ঋগ্বেদ ০২।৩৯

৩৯ সুক্ত ।।

অনুবাদঃ

১।হে অশ্বিদ্বয়! তোমরা শত্রুর প্রতি প্রেরিত পাষাণ খন্ডদ্বয়ের ন্যায় বাধা দাও, পক্ষিদ্বয় যেরূপ বৃক্ষে আসে সেরূপ তোমরা যজমানের নিকট এস। উকথ উচ্চারণকারী ব্রহ্মনামক ঋত্বিকদ্বয়ের ন্যায় ও জনপদে দূতদ্বয়ের ন্যায় তোমরা বহু পুরুষের আহ্বান যোগ্য।
২। হে অশ্বিদ্বয়! তোমরা প্রাত:কালে গমনকারী রথিদ্বয়ের ন্যায়, বীর ছাগদ্বয়ের ন্যায়, যমজ নারীদ্বয়ের ন্যায়, সুন্দর শরীরবিশিষ্ট দম্পতির ন্যায় সংগত এবং জন সকলের কর্মবেত্তা। তোমরা দুজনে ভক্তের নিকট এস।
৩। দেবগণের প্রথম অশ্বিদ্বয়! তোমরা পশুর শৃঙ্গদ্বয়ের ন্যায় বা অশ্বাদির খুরদ্বয়ের ন্যায় বেগবিশিষ্ট হয়ে আমাদরে অভিমুখে এস। হে শত্রুচ্ছেদক স্বকর্মক্ষম অশ্বিদ্বয়! চক্রাবাকদ্বয় (১) যেরূপ দিবসে আসে অথবা রথিদ্বয় সেরূপ আসে, সেরূপ তোমরা আমাদের অভিমুখে এস।
৪। হে অশ্বিদ্বয়! নৌকার ন্যায়, রথচক্রের নাভিফলকের ন্যায়, তৎপার্শ্বস্থ ফলকের ন্যায় চক্রের বাহ্য দেশের বলয়ের ন্যায় আমাদের পার কর। দুটি কুকুরের ন্যায় তোমরা আমাদরে শরীরকে হিংসা হতে রক্ষা কর। দুটি বর্মের ন্যায় তোমরা আমাদের জরা হতে রক্ষা কর।
৫। হে অশ্বিদ্বয়! তোমরা বায়ুদ্বয়ের ন্যায় অক্ষম, নদীদ্বয়ের ন্যায় শীঘ্রগামী, চক্ষুদ্বয়ের ন্যায় দর্শনশক্তিমান। তোমরা আমাদের দিকে এস। তোমরা হস্তদ্বয় ও পাদদ্বয়ের ন্যায় শরীরের সুখকর। তোমরা আমাদের শ্রেষ্ঠধনের অভিমুখে নিয়ে যাও।
৬। হে অশ্বিদ্বয়! তোমরা ওষ্ঠদ্বয়ের ন্যায় মধুরবাক্য উচ্চারণ কর, স্তনদ্বয়ের ন্যায় আমাদের জীবন ধারণের জন্য পান করাও, নাসিকাদ্বয়ের ন্যায় আমাদের শরীরের রক্ষক হও, কর্ণদ্বয়ের ন্যায় আমাদের শ্রোতা হও।
৭। হে অশ্বিদ্বয়! হস্তদ্বয়ের ন্যায় সামর্থ্য প্রদান কর, দ্যাবাপৃথিবীর ন্যায় আমাদের উদক প্রেরণ কর। হে অশ্বিদ্বয়! এ সকল স্তুতি তোমাদের কামনা করছে, তোমরা শাণযন্ত্রদ্বারা অসির ন্যায় ওদের তীক্ষ্ম কর।
৮। হে অশ্বিদ্বয়! গৃহসমদ ঋষি, তোমাদের বৃদ্ধিসাধনার্থে এ সকল মন্ত্র ও স্তোত্র রচনা করেছেন। তোমরা নেতা ও অত্য্ত প্রীতিযুক্ত। তোমাদের নিকট এ সকল স্তুতি আসুক। আমরা যেন পুত্র পৌত্রবিশিষ্ট হয়ে এ যজ্ঞে প্রভূত স্তুতি করতে পারি।

টীকাঃ
১। চক্রবাক মিথুন নিয়ে আধুনিক সংস্কৃত কবিগণের এত উপমান ঘটা, বেদে তার এই প্রথম উল্লেখ।

HYMN XXXIX. Aśvins.

1. SING like the two press-stones for this same purpose; come like two misers to the tree of treasure;
Like two laud-singing Brahmans in the assembly, like the folk’s envoys called in many places.
2 Moving at morning like two car-borne heroes, like to a pair of goats ye come electing;
Like two fair dames embellishing their bodies, like a wise married pair among the people.
3 Like to a pair of horns come first to us-ward, like to a pair of hoofs with rapid motion;
Come like two Cakavās in the grey of morning, come like two chariot wheels at dawn, ye Mighty.
4 Bear us across the rivers like two vessels, save us as ye were yokes, naves, spokes and fellies.
Be like two dogs that injure not our bodies; preserve us, like two crutches, that we fall not.
5 Like two winds ageing not, two confluent rivers, come with quick vision like two eyes before us.
Come like two hands most helpful to the body, and guide us like two feet to what is precious.
6 Even as two lips that with the mouth speak honey, even as two breasts that nourish our existence,
Like the two nostrils that protect our being, be to us as our ears that hear distinctly.
7 Like two hands give ye us increasing vigour; like heaven and earth constrain the airy regions.
Aśvins, these hymns that struggle to approach you, sharpen ye like an axe upon a whetstone.
8 These prayers of ours exalting you, O Aśvins, have the Gṛtsamadas, for a laud, made ready.
Welcome them, O ye Heroes, and come hither. Loud may we speak. with brave men, in assembly.

Rig Veda Book 2 Hymn 39
गरावाणेव तदिदथं जरेथे गर्ध्रेव वर्क्षं निधिमन्तमछ |
बरह्माणेव विदथ उक्थशासा दूतेव हव्या जन्या पुरुत्रा ||
परातर्यावाणा रथ्येव वीराजेव यमा वरमा सचेथे |
मेने इव तन्वा शुम्भमाने दम्पतीव करतुविदा जनेषु ||
शर्ङगेव नः परथमा गन्तमर्वाक छफाविव जर्भुराणातरोभिः |
चक्रवाकेव परति वस्तोरुस्रार्वाञ्चा यातं रथ्येव शक्रा ||
नावेव नः पारयतं युगेव नभ्येव न उपधीव परधीव |
शवानेव नो अरिषण्या तनूनां खर्गलेव विस्रसः पातमस्मान ||
वातेवाजुर्या नद्येव रीतिरक्षी इव चक्षुषा यातमर्वाक |
हस्ताविव तन्वे शम्भविष्ठा पादेव नो नयतं वस्यो अछ ||
ओष्ठाविव मध्वास्ने वदन्ता सतनाविव पिप्यतं जीवसेनः |
नासेव नस्तन्वो रक्षितारा कर्णाविव सुश्रुता भूतमस्मे ||
हस्तेव शक्तिमभि सन्ददी नः कषामेव नः समजतं रजांसि |
इमा गिरो अश्विना युष्मयन्तीः कष्णोत्रेणेव सवधितिं सं शिशीतम ||
एतानि वामश्विना वर्धनानि बरह्म सतोमं गर्त्समदासो अक्रन |
तानि नरा जुजुषाणोप यातं बर्हद … ||

ghrāvāṇeva tadidathaṃ jarethe ghṛdhreva vṛkṣaṃ nidhimantamacha |
brahmāṇeva vidatha ukthaśāsā dūteva havyā janyā purutrā ||
prātaryāvāṇā rathyeva vīrājeva yamā varamā sacethe |
mene iva tanvā śumbhamāne dampatīva kratuvidā janeṣu ||
śṛṅgheva naḥ prathamā ghantamarvāk chaphāviva jarbhurāṇātarobhiḥ |
cakravākeva prati vastorusrārvāñcā yātaṃ rathyeva śakrā ||
nāveva naḥ pārayataṃ yugheva nabhyeva na upadhīva pradhīva |
śvāneva no ariṣaṇyā tanūnāṃ khṛghaleva visrasaḥ pātamasmān ||
vātevājuryā nadyeva rītirakṣī iva cakṣuṣā yātamarvāk |
hastāviva tanve śambhaviṣṭhā pādeva no nayataṃ vasyo acha ||
oṣṭhāviva madhvāsne vadantā stanāviva pipyataṃ jīvasenaḥ |
nāseva nastanvo rakṣitārā karṇāviva suśrutā bhūtamasme ||
hasteva śaktimabhi sandadī naḥ kṣāmeva naḥ samajataṃ rajāṃsi |
imā ghiro aśvinā yuṣmayantīḥ kṣṇotreṇeva svadhitiṃ saṃ śiśītam ||
etāni vāmaśvinā vardhanāni brahma stomaṃ ghṛtsamadāso akran |
tāni narā jujuṣāṇopa yātaṃ bṛhad … ||