ঋগ্বেদ ০১।১৮৫
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৮৫
দ্যাবা পৃথিবী দেবতা। অগস্ত্য ঋষি।
১। দ্যু ও পৃথিবী ইহাদিগের মধ্যে কে প্রথম উৎপন্ন হইয়াছেন; কে পরে উৎপন্ন হইয়াছেন; কি নিমিত্ত উৎপন্ন হইয়াছেন; একথা কে জানে? উহারা অন্যের উপর নির্ভর না করিয়া সমস্তজগৎ ধারণ করেন, এবং দিবা ও রাত্রির ন্যায় চক্রবৎ পরিবর্তিত হইতেছেন।
২। পাদরহিতা, অবিচলা দ্যাবাপৃথিৰী সচল ও পাদযুক্ত গর্ভস্থিত (প্রাণী সমূহকে) পিতামাতার ক্রোড়ে পুত্রের ন্যায় ধারণ করিতেছেন। হে দ্যাবা পৃথিবী! আমাদিগকে মহাপাপ হইতে রক্ষা কর।
৩। আমি অদিতির নিকট পাপরহিত, অক্ষীণ, হিংসারহিত, অন্নবিশিষ্ট স্বর্গতুল্য ধন প্রার্থনা করি। হে দ্যাবাপৃথিবী! তোমরা স্তবকারী (যজমানের জন্য) সেই ধন উৎপাদন কর। হে দ্যাবাপৃথিবী! আমাদিগকে মহাপাপ হইতে রক্ষা কর।
৪। আমরা দ্যোতমান দিবা ও রাত্রি সম্বন্ধীয় উভয়বিধ ধনের জন্য দুঃখ রহিতা ও অন্নের দ্বারা তৃপ্তকারী দ্যাবাপৃথিবীর যেন অনুগত হইতে পারি। সমস্ত দেবগণ তাহাদিগের পুত্র। হ্র দ্যাবা পৃথিবী! আমাদিগকে মহাপাপ হইতে রক্ষা কর।
৫। পরস্পর সংযুক্ত, সদা তরুণ, সমান সীমাবিশিষ্ট, ভগিনীভূত, বন্ধুসদৃশ দ্যাবাপৃথিবী, পিতা মাতার ক্রোড়স্থিত এবং ভূতসমূহের নাভিস্বরূপ জল ঘ্রাণ করত, আমাদিগকে মহাপাপ হইতে রক্ষা করুন।
৬। আমি দেবগণের প্রীতির নিমিত্ত বিস্তীর্ণ নিবাসভূত ও মহানুভাব ও শস্যাদি সমুৎপাদক দ্যাবাপৃথিবীকে যজ্ঞের জন্য আহ্বান করি। ইহাদিগের রূপ আশ্চৰ্য্য, ইহারা জলধারণ করেন। হে দ্যাব্যাপৃথিবী! আমাদিগকে মহাপাপ হইতে রক্ষা করুন।
৭। মহৎ, পৃথু, বহু আকার বিশিষ্ট ও অনন্ত দ্যাবাপৃথিবীকে আমি যজ্ঞস্থলে নমস্কার মন্ত্রদ্বারা স্তব করি। হে সৌভাগ্যবতী উদ্ধারকুশলা দ্যাবাপৃথিবী! তোমরা বিশ্বধারণ কর, এবং আমাদিগকে মহাপাপ হইতে রক্ষা কর।
৮। আমরা দেবতাগণের নিকট সর্বদাই যে সকল অপরাধ করিয়া থাকি, বন্ধু ও জামাতার প্রতি যে সকল অপরাধ করিয়া থাকি, আমাদিগের এই যজ্ঞ সেই সকল পাপ অপনোদন করিতে সমর্থ হউক।
৯। স্তুতিযোগ্য ও মনুষ্যদিগের হিতকর দ্যাবাপৃথিবী আমাকে আশ্রয় প্রদান করুন। আশ্রয়দাতা দ্যাবাপৃথিবী আশ্রয় দিবার জন্য আমার সহিত মিলিত হউন। হে দেবগণ! আমরা তোমাদিগের স্তোতা; অন্নদ্বারা তোমাদিগের তৃপ্তিসাধন করতঃ প্রচুর দানার্থ প্রচুর অন্ন ইচ্ছা করি।
১০। আমি প্রজ্ঞাবান আমি দ্যাবাপৃথিবী … চারিদিকে প্রকাশের জন্য অতি উৎকৃষ্ট স্তোত্র করিয়াছি। পিতা মাতা নিন্দনীয় পাপ হইতে আমাকে রক্ষা করুন, এবং আমাদিগকে সর্বদা নিকটে রাখিয়া তৃপ্তিকর বস্তু দ্বারা পালন করুন।
১১। হে পিতঃ! হে মাতঃ! এই যজ্ঞে তোমাদিগের উদ্দেশে যে স্তোত্র উচ্চারণ করিতেছি, হে দ্যাবাপৃথিবী! তাহা সার্থক হউক। আশ্রয়দান দ্বারা তোমরা স্তোতৃগণের সমীপবর্তী হও; যেন আমরা অন্ন, বল ও দীর্ঘায়ু লাভ করিতে পারি।
HYMN CLXXXV. Heaven and Earth.
1. WHETHER of these is elder, whether later? How were they born? Who knoweth it, ye sages?
These of themselves support all things existing: as on a car the Day and Night roll onward.
2 The Twain uphold, though motionless and footless, a widespread offspring having feet and moving.
Like your own son upon his parents’ bosom, protect us, Heaven and earth, from fearful danger.
3 I call for Aditi’s unrivalled bounty, perfect, celestial, deathless, meet for worship.
Produce this, ye Twain Worlds, for him who lauds you. Protect us, Heaven and Earth, from fearful danger.
4 May we be close to both the Worlds who suffer no pain, Parents of Gods, who aid with favour,
Both mid the Gods, with Day and Night alternate. Protect us, Heaven and Earth, from fearful danger.
5 Faring together, young, with meeting limits, Twin Sisters lying in their Parents’ bosom,
Kissing the centre of the world together. Protect us, Heaven and Earth, from fearful danger.
6 Duly I call the two wide seats, the mighty, the general Parents, with the God’s protection.
Who, beautiful to look on, make the nectar. Protect us, Heaven and Earth, from fearful danger.
7 Wide, vast, and manifold, whose bounds are distant,—these, reverent, I address at this our worship,
The blessed Pair, victorious, all-sustaining. Protect us, Heaven and Earth, from fearful danger.
8 What sin we have at any time committed against the Gods, our friend, our house’s chieftain,
Thereof may this our hymn be expiation. Protect us, Heaven and Earth, from fearful danger.
9 May both these Friends of man, who bless, preserve me, may they attend me with their help and favour.
Enrich the man more liberal than the godless. May we, ye Gods, be strong with food rejoicing.
10 Endowed with understanding, I have uttered this truth, for all to hear, to Earth and Heaven.
Be near us, keep us from reproach and trouble. Father and Mother, with your help preserve us.
11 Be this my prayer fulfilled, O Earth and Heaven, wherewith, Father and Mother, I address you.
Nearest of Gods be ye with your protection. May we find strengthening food in full abundance.
Rig Veda Book 1 Hymn 185
कतरा पूर्वा कतरापरायोः कथा जाते कवयः को वि वेद |
विश्वं तमना बिभ्र्तो यद ध नाम वि वर्तेते अहनी चक्रियेव ||
भूरिं दवे अचरन्ती चरन्तं पद्वन्तं गर्भमपदी दधाते |
नित्यं न सूनुं पित्रोरुपस्थे दयावा रक्षतं पर्थिवी नो अभ्वात ||
अनेहो दात्रमदितेरनर्वं हुवे सवर्वदवधं नमस्वत |
तद रोदसी जनयतं जरित्रे दयावा … ||
अतप्यमाने अवसावन्ती अनु षयाम रोदसी देवपुत्रे |
उभे देवानामुभयेभिरह्नां दयावा … ||
संगछमाने युवती समन्ते सवसारा जामी पित्रोरुपस्थे |
अभिजिघ्रन्ती भुवनस्य नाभिं दयावा … ||
उर्वी सद्मनी बर्हती रतेन हुवे देवानामवसा जनित्री |
दधाते ये अम्र्तं सुप्रतीके दयावा … ||
उर्वी पर्थ्वी बहुले दूरेन्ते उप बरुवे नमसा यज्ञे अस्मिन |
दधाते ये सुभगे सुप्रतूर्ती दयावा … ||
देवान वा यच्चक्र्मा कच्चिदागः सखायं वा सदमिज्जास्पतिं वा |
इयं धीर्भूया अवयानमेषां दयावा .. . ||
उभा शंसा नर्या मामविष्टामुभे मामूती अवसा सचेताम |
भूरि चिदर्यः सुदास्तरायेषा मदन्त इषयेम देवाः ||
रतं दिवे तदवोचं पर्थिव्या अभिश्रावाय परथमं सुमेधाः |
पातामवद्याद दुरितादभीके पिता माता च रक्षतामवोभिः ||
इदं दयावाप्र्थिवी सत्यमस्तु पितर्मातर्यदिहोपब्रुवे वाम |
भूतं देवानामवमे अवोभिर्विद्या… ||
katarā pūrvā katarāparāyoḥ kathā jāte kavayaḥ ko vi veda |
viśvaṃ tmanā bibhṛto yad dha nāma vi vartete ahanī cakriyeva ||
bhūriṃ dve acarantī carantaṃ padvantaṃ gharbhamapadī dadhāte |
nityaṃ na sūnuṃ pitrorupasthe dyāvā rakṣataṃ pṛthivī no abhvāt ||
aneho dātramaditeranarvaṃ huve svarvadavadhaṃ namasvat |
tad rodasī janayataṃ jaritre dyāvā … ||
atapyamāne avasāvantī anu ṣyāma rodasī devaputre |
ubhe devānāmubhayebhirahnāṃ dyāvā … ||
saṃghachamāne yuvatī samante svasārā jāmī pitrorupasthe |
abhijighrantī bhuvanasya nābhiṃ dyāvā … ||
urvī sadmanī bṛhatī ṛtena huve devānāmavasā janitrī |
dadhāte ye amṛtaṃ supratīke dyāvā … ||
urvī pṛthvī bahule dūreante upa bruve namasā yajñe asmin |
dadhāte ye subhaghe supratūrtī dyāvā … ||
devān vā yaccakṛmā kaccidāghaḥ sakhāyaṃ vā sadamijjāspatiṃ vā |
iyaṃ dhīrbhūyā avayānameṣāṃ dyāvā .. . ||
ubhā śaṃsā naryā māmaviṣṭāmubhe māmūtī avasā sacetām |
bhūri cidaryaḥ sudāstarāyeṣā madanta iṣayema devāḥ ||
ṛtaṃ dive tadavocaṃ pṛthivyā abhiśrāvāya prathamaṃ sumedhāḥ |
pātāmavadyād duritādabhīke pitā mātā ca rakṣatāmavobhiḥ ||
idaṃ dyāvāpṛthivī satyamastu pitarmātaryadihopabruve vām |
bhūtaṃ devānāmavame avobhirvidyā… ||