ঋগ্বেদ ০৩।১৪

১৪ সুক্ত ।।

অনুবাদঃ
১। দেবগণের আহ্বানকারী, স্তোতৃগণের আনন্দবর্ধক, সত্যপ্রতিজ্ঞ, যজ্ঞকারী, অত্যন্ত মেধাবী ও জগতের বিধাতা অগ্নি আমাদের যজ্ঞে অবস্থিত করেন। তার রথ দ্যুতিমান, শিখা তার কেশ, তিনি বলের পুত্র, তিনি পৃথিবীতে প্রভা বিকাশ করেন।
২। হে যজ্ঞবান অগ্নি। তোমার উদ্দেশে নমস্কার বাক্য উচ্চারণ করি, তুমি বলবান এবং কর্মপ্রজ্ঞাপক, তোমার উদ্দেশে নমস্কার বাক্য উচ্চারিত হচ্ছে, তুমি গ্রহণ কর। হে যজনীয়। তুমি বিদ্বান, বিদ্বানগণকে আন, আমাদের আশ্রয়দানের জন্য কুশমধ্যে উপবেশন কর।
৩। অন্নসম্পাদিকা উষাদ্বয় (১), তোমার উদ্দেশে অভিগমন করছে। হে অগ্নি। তুমি বায়ুর পথে তাদের অভিমুখে যাও, যেহেতু, ঋত্বিকগণ পুরাতন অগ্নিকে হব্যদ্বারা সর্বতোভাবে সিক্ত করে যুগদ্বয়ের ন্যায় (পরস্পর সংসক্ত ঊষা ও নক্ত) আমাদের গৃহে বারবার এসে অবস্থিতি করুক।
৪। হে বলবান অগ্নি! মিত্র, বরুণ ও সমস্ত দেবগণ তোমার উদ্দেশে স্তোত্র উচ্চারণ করছে। যেহেতু হে বলের পুত্র অগ্নি। তুমিই সূর্য, তুমি মানুষদের পথপ্রদর্শকস্বরূপ আপন রশ্মিসকল বিস্তার করে দীপ্তিতে সমান হয়ে আছ।
৫। হে অগ্নি! আমরা হস্ত উত্তোলন করে অদ্য তোমায় কমনীয় হব্য প্রদান করব। তুমি মেধাবী, তুমি নমস্কারে প্রসন্ন হয়ে নে মনে যাগাভিলাষে, প্রভূত স্তোত্রদ্বারা দেবগণের পূজা কর।
৬। হে বলের পুত্র অগ্নি! তোমার নিকট হতে প্রভূত রক্ষা যজমানের নিকট যাচ্ছে, অন্নও যাচ্ছে। তুমি আমাদের প্রিয় বচনদ্বারা অচল, সহস্য সংখ্যক ধন দান কর।
৭। হে সামর্থ্যবিশিষ্ট, সর্বজ্ঞ, দীপ্তিমান অগ্নি। আমরা মর্ত্য, আমরা তোমার উদ্দেশে যজ্ঞে এ যে হব্য ত্যাগ করছি, হে অমর! তুমি সমস্ত যজমানকে রক্ষা করবার জন্য জাগরিত হও এবং সমস্ত হব্য আস্বাদন কর।

টীকাঃ
১। অর্থাৎ ঊষা ও নক্ত। সায়ণ।

HYMN XIV. Agni.

1 THE pleasant Priest is come into the synod, true, skilled in sacrifice, most wise, Ordainer.
Agni, the Son of Strength, whose car is lightning, whose hair is flame, hath shown on earth his lustre.
2 To thee I offer reverent speech: accept it: to thee who markest it, victorious, faithful!
Bring, thou who knowest, those who know, and seat thee amid the sacred grass, for help, O Holy.
3 The Two who show their vigour, Night and Morning, by the wind’s paths shall haste to thee O Agni.
When men adorn the Ancient with oblations, these seek, as on two chariot-seats, the dwelling.
4 To thee, strong Agni! Varuṇa and Mitra and all the Maruts sang a song of triumph,
What time unto the people’s lands thou camest, spreading them as the Sun of men, with lustre.
5 Approaching with raised hands and adoration, we have this day fulfilled for thee thy longing.
Worship the Gods with most devoted spirit, a Priest with no unfriendly thought, O Agni.
6 For, Son of Strength, from thee come many succours, and powers abundant that a God possesses.
Agni, to us with speech that hath no falsehood grant riches, real, to be told in thousands.
7 Whatever, God, in sacrifice we mortals have wrought is all for thee, strong, wise of purpose!
Be thou the Friend of each good chariot’s master. All this enjoy thou here, immortal Agni.

Rig Veda Book 3 Hymn 14
आ होता मन्द्रो विदथान्यस्थात सत्यो यज्वा कवितमः सवेधाः |
विद्युद्रथः सहसस पुत्रो अग्निः शोचिष्केशः पर्थिव्यां पाजो अश्रेत ||
अयामि ते नमौक्तिं जुषस्व रतावस्तुभ्यं चेतते सहस्वः |
विद्वाना वक्षि विदुषो नि षत्सि मध्य आ बर्हिरूतये यजत्र ||
दरवतां त उषसा वाजयन्ती अग्ने वातस्य पथ्याभिरछ |
यत सीमञ्जन्ति पूर्व्यं हविर्भिरा वन्धुरेव तस्थतुर्दुरोणे ||
मित्रश्च तुभ्यं वरुणः सहस्वो.अग्ने विश्वे मरुतः सुम्नमर्चन |
यच्छोचिषा सहसस पुत्र तिष्ठा अभि कषितीः परथयन सूर्यो नॄन ||
वयं ते अद्य ररिमा हि काममुत्तानहस्ता नमसोपसद्य |
यजिष्ठेन मनसा यक्षि देवानस्रेधता मन्मना विप्रो अग्ने ||
तवद धि पुत्र सहसो वि पूर्वीर्देवस्य यन्त्यूतयो वि वाजाः |
तवं देहि सहस्रिणं रयिं नो.अद्रोघेण वचसा सत्यमग्ने ||
तुभ्यं दक्ष कविक्रतो यानीमा देव मर्तासो अध्वरे अकर्म |
तवं विश्वस्य सुरथस्य बोधि सर्वं तदग्ने अम्र्त सवदेह ||

ā hotā mandro vidathānyasthāt satyo yajvā kavitamaḥ savedhāḥ |
vidyudrathaḥ sahasas putro aghniḥ śociṣkeśaḥ pṛthivyāṃ pājo aśret ||
ayāmi te namauktiṃ juṣasva ṛtāvastubhyaṃ cetate sahasvaḥ |
vidvānā vakṣi viduṣo ni ṣatsi madhya ā barhirūtaye yajatra ||
dravatāṃ ta uṣasā vājayantī aghne vātasya pathyābhiracha |
yat sīmañjanti pūrvyaṃ havirbhirā vandhureva tasthaturduroṇe ||
mitraśca tubhyaṃ varuṇaḥ sahasvo.aghne viśve marutaḥ sumnamarcan |
yacchociṣā sahasas putra tiṣṭhā abhi kṣitīḥ prathayan sūryo nṝn ||
vayaṃ te adya rarimā hi kāmamuttānahastā namasopasadya |
yajiṣṭhena manasā yakṣi devānasredhatā manmanā vipro aghne ||
tvad dhi putra sahaso vi pūrvīrdevasya yantyūtayo vi vājāḥ |
tvaṃ dehi sahasriṇaṃ rayiṃ no.adrogheṇa vacasā satyamaghne ||
tubhyaṃ dakṣa kavikrato yānīmā deva martāso adhvare akarma |
tvaṃ viśvasya surathasya bodhi sarvaṃ tadaghne amṛta svadeha ||