১৫ সুক্ত ।।
অনুবাদঃ
১। আম বলবান সত্যসংকল্প ইন্দ্রের যথার্থ ও মহৎকীর্তি সমূহ বর্ণনা করব। ইন্দ্র ত্রিকদ্রক যজ্ঞে সোমপান করেছেন। সোমজনিত হর্য জন্মিলে ইন্দ্র অহিকে বধ করলেন।
২। ইন্দ্র আকাশে দ্যুলোককে স্তুম্ভিত করেছেন, দ্যাবাপৃথিবী ও অন্তরীক্ষকে আপনার তেজে পরিপূরিত করেছেন। বিস্তীর্ণা পৃথিবীকে ধারণ করেছেন ও তাকে প্রথিত করেছেন। সোমজনিত হর্য উৎপন্ন হলে ইন্দ্র এ সকল কর্ম করেছিলেন।
৩। তিনি যজ্ঞগৃহের ন্যায় পরিমাণ করে লোক সকলকে প্রাঙমুখ করে নির্মাণ করেন, তিনি বজ্রদ্বারা নদীর নির্গমন দ্বার সকল খুলে দেন, তিনি অনায়াসে দীর্ঘকাল গন্তব্য পথে নদী সকলকে প্রেরণ করেন, সোমজনিত হর্য উপস্থিত হলে ইন্দ্র এ সকল কর্ম করেছিলেন।
৪। যারা দভীতিকে (১) বহন করছিল, ইন্দ্র পথিমধ্যে উপস্থিত হয়ে তাদরে সমস্ত আয়ুধ দীপ্যমান অগ্নিতে দগ্ধ করলেন। পরে দভীতিকে বহুসংখ্যক গো অশ্ব ও রথ প্রদান করলেন। ইন্দ্র সোমজনিত হর্য উপস্থিত হলে এ সকল কার্য করেছিলেন।
৫। সে ইন্দ্র ধুনি নামক মহানদীকে (২) পার গমনার্থে উপশমিত করেছিলেন। অসক্তগণকে নিরাপদে পার করেছিলেন। তারা নদী উত্তীর্ণ হয়ে ধন লক্ষ্য করে গমন করেছিল। সোমজনিত হর্য উপস্থিত হলে ইন্দ্র এ সকল কর্ম করেছিলেন।
৬। ইন্দ্র নিজ মহিমায় সিন্ধুকে উত্তরবাহিনী করেছেন (৩) বেগবান সেনাদ্বারা দুর্বল সেনা ভেদ করে বজ্রের দ্বারায় ঊষার রথ চূর্ণ করেছেন। সোমজনিত হর্ষ উপস্থিত হলে ইন্দ্র এ সকল কর্ম করেছিলেন।
৭। কন্যাগণের পলায়ন অবগত হয়ে পরাবৃজ ঋষি সকলের প্রত্যক্ষে উঠে দাড়ালেন; পঙ্গু হলেও কন্যাগণের প্রতি ধাবমান হলেন। চক্ষুহীন হলেও দেখলেন (৪)। ইন্দ্র, সোমপান জনিত হর্ষ উৎপন্ন হলে সকল কর্ম করেছিলেন।
৮। অঙ্গিরাগণ স্তব করলে ইন্দ্র বলকে বিদীর্ণ করেছিলেন। পর্বতের দৃঢ়ীকৃত দ্বার উদ্ঘাটিত করেছিলেন। এদের কৃত্রিম রোধ সকলও উদ্ঘাটিত করেছিলেন। ইন্দ্র সোমজনিত হর্ষ উৎপন্ন হলে এ সকল কর্ম করেছিলেন।
৯। হে ইন্দ্র! তুমি চুমুরি ও ধুনির দীর্ঘ নিদ্রা প্রথিত করে োদের বিনাশ করেছিলে, দভীতিনামক রাজর্ষিকে রক্ষা করেছিলে। ওর বেত্রধারী দৌবায়িকও শত্রুর হিরণ্য লাভ করেছিল। ইন্দ্র সোমজনিত হর্ষ উৎপন্ন হলে সকল কর্ম করেছিলেন।
১০। হে ইন্দ্র! তোমার যে ধনবতী দক্ষিণা স্তুতিকারীর অভিমত সকল প্রদান করে, তুমি সে দক্ষিণা আমাদের দাও। তুমি ভজনীয়, আমাদরে অতিক্রম করে আর কাকেও প্রদান করো না। আমরা পুত্রপৌত্রবিশিষ্ট হয়ে এ যজ্ঞে প্রভূত স্তুতি করব।
টীকাঃ
১। পূর্বকালে চুমুরি, ধুনি প্রভৃতি অসুরগণ দভীতি নামক ঋষির নগর অবরোধ করে দভীতিকে নিয়ে নগর হতে বার হয়েছিল। সায়ণ।
২। অর্থাৎ পরুষ্ণী নদী। সায়ণ।
১।৭১।৭ ঋকের টীকা দেখুন।
৩। কাশ্মীরে সিন্ধু নদী উত্তরপশ্চিম প্রবাহিনী।
৪। পূর্বকালে চক্ষুহীন পাদহীন পরাবৃজ ঋষি কতকগুলি কন্যা বিষাহ করতে চেয়েছিলেন। কন্যাগণ ঋষিকে দেখেই পলায়ন করে। ঋষি ইস্ত্রকে স্তব করে চক্ষু ও পদ লাভ করেছিলেন। সায়ণ।
১।১১২।৮ দেখুন।
HYMN XV. Indra
1. Now, verily, will I declare the exploits, mighty and true, of him the True and Mighty.
In the Trikadrukas he drank the Soma: then in its rapture Indra slew the Dragon.
2 High heaven unsupported in space he stablished: he filled the two worlds and the air’s mid-region.
Earth he upheld, and gave it wide expansion. These things did Indra in the Soma’s rapture.
3 From front, as ’twere a house, he ruled and measured; pierced with his bolt the fountains of the rivers,
And made them flow at ease by paths far-reaching, These things did Indra in the Soma’s rapture.
4 Compassing those who bore away Dabhīti, in kindled fire he burnt up all their weapons.
And made him rich with kine and cars and horses. These things did Indra in the Soma’s rapture.
5 The mighty roaring flood he stayed from flowing, and carried those who swam not safely over.
They having crossed the stream attained to riches. These things did Indra in the Soma’s rapture.
6 With mighty power he made the stream flow upward, crushed with his thunderbolt the car of Uṣas,
Rending her slow steeds with his rapid coursers. These things did Indra in the Soma’s rapture.
7 Knowing the place wherein the maids were hiding, the outcast showed himself and stood before them.
The cripple stood erect, the blind beheld them. These things did Indra in the Soma’s rapture.
8 Praised by the Aṅgirases he slaughtered Vala, and burst apart the bulwarks of the mountain.
He tore away their deftly-built defences. These things did Indra in the Soma’s rapture.
9 Thou, with sleep whelming Cumuri and Dhuni, slewest the Dasyu, keptest safe Dabhīti.
There the staff-bearer found the golden treasure. These things did Indra in the Soma’s rapture.
10 Now let that wealthy Cow of thine, O Indra , yield in return a boon to him who lauds thee.
Give to thy praisers: let not fortune fail us. Loud may we speak, with brave men, in assembly.
Rig Veda Book 2 Hymn 15
पर घा नवस्य महतो महानि सत्या सत्यस्य करणानि वोचम |
तरिकद्रुकेश्वपिबत सुतस्यास्य मदे अहिमिन्द्रो जघान ||
अवंशे दयामस्तभायद बर्हन्तमा रोदसी अप्र्णदन्तरिक्षम |
स धारयद पर्थिवीं पप्रथच्च सोमस्य ता मद इन्द्रश्चकार ||
सद्मेव पराचो वि मिमाय मानैर्वज्रेण खान्यत्र्णन नदीनाम |
वर्थास्र्जत पथिभिर्दीर्घयाथैः सोमस्य ता … ||
स परवोळ्हॄन परिगत्या दभीतेर्विश्वमधागायुधमिद्धे अग्नौ |
सं गोभिरश्वैरस्र्जद रथेभिः सो… ||
स ईं महीं धुनिमेतोररम्णात सो अस्नातॄनपारयत सवस्ति |
त उत्स्नाय रयिमभि पर तस्थुः सो… ||
सोदञ्चं सिन्धुमरिणान महित्वा वज्रेणान उषसः सं पिपेष |
अजवसो जविनीभिर्विव्र्श्चन सो… ||
स विद्वानपगोहं कनीनामाविर्भवन्नुदतिष्ठत पराव्र्क |
परति शरोण सथाद वयनगचष्ट सो… ||
भिनद वलमङगिरोभिर्ग्र्णानो वि पर्वतस्य दरंहितान्यैरत |
रिणग रोधांसि कर्त्रिमाण्येषां सो… ||
सवप्नेनाभ्युप्या चुमुरिं धुनिं च जघन्थ दस्यं पर दभीतिमावः |
रम्भी चिदत्र विविदे हिरण्यं सो… ||
नूनं सा ते परति … ||
pra ghā nvasya mahato mahāni satyā satyasya karaṇāni vocam |
trikadrukeśvapibat sutasyāsya made ahimindro jaghāna ||
avaṃśe dyāmastabhāyad bṛhantamā rodasī apṛṇadantarikṣam |
sa dhārayad pṛthivīṃ paprathacca somasya tā mada indraścakāra ||
sadmeva prāco vi mimāya mānairvajreṇa khānyatṛṇan nadīnām |
vṛthāsṛjat pathibhirdīrghayāthaiḥ somasya tā … ||
sa pravoḷhṝn parighatyā dabhīterviśvamadhāghāyudhamiddhe aghnau |
saṃ ghobhiraśvairasṛjad rathebhiḥ so… ||
sa īṃ mahīṃ dhunimetoraramṇāt so asnātṝnapārayat svasti |
ta utsnāya rayimabhi pra tasthuḥ so… ||
sodañcaṃ sindhumariṇān mahitvā vajreṇāna uṣasaḥ saṃ pipeṣa |
ajavaso javinībhirvivṛścan so… ||
sa vidvānapaghohaṃ kanīnāmāvirbhavannudatiṣṭhat parāvṛk |
prati śroṇa sthād vyanaghacaṣṭa so… ||
bhinad valamaṅghirobhirghṛṇāno vi parvatasya dṛṃhitānyairat |
riṇagh rodhāṃsi kṛtrimāṇyeṣāṃ so… ||
svapnenābhyupyā cumuriṃ dhuniṃ ca jaghantha dasyaṃ pra dabhītimāvaḥ |
rambhī cidatra vivide hiraṇyaṃ so… ||
nūnaṃ sā te prati … ||