ঋগ্বেদ ০১।১৮৩
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৮৩
অশ্বিদ্বয় দেবতা। অগস্ত্য ঋষি।
১। হে অভীষ্টবর্ষী অশ্বিদ্বয়! যে রথ মনের অপেক্ষা বেগশালী যাহার তিনটা বন্ধুর ও নিতখানি চক্র আছে, যাহা অভীষ্টবর্ষী ও ধাতুত্রয়বিশিষ্ট, যে রথে আরোহণ করিয়া, পক্ষী যেরূপ পক্ষবলে গমন করে, সেইরূপ তোমরা সুকৃতকারীর গৃহে গমন কর, সে রথ যোজনা কর।
২। হে অশ্বিদ্বয়! তোমরা সঙ্কল্পবান্ হইয়া হব্যের নিমিত্ত যে রথে আরোহণ কর, তোমাদিগের সুন্দররূপে আবর্তনকারী সেই রথ দেবষজন ভূমির অভিমুখে গমন করিতেছে। তোমাদিগের শরীরের হিতকর স্তুতি তোমাদিগের সহিত মিলিত হউক, তোমরা দ্যুলোকের দুহিতা ঊষার সহিত সঙ্গত হও।
৩। হে অশ্বিদ্বয়! যে রথ হবিষ্মান যজমানের কর্ম লক্ষ্য করিয়া গমন করে; হে নরাকার নাসত্যদ্বয়! তোমরা যে রথে যজ্ঞশালায় যাইতে ইচ্ছে কর, সুন্দররূপে আবৰ্ত্তনকারী সেই রথে আরোহণ করতঃ যজমানের পুত্রলাভ ও আপনার হিতলাভের জন্য যজ্ঞগৃহে গমন কর।
৪। হে অশ্বিদ্বয়! তোমাদিগের অনুগ্রহে বৃকগণ ও বৃকীগণ আমাকে যেন ধর্ষণ না করে। তোমরা আমাকে ত্যাগ করিয়া অন্যকে দান করিও না। হে অশ্বিদ্বয়! এই তোমাদের হব্য ভাগ রহিয়াছে, এই তোমাদের স্তুতি হইতেছে, এই তোমাদের জন্য সোমরসের পাত্র রহিয়াছে।
৫। হে দস্রদ্বয়! যেমন পথিক গন্তব্য পথের জন্য পথপ্রদর্শক ব্যক্তিকে আহ্বান করে, সেইরূপ গৌতম, পুরুমীঢ়, ও অত্রি হব্য গ্রহণ করতঃ তৃপ্ত করিবার জন্য তোমাদিগকে আহ্বান করিতেছে। হে অশ্বিদ্বয়! আমার আহ্বানের অভিমুখে আগমন কর।
৬। হে অশ্বিদ্বয়! তোমাদের অনুগ্রহে আমরা তমঃ পারে উত্তীর্ণ হইব, তোমাদিগের উদ্দেশে এই স্তব রচিত হইয়াছে। দেবতাগণের গন্তব্য পথে যজ্ঞে আগমন কর তাহা হইলে আমরা অন্ন, বল ও দীর্ঘায়ু লাভ করিতে পারি।
HYMN CLXXXIII. Aśvins.
1. MAKE ready that which passes thought in swiftness, that hath three wheels and triple seat, ye Mighty,
Whereon ye seek the dwelling of the pious, whereon, threefold, ye fly like birds with pinions.
2 Light rolls your easy chariot faring earthward, what time, for food, ye, full of wisdom, mount it.
May this song, wondrous fair, attend your glory: ye, as ye travel, wait on Dawn Heaven’s Daughter.
3 Ascend your lightly rolling car, approaching the worshipper who turns him to his duties,—
Whereon ye come unto the house to quicken man and his offspring, O Nāsatyas, Heroes.
4 Let not the wolf, let not the she-wolf harm you. Forsake me not, nor pass me by or others.
Here stands your share, here is your hymn, ye Mighty: yours are these vessels, full of pleasant juices.
5 Gotama, Purumīlha, Atri bringing oblations all invoke you for protection.
Like one who goes straight to the point directed, ye Nāsatyas, to mine invocation.
6 We have passed o’er the limit of this darkness: our praise hath been bestowed on you, O Aśvins.
Come hitherward by paths which Gods have travelled. May we find strengthening food in full abundance.
Rig Veda Book 1 Hymn 183
तं युञ्जाथां मनसो यो जवीयान तरिवन्धुरो वर्षण यस्त्रिचक्रः |
येनोपयाथः सुक्र्तो दुरोणं तरिधातुन पतथोविर्न पर्णैः ||
सुव्र्द रथो वर्तते यन्नभि कषां यत तिष्ठथः करतुमन्तानु पर्क्षे |
वपुर्वपुष्या सचतामियं गीर्दिवो दुहित्रोषसा सचेथे ||
आ तिष्ठतं सुव्र्तं यो रथो वामनु वरतानि वर्तते हविष्मान |
येन नरा नासत्येषयध्यै वर्तिर्याथस्तनयायत्मने च ||
मा वां वर्को मा वर्कीरा दधर्षीन मा परि वर्क्तमुतमाति धक्तम |
अयं वां भागो निहित इयं गीर्दस्राविमे वां निधयो मधूनाम ||
युवां गोतमः पुरुमीळ्हो अत्रिर्दस्रा हवते.अवसे हविष्मान |
दिशं न दिष्टां रजूयेव यन्ता मे हवं नासत्योप यातम ||
अतारिष्म तमसस पारमस्य परति वां सतोमो अश्विनावधायि |
एह यातं पथिभिर्देवयानैर्वि… ||
taṃ yuñjāthāṃ manaso yo javīyān trivandhuro vṛṣaṇa yastricakraḥ |
yenopayāthaḥ sukṛto duroṇaṃ tridhātuna patathovirna parṇaiḥ ||
suvṛd ratho vartate yannabhi kṣāṃ yat tiṣṭhathaḥ kratumantānu pṛkṣe |
vapurvapuṣyā sacatāmiyaṃ ghīrdivo duhitroṣasā sacethe ||
ā tiṣṭhataṃ suvṛtaṃ yo ratho vāmanu vratāni vartate haviṣmān |
yena narā nāsatyeṣayadhyai vartiryāthastanayāyatmane ca ||
mā vāṃ vṛko mā vṛkīrā dadharṣīn mā pari varktamutamāti dhaktam |
ayaṃ vāṃ bhāgho nihita iyaṃ ghīrdasrāvime vāṃ nidhayo madhūnām ||
yuvāṃ ghotamaḥ purumīḷho atrirdasrā havate.avase haviṣmān |
diśaṃ na diṣṭāṃ ṛjūyeva yantā me havaṃ nāsatyopa yātam ||
atāriṣma tamasas pāramasya prati vāṃ stomo aśvināvadhāyi |
eha yātaṃ pathibhirdevayānairvi… ||