ঋগ্বেদ ০১।১৮০
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৮০
অশ্বিদ্বয় দেবতা। অগস্ত্য ঋষি।
১। হে অশ্বিদ্বয়! তোমাদিগের শোভনগামী অশ্বগণ যখন তোমাদিগকে লইয়া অভিমত প্রদেশে গমন করে, তখন তোমাদিগের হিরন্ময় রথের নেমি সকল অভিমত প্রদান করে। অতএব তোমরা ঊষাকালে সোমপানকরতঃ যজ্ঞে আসিয়া মিলিত হও।
২। হে সৰ্বস্তুত্য অশ্বিদ্বয়! যখন তোমাদিগের ভগিনীস্থানীয় (ঊষা) প্রস্তুত হয়েন, হে মধুপায়ী অশ্বিদ্বয়! যখন বল ও অন্নের জন্য যজমান তোমাদিগকে স্তব করে, তখন তোমাদিগের সতত সঞ্চারী বিচিত্ৰগতিবিশিষ্ট মনুষ্যদিগের হিতকর, ও বিশিষ্টরূপে পূজনীয় রথ নিম্নাভিমুখে প্রেরণ কর।
৩। হে অশ্বিদ্বয়! তোমরা ধেনুসমূহে দুগ্ধস্থাপন করিয়াছ। তোমরা ধেনুগণের উধোদেশে পূর্ববর্তী পক্কদুগ্ধ স্থাপিত করিয়াছ। হে সত্যরূপ অশ্বিদ্বয়! বনবৃক্ষসমূহমধ্যে চৌরের ন্যায় (সর্বদা জাগরূক) বিশুদ্ধ স্বভাব, হবিধ্বান যজমান, হবিবিশিষ্ট যজ্ঞে তোমাদিগের স্তুতি করিতেছেন।
৪। হে অশ্বিদ্বয়! তোমরা সাহায্যাভিলাষী অত্রি মুনির জন্য, দীপ্ত পয়ঃ ও ঘৃতকে জলপ্রবাহের ন্যায় করিয়াছিলে। অতএব হে নরাকার অশ্বিদ্বয়! তোমাদিগের জন্য অগ্নিতে যাগ করা যাইতেছে, এবং নিম্ন-প্রদেশে চক্রের ন্যায়, সোমরস তোমাদিগের প্রতি আগমন করিতেছে।
৫। হে দস্রদ্বয়! জীর্ণ তুগ্র রাজার পুত্রের ন্যায় আমি স্তুতিসাধন দ্বারা অভিমত লাভের জন্য তোমাকে যাগাদেশে আনয়ন করি। তোমাদিগের মহিমায় দ্যাবাপৃথিবী পরস্পর মিলিত হইয়াছে। হে যজনীয় অশ্বিদ্বয়! জরাজীর্ণ এই ঋষি যেন পাপ হইতে মুক্ত হইয়া দীর্ঘ জীবন লাভ করিতে পারে।
৬। হে শোভন দানযুক্ত অশ্বিদ্বয়! যখন তোমরা নিযুৎ অশ্বদিগকে (১) যোজনা কর, তখন অন্নদ্বারা পৃথিবী পরিপূর্ণ কর। অতএব স্তোতা বায়ুর ন্যায় শীঘ্র তোমাদিগের দুইজনকে তৃপ্ত ও ব্যাপ্ত করুন। প্রশস্ত কর্মবান ব্যক্তির ন্যায় স্তোতা আপনার মহত্ত্বের জন্য অন্ন স্বীকার করিতেছেন।
৭। আমরাও তোমাদিগের স্তোতা ও সত্যপ্রতিজ্ঞ হইয়া বিবিধ স্তব করিতেছি। দ্রোণ কলশ স্থাপিত হইয়াছে। হে অনিন্দনীয় অভীষ্টবর্ষী অশ্বিদ্বয়! দেবতাগণের সমীপে সোমপান কর।
৮। হে অশ্বিদ্বয়! কৰ্মনিৰ্বাহক লোকদিগের মধ্যে শ্রেষ্ঠ অগস্ত্য ঋষি গ্রীষ্ম দুঃখনিবারক প্রস্রবণ লাভের জন্য শব্দোৎপাদক শঙ্খাদির ন্যায় সহস্র পরিমিত স্তুতিদ্বারা তোমাদিগকে প্রতিদিবস প্রবোধিত করিতেছেন।
৯। হে অশ্বিদ্বয়! তোমরা রথের মহিমায় যজ্ঞ ধারণ কর, হে গমনশীল অশ্বিদ্বয়! যজমানের হোতার ন্যায়, তোমরা গমনাগমন কর, স্তোতৃদিগকে ফল প্রদান কর, উত্তম অশ্বসমূহ প্রদান কর। অতএব হে নাসত্যদ্বয়! আমরা ধনলাভ করিব।
১০। হে অশ্বিদ্বয়! তোমাদিগের স্তুতিযোগ্য, নব্য, আকাশবিহারী, অভগ্ন চক্রবিশিষ্ট রথলাভের জন্য স্তোত্রদ্বারা উহাকে আহ্বান করিতেছি। যেন আমরা অন্ন, বল ও দীর্ঘায়ু লাভ করিতে পারি।
———–
(১) ১৬৭ সূক্তের ২ ঋকের টীকা দেখ।
HYMN CLXXX. Aśvins.
1. LIGHTLY your coursers travel through the regions when round the sea of air your car is flying.
Your golden fellies scatter drops of moisture: drinking the sweetness ye attend the Mornings.
2 Ye as ye travel overtake the Courser who flies apart, the Friend of man, most holy.
The prayer is that the Sister may convey you, all praised, meath-drinkers! to support and strengthen.
3 Ye have deposited, matured within her, in the raw cow the first milk of the milch-cow,
Which the bright offerer, shining like a serpent mid trees, presents to you whose form is perfect.
4 Ye made the fierce heat to be full of sweetness for Atri at his wish, like streaming water.
Fire-offering thence is yours, O Aśvins, Heroes: your car-wheels speed to us like springs of honey.
5 Like Tugra’s ancient son may I, ye Mighty, bring you to give your gifts with milk-oblations.
Your greatness compasseth Earth, Heaven, and Waters: decayed for you is sorrow’s net, ye Holy.
6 When, Bounteous Ones, ye drive your yoked team downward, ye send, by your own natures, understanding.
Swift as the wind let the prince please and feast you: he, like a pious man, gains strength for increase.
7 For verily we truthful singers praise you the niggard trafficker is here excluded.
Now, even now do ye O blameless Aśvins, ye Mighty, guard the man whose God is near him.
8 You of a truth day after day, O Aśvins, that he might win the very plenteous torrent,
Agastya, famous among mortal heroes, roused with a thousand lauds like sounds of music.
9 When with the glory of your car ye travel, when we go speeding like the priest of mortals,
And give good horses to sacrificers, may we, Nāsatyas! gain our share of riches.
10 With songs of praise we call to-day, O Aśvins, that your new chariot, for our own well-being,
That circles heaven with never-injured fellies. May we find strengthening food in full abundance.
Rig Veda Book 1 Hymn 180
युवो रजांसि सुयमासो अश्वा रथो यद वां पर्यर्णांसिदियत |
हिरण्यया वां पवयह परुषायन मध्वः पिबन्ता उषसः सचेथे ||
युवमत्यस्याव नक्षथो यद विपत्मनो नर्यस्य परयज्योः |
सवसा यद वां विश्वगूर्ती भराति वाजायेट्टे मधुपाविषे च ||
युवं पय उस्रियायामधत्तं पक्वमामायामव पूर्व्यंगोः |
अन्तर्यद वनिनो वां रतप्सू हवारो न शुचिर्यजते हविष्मान ||
युवं ह घर्मं मधुमन्तमत्रये.अपो न कषोदो.अव्र्णीतमेषे |
तद वां नरावश्विना पश्वैष्टी रथ्येव चक्रा परति यन्ति मध्वः ||
आ वां दानाय वव्र्तीय दस्रा गोरोहेण तौग्र्यो न जिव्रिः |
अपः कषोणी सचते माहिना वां जूर्णो वामक्षुरंहसो यजत्रा ||
नि यद युवेथे नियुतः सुदानू उप सवधाभिः सर्जथः पुरन्धिम |
परेषद वेषद वातो न सूरिरा महे ददे सुव्रतोन वाजम ||
वयं चिद धि वां जरितारः सत्या विपन्यामहे वि पणिर्हितावान |
अधा चिद धि षमाश्विनावनिन्द्या पाथो हि षमाव्र्षणावन्तिदेवम ||
युवं चिद धि षमाश्विनावनु दयून विरुद्रस्य परस्रवणस्यसातौ |
अगस्त्यो नरां नर्षु परशस्तः काराधुनीव चितयत सहस्रैः ||
पर यद वहेथे महिना रथस्य पर सयन्द्रा याथो मनुषो न होता |
धत्तं सूरिभ्य उत व सवश्व्यं नासत्य रयिषाचः सयाम ||
तं वां रथं वयमद्या हुवेम सतोमैरश्विना सुवितायनव्यम |
अरिष्टनेमिं परि दयामियानं वि… ||
yuvo rajāṃsi suyamāso aśvā ratho yad vāṃ paryarṇāṃsidiyat |
hiraṇyayā vāṃ pavayah pruṣāyan madhvaḥ pibantā uṣasaḥ sacethe ||
yuvamatyasyāva nakṣatho yad vipatmano naryasya prayajyoḥ |
svasā yad vāṃ viśvaghūrtī bharāti vājāyeṭṭe madhupāviṣe ca ||
yuvaṃ paya usriyāyāmadhattaṃ pakvamāmāyāmava pūrvyaṃghoḥ |
antaryad vanino vāṃ ṛtapsū hvāro na śuciryajate haviṣmān ||
yuvaṃ ha gharmaṃ madhumantamatraye.apo na kṣodo.avṛṇītameṣe |
tad vāṃ narāvaśvinā paśvaiṣṭī rathyeva cakrā prati yanti madhvaḥ ||
ā vāṃ dānāya vavṛtīya dasrā ghoroheṇa taughryo na jivriḥ |
apaḥ kṣoṇī sacate māhinā vāṃ jūrṇo vāmakṣuraṃhaso yajatrā ||
ni yad yuvethe niyutaḥ sudānū upa svadhābhiḥ sṛjathaḥ purandhim |
preṣad veṣad vāto na sūrirā mahe dade suvratona vājam ||
vayaṃ cid dhi vāṃ jaritāraḥ satyā vipanyāmahe vi paṇirhitāvān |
adhā cid dhi ṣmāśvināvanindyā pātho hi ṣmāvṛṣaṇāvantidevam ||
yuvaṃ cid dhi ṣmāśvināvanu dyūn virudrasya prasravaṇasyasātau |
aghastyo narāṃ nṛṣu praśastaḥ kārādhunīva citayat sahasraiḥ ||
pra yad vahethe mahinā rathasya pra syandrā yātho manuṣo na hotā |
dhattaṃ sūribhya uta va svaśvyaṃ nāsatya rayiṣācaḥ syāma ||
taṃ vāṃ rathaṃ vayamadyā huvema stomairaśvinā suvitāyanavyam |
ariṣṭanemiṃ pari dyāmiyānaṃ vi… ||