal, hath assumed immortal being.
2 Both Bharatas, Devaśravas, Devāvata, have strongly rubbed to life effectual Agni.
O Agni, look thou forth with ample riches: be, every day, bearer of food to feed us.
3 Him nobly born of old the fingers ten produced, him whom his Mothers counted dear.
Praise Devāvata’s Agni, thou Devaśravas, him who shall be the people’s Lord.
4 He set thee in the earth’s most lovely station, in Iḷā’s place, in days of fair bright weather.
On man, on Āpayā, Agni! on the rivers Dṛṣadvati, Sarasvatī, shine richly.
5 Agni, as holy food to thine invoker give wealth in cattle, lasting, rich in marvels.
To us be born a son and spreading offspring Agni, be this thy gracious will to us-ward
Rig Veda Book 3 Hymn 23
निर्मथितः सुधित आ सधस्थे युवा कविरध्वरस्य परणेता |
जूर्यत्स्वग्निरजरो वनेष्वत्रा दधे अम्र्तं जातवेदाः ||
अमन्थिष्टां भारता रेवदग्निं देवश्रवा देववातः सुदक्षम |
अग्ने वि पश्य बर्हताभि रायेषां नो नेता भवतादनु दयून ||
दश कषिपः पूर्व्यं सीमजीजनन सुजातं मात्र्षु परियम |
अग्निं सतुहि दैववातं देवश्रवो यो जनानामसद वशी ||
नि तवा दधे वर आ पर्थिव्या इळायास पदे सुदिनत्वे अह्नाम |
दर्षद्वत्यां मानुष आपयायां सरस्वत्यां रेवदग्नेदिदीहि ||
इळामग्ने … ||
nirmathitaḥ sudhita ā sadhasthe yuvā kaviradhvarasya praṇetā |
jūryatsvaghnirajaro vaneṣvatrā dadhe amṛtaṃ jātavedāḥ ||
amanthiṣṭāṃ bhāratā revadaghniṃ devaśravā devavātaḥ sudakṣam |
aghne vi paśya bṛhatābhi rāyeṣāṃ no netā bhavatādanu dyūn ||
daśa kṣipaḥ pūrvyaṃ sīmajījanan sujātaṃ mātṛṣu priyam |
aghniṃ stuhi daivavātaṃ devaśravo yo janānāmasad vaśī ||
ni tvā dadhe vara ā pṛthivyā iḷāyās pade sudinatve ahnām |
dṛṣadvatyāṃ mānuṣa āpayāyāṃ sarasvatyāṃ revadaghnedidīhi ||
iḷāmaghne … ||