১৩৩। সুক্ত।।
অনুবাদঃ
১। আমি যজ্ঞদ্বারা আকাশ ও পৃথিবী উভয়কে পবিত্র করি। ইন্দ্রশুন্যা বিদ্রোহিণী পৃথিবীকে (পৃথিবীর যে অংশে ইন্দ্রের পুজা না হয়) সন্দগ্ধ করি। শত্রুরা যেখানেই একত্রিত হয়েছিল সেখানেই হত হয়েছে। সম্পূর্ণ রূপে বিনষ্ট হয়ে তারা শ্মশানের চারদিকে পড়ে আছে।
২। হে শত্রু ভক্ষক ইন্দ্র! তুমি হিংসাবতী সেনার মন্তব একত্র করে তোমার বিস্তৃত পথদ্বারা ছেদন কর। তোমার পদ মহা বিস্তীর্ণ।
৩। হে মঘবন! এ হিংসাবতী সেনার বল চুর্ণু কর এবং কুৎসিত শ্মশানে অথবা মহা শ্মশানে নিক্ষেপ কর।
৪। হে ইন্দ্র! তুমি এরূপ ত্রিগুণিত পশ্চাশৎ সংখ্যক সেনা নাশ করেছ। লোকে তোমার এ কার্যকে অত্যন্ত ভাল মনে করে। কিন্তু তোমার এ কার্য সামান্য।
৫। হে ইন্দ্র! তুমি ঈষৎ রক্তবর্ণ অতি ভয়ঙ্কর শব্দকারী পিশাচকে বিনাশ কর এবং সমস্ত রাক্ষসগণকে নিঃশেষ কর।
৬। হে ইন্দ্র! তুমি প্রকান্ড মেঘকে নিষ্মমুখ করে বিদীর্ণ কর। আমাদের কথা শোন। হে মেঘবিশিষ্ট ইন্দ্র! পৃথিবী যেরূপ ভয়ে শোক করছে স্বর্গ ও সেরূপ শোক করছে। হে মেঘবিশিষ্ট ইন্দ্র! তাদের ভয় ঘণের ভয়ের ন্যায় (১)। হে ইন্দ্র! তুমি নিজবলে মহা বলবান এজন্য তুমি অতীব ক্রুর বধোপায় অবলম্বন করছ; তুমি যজমানদের বিনাশ কর না, তুমি শুর প্রাণিগণ তোমাকে আক্রমণ করতে পারে না। তুমি একবিংশীত অনুচরযুক্ত।
৭। হে ইন্দ্র! অভিষবকারী যজমান গৃহলাভ করে, সোমযাগকারী চারদিগের শত্রুদের বিনাশ করে, দেবতাদের শত্রুগণকেও বিনাশ করে। অন্নবান ও শত্রুর আক্রমণশূন্য অভিষবকারী অপরিমিত (ধন) লাভ করে। ইন্দ্র সোমযাগকারী যজমানকে চারদিকে উৎপন্ন ও অতি সমৃদ্ধ ধন প্রদান করেন (২)।
টীকাঃ
১। সায়ণ বলেন ঘৃণ দীপ্ত অগ্নির তির্তি বিশেষ ত্বষ্টা, পূর্বকালে জগৎ মহান্ধকারে আবৃত হলে ত্বষ্টৃরূপে পৃথিবী ও আকাশের অন্ধকার বিনাশ করেছিলেন।
২। ১২৯ হইতে ১৩৩ পাচটি সুক্তে আর্যদের সাথে ভারতবর্ষের আদিমবাসী অনার্য বর্বরদের যুদ্ধ ও বৈরতার অনেক উল্লেখ দেখা যায়। অনার্যদের কথার সাথে পিশাচ ও রাক্ষসদের কথা মিশ্রিত আছে।
HYMN CXXXIII. Indra.
1. WITH sacrifice I purge both earth and heaven: I burn up great she-fiends who serve not Indra,
Where throttled by thy hand the foes were slaughtered, and in the pit of death lay pierced and mangled.
2 O thou who castest forth the stones crushing the sorceresses’ heads,
Break them with thy wide-spreading foot, with thy wide-spreading mighty foot.
3 Do thou, O Maghavan, beat off these sorceresses’ daring strength.
Cast them within the narrow pit. within the deep and narrow pit.
4 Of whom thou hast ere now destroyed thrice-fifty with thy fierce attacks.
That deed they count a glorious deed, though small to thee, a glorious deed.
5 O Indra, crush and bray to bits the fearful fiery-weaponed fiend:
Strike every demon to the ground.
6 Tear down the mighty ones. O Indra, hear thou us. For heaven hath glowed like earth in fear, O Thunder-armed, as dreading fierce heat, Thunder-armed!
Most Mighty mid the Mighty Ones thou speedest with strong bolts of death,
Not slaying men, unconquered Hero with the brave, O Hero, with the thrice-seven brave.
7 The pourer of libations gains the home of wealth, pouring his gift conciliates hostilities, yea, the hostilities of Gods.
Pouring, he strives, unchecked and strong, to win him riches thousandfold.
Indra gives lasting wealth to him who pours forth gifts, yea, wealth he gives that long shall last.
Rig Veda Book 1 Hymn 133
उभे पुनामि रोदसी रतेन दरुहो दहामि सं महीरनिन्द्राः |
अभिव्लग्य यत्र हता अमित्रा वैलस्थानं परि तर्ळ्हा अशेरन ||
अभिव्लग्या चिदद्रिवः शीर्षा यातुमतीनाम |
छिन्धि वटूरिणा पदा महावटूरिणा पदा ||
अवासां मघवञ जहि शर्धो यातुमतीनाम |
वैलस्थानके अर्मके महावैलस्थे अर्मके ||
यासां तिस्रः पञ्चाशतो.अभिव्लङगैरपावपः |
तत सुते मनायति तकत सु ते मनायति ||
पिशङगभ्र्ष्टिमम्भ्र्णं पिशाचिमिन्द्र सं मर्ण |
सर्वंरक्षो नि बर्हय ||
अवर्मह इन्द्र दाद्र्हि शरुधी नः शुशोच हि दयौः कषान भीषानद्रिवो घर्णान न भीषानद्रिवः | शुष्मिन्तमो हि शुष्मिभिर्वधैरुग्रेभिरीयसे |
अपूरुषघ्नो अप्रतीत शूर सत्वभिस्त्रिसप्तैः शूर सत्वभिः ||
वनोति हि सुन्वन कषयं परीणसः सुन्वानो हि षमा यजत्यव दविषो देवानामव दविषः | सुन्वान इत सिषासति सहस्रा वाज्यव्र्तः |
सुन्वानायेन्द्रो ददात्याभुवं रयिं ददात्याभुवम ||
ubhe punāmi rodasī ṛtena druho dahāmi saṃ mahīranindrāḥ |
abhivlaghya yatra hatā amitrā vailasthānaṃ pari tṛḷhā aśeran ||
abhivlaghyā cidadrivaḥ śīrṣā yātumatīnām |
chindhi vaṭūriṇā padā mahāvaṭūriṇā padā ||
avāsāṃ maghavañ jahi śardho yātumatīnām |
vailasthānake armake mahāvailasthe armake ||
yāsāṃ tisraḥ pañcāśato.abhivlaṅghairapāvapaḥ |
tat sute manāyati takat su te manāyati ||
piśaṅghabhṛṣṭimambhṛṇaṃ piśācimindra saṃ mṛṇa |
sarvaṃrakṣo ni barhaya ||
avarmaha indra dādṛhi śrudhī naḥ śuśoca hi dyauḥ kṣāna bhīṣānadrivo ghṛṇān na bhīṣānadrivaḥ | śuṣmintamo hi śuṣmibhirvadhairughrebhirīyase |
apūruṣaghno apratīta śūra satvabhistrisaptaiḥ śūra satvabhiḥ ||
vanoti hi sunvan kṣayaṃ parīṇasaḥ sunvāno hi ṣmā yajatyava dviṣo devānāmava dviṣaḥ | sunvāna it siṣāsati sahasrā vājyavṛtaḥ |
sunvānāyendro dadātyābhuvaṃ rayiṃ dadātyābhuvam ||