২৮ সুক্ত ।।
অনুবাদঃ
১। কবি এবং স্বয়ং শোভমান আদিত্য বরুণের জন্য এ হব্য। তিনি স্বীয় মহিমাদ্বারা সমস্ত ভূতকে অভিভব করেন। দ্যুতিমান স্বামী বরুণ। যজমানের হর্ষ উৎপন্ন করেন, আমি তার স্তুতি যাঞ্চা করি।
২। হে বরুণ! আমরা যেন উত্তমরূপে তোমার ধ্যান, স্তুতি এবং পরিচর্যা করে সৌভাগ্যশালী হতে পারি। কিরণবিশিষট ঊষা এলে অগ্নির ন্যায় আমরা যেন প্রতিদিন তোমার স্তুতি করে দীপ্তিমান হই।
৩। হে জগতের নায়ক বরুণ! তুমি অনেক বীরবিশিষ্ট, বহুলোকে তোমারে স্তুতি করে, আমরা যেন তোমার গৃহে বাস করতে পারি। হে হিংসারহিত দীপ্তিমান অদিতি পুত্রগণ! তোমরা আমাদের সখ্যের নিমিত্ত আমাদের অপরাধ মার্জনা কর।
৪। জগতের ধারক অদিতির পুত্র বরুণ পকৃষ্টরূপে জল সৃষ্টি করেছেন। বরুণের মহিমায় নদী সকল প্রবাহিত হয়, এরা বিশ্রাম করে না, নিবৃত্ত হয় না। এরা পাখীদের ন্যায় বেগে ভূমিতে গমন করে। ৫ হেবরুণ! আমার পাপ রুজুর ন্যায় আমাকে বেধেছে। তা মোচন কর। আমরা যেন তোমার জলপূর্ণ নদী প্রাপ্ত হই। (যজ্ঞ) ব্যয়ন কালে আমাদের তন্তু যেন ছিন্ন না হয়, যজ্ঞের মতো আমার যেন বিকল না হয়।
৬। হে বরুণ! আমার নিকট হতে ভয় দূর করে দাও। হে সম্রাট ও সত্যবান! আমার প্রতি অনুগ্রহ কর। বৎস হতে বন্ধন রুজুর ন্যায় আমা হতে পাপ মোচন কর, কারণ তোমার থেকে পৃথক হয়ে কেউ এক নিমেষের জন্যও আধিপত্য করতে পারে না।
৭। হে অসুর বরুণ! তোমার যজ্ঞে যারা অপরাধ করে, তাদের যে আয়ুধ সকল হিংসা করে, আমাদের যেন সে আয়ুধ হিংসা না করে। আমরা যেন আলোক হতে নির্বাসিত না হই, আমাদের জীবনের জন্য হিংসককে বিশ্লিষ্ট কর।
৮। হে বহু স্থানোৎপন্ন বরুণ! আমরা অতীত বর্তমান ও ভবিষ্যৎ কালে তোমার উদ্দেশে নমঃ শব্দ উচ্চারণ করব, যেহেতু হে অহিংসনীয় বরুণ! পর্বতের ন্যায় তোমাতে অচ্যুত কর্ম সকল আশ্রয় করে থাকে।
৯। হে বরুণ! পূর্ব পুরুষের, যে ঋণ করেছিলেন তা পরিশোধ কর এবং সম্প্রতি আমিও যে ঋণ করছি, তাও পরিশোধ কর। হে বরুণ! আমাকে যেন ান্যের উপার্জিত ধন ভোগ করতে না হয়। অনেক উষা যেন উদিতই হয়নি। হে বরুণ! আমরা যেন সে সকল উষায় জীবিত থাকতে পারি এরূপ ্জ্ঞা কর (১)।
১৪। হে রাজা বরুণ! আমি ভীরু, আমাকে বন্ধু অথবা জ্ঞাতি, স্বপ্নদৃষ্ট যে ভয়ঙ্কর কথা বলে তা হতে রক্ষা কর। ভস্কর যা বৃক আমাকে বধ করতে চায় তাদরে থেকে আমাকে রক্ষা কর।
১১। হে বরুণ! আমাকে যেন কোন ধনী ও প্রভূত দানশীল ব্যক্তির নিকট জ্ঞাতির দ্যরিদ্র্যের কথা বলতে না হয়। হে রাজন! আমার যেন নিয়মিত ধনের অভাব না হয়। আমরা পুত্র ও পৌত্রবিশিষ্ট হয়ে এ যজ্ঞে প্রভূত স্তুতি করব (২)।
টীকাঃ
১। ঋণ থাকলে তার পক্ষে ঊষা উদয় ও অনুদয় প্রাঢই এক, অতএব ঋষি বলেছেন অনেক উষাই উদিত হয়নি। সায়ণ। ২।২৭ ও ২৮ ও ২৯ সুক্তের অনেকগুলি পবিত্র চিন্তা এবং পাপক্ষয়ের জন্য অনেক হৃদয়গ্রাহী স্তুতি লক্ষিত হয়। বরুণকে অনেক স্তুতি লক্ষিত হয়। ২৮ সুক্তের ৭ ঋকে এবং ২৭ সুক্তের ১০ ঋকের বরুণকে অসুর বলে সম্বোধন করা হয়েছে। ২।১।৬ ঋকের টীকা দেখুন।
HYMN XXVIII. Varuṇa
1. THIS laud of the self-radiant wise Āditya shall be supreme o’er all that is in greatness.
1 beg renown of Varuṇa the Mighty, the God exceeding kind to him who worships.
2 Having extolled thee. Varuṇa, with thoughtful care may we have high fortune in thy service,
Singing thy praises like the fires at coming, day after day, of mornings rich in cattle.
3 May we be in thy keeping, O thou Leader wide-ruling Varuṇa, Lord of many heroes.
O sons of Aditi, for ever faithful, pardon us, Gods, admit us to your friendship.
4 He made them flow, the Āditya, the Sustainer: the rivers run by Varuṇa’s commandment.
These feel no weariness, nor cease from flowing: swift have they flown like birds in air around us.
5 Loose me from sin as from a bond that binds me: may we swell, Varuṇa, thy spring of Order.
Let not my thread, while I weave song, be severed, nor my work’s sum, before the time, be shattered.
6 Far from me, Varuṇa, remove all danger accept me graciously, thou Holy Sovran.
Cast off, like cords that hold a calf, my troubles: I am not even mine eyelid’s lord without thee.
7 Strike us not, Varuṇa, with those dread weapons which, Asura, at thy bidding wound the sinner.
Let us not pass away from light to exile. Scatter, that we may live, the men who hate us
8 O mighty Varuṇa, now and hereafter, even as of old, will we speak forth our worship.
For in thyself, invincible God, thy statutes ne’er to be moved are fixed as on a mountain.
9 Move far from me what sins I have committed: let me not suffer, King, for guilt of others.
Full many a morn remains to dawn upon us: in these, O Varuṇa, while we live direct us.
10 O King, whoever, be he friend or kinsman, hath threatened me affrighted in my slumber-
If any wolf or robber fain would harm us, therefrom, O Varuṇa, give thou us protection.
11 May I not live O Varuṇa, to witness my wealthy, liberal dear friend’s destitution.
King, may I never lack well-ordered riches. Loud may we speak, with heroes, in assembly.
Rig Veda Book 2 Hymn 28
इदं कवेरादित्यस्य सवराजो विश्वानि सान्त्यभ्यस्तु मह्ना |
अति यो मन्द्रो यजथाय देवः सुकीर्तिं भिक्षे वरुणस्य भूरेः ||
तव वरते सुभगासः सयाम सवाध्यो वरुण तुष्टुवांसः |
उपायन उषसां गोमतीनामग्नयो न जरमाणा अनु दयून ||
तव सयाम पुरुवीरस्य शर्मन्नुरुशंसस्य वरुण परणेतः |
यूयं नः पुत्रा अदितेरदब्धा अभि कषमध्वं युज्याय देवाः ||
पर सीमादित्यो अस्र्जद विधर्तान रतं सिन्धवो वरुणस्य यन्ति |
न शराम्यन्ति न वि मुचन्त्येते वयो न पप्तू रघुयापरिज्मन ||
वि मच्छ्रथाय रशनामिवाग रध्याम ते वरुण खां रतस्य |
मा तन्तुश्छेदि वयतो धियं मे मा मात्रा शार्यपसः पुर रतोः ||
अपो सु मयक्ष वरुण भियसं मत सम्राळ रतावो.अनु मा गर्भाय |
दामेव वत्साद वि मुमुग्ध्यंहो नहि तवदारे निमिषश्चनेशे ||
मा नो वधैर्वरुण ये त इष्टावेनः कर्ण्वन्तमसुर भरीणन्ति |
मा जयोतिषः परवसथानि गन्म वि षू मर्धः शिश्रथो जीवसे नः ||
नमः पुरा ते वरुणोत नूनमुतापरं तुविजात बरवाम |
तवे हि कं पर्वते न शरितान्यप्रच्युतानि दूळभ वरतानि ||
पर रणा सावीरध मत्क्र्तानि माहं राजन्नन्यक्र्तेन भोजम |
अव्युष्टा इन नु भूयसीरुषास आ नो जीवान वरुण तासु शाधि ||
यो मे राजन युज्यो वा सखा वा सवप्ने भयं भीरवे मह्यमाह |
सतेनो वा यो दिप्सति नो वर्को वा तवं तस्माद वरुणपाह्यस्मान ||
माहं मघोनो … ||
idaṃ kaverādityasya svarājo viśvāni sāntyabhyastu mahnā |
ati yo mandro yajathāya devaḥ sukīrtiṃ bhikṣe varuṇasya bhūreḥ ||
tava vrate subhaghāsaḥ syāma svādhyo varuṇa tuṣṭuvāṃsaḥ |
upāyana uṣasāṃ ghomatīnāmaghnayo na jaramāṇā anu dyūn ||
tava syāma puruvīrasya śarmannuruśaṃsasya varuṇa praṇetaḥ |
yūyaṃ naḥ putrā aditeradabdhā abhi kṣamadhvaṃ yujyāya devāḥ ||
pra sīmādityo asṛjad vidhartān ṛtaṃ sindhavo varuṇasya yanti |
na śrāmyanti na vi mucantyete vayo na paptū raghuyāparijman ||
vi macchrathāya raśanāmivāgha ṛdhyāma te varuṇa khāṃ ṛtasya |
mā tantuśchedi vayato dhiyaṃ me mā mātrā śāryapasaḥ pura ṛtoḥ ||
apo su myakṣa varuṇa bhiyasaṃ mat samrāḷ ṛtāvo.anu mā ghṛbhāya |
dāmeva vatsād vi mumughdhyaṃho nahi tvadāre nimiṣaścaneśe ||
mā no vadhairvaruṇa ye ta iṣṭāvenaḥ kṛṇvantamasura bhrīṇanti |
mā jyotiṣaḥ pravasathāni ghanma vi ṣū mṛdhaḥ śiśratho jīvase naḥ ||
namaḥ purā te varuṇota nūnamutāparaṃ tuvijāta bravāma |
tve hi kaṃ parvate na śritānyapracyutāni dūḷabha vratāni ||
para ṛṇā sāvīradha matkṛtāni māhaṃ rājannanyakṛtena bhojam |
avyuṣṭā in nu bhūyasīruṣāsa ā no jīvān varuṇa tāsu śādhi ||
yo me rājan yujyo vā sakhā vā svapne bhayaṃ bhīrave mahyamāha |
steno vā yo dipsati no vṛko vā tvaṃ tasmād varuṇapāhyasmān ||
māhaṃ maghono … ||