১২৯ সুক্ত।।
অনুবাদঃ
১। হে হর্ষযুক্ত যজ্ঞগামী ইন্দ্র। তুমি যজ্ঞলাভের জন্য রথে আরোহণ করে যে প্রভূত জ্ঞানসম্পন্ন যজমানের নিকট আস এবং যাকে ধন ও বিদ্যায় উন্নত কর, তাকে তৎক্ষনাৎ সফল মনোরথ এবং হবাবিশিষ্ট করে দাও। হে হর্যযুক্ত ইন্দ্র! আমরা বেধাগণের মধ্যেও বেধা; আমরা স্তুতি করলে তুমি শীঘ্র আমাদের স্তুতি ও হব্য গ্রহণ কর।
২। হে ইন্দ্র! তুমি যুদ্ধের নেতা, তুমি মরুৎগণের সাথে প্রধান প্রধান যুদ্ধে স্পর্ধাপূর্বক শত্রুসংহারে সমর্থ, তুমি শুরগণের সাথে স্বয়ং সংগ্রাম সুখ অনুভব কর। ঋত্বিকগণ স্তব করলে তুমি তাদের অন্ন প্রদান কর, আমাদের স্তুতি শ্রবণ কর। অভ্যর্থনা সমর্থ ঋত্বিকগণ গমনশীল অন্নবান ইন্দ্রকে অশ্বের ন্যায় সেবা করে।
৩। হে ইন্দ্র! তুমি শত্রুক্ষয়কারক, বৃষ্টি পূর্ণ ত্বকরূপ মেঘকে ভেদ করে জল সেচন কর এবং মর্ত্যের ন্যায় গমনশীল মেঘকে ধরে বৃষ্টি শূন্য করে ছেড়ে দাও। হে ইন্দ্র। তোমার এ কায আমরা তোমার নিকট, দ্যুব নিকট, যশোযুক্ত রুদ্রের নিকট ও প্রজাদের সুখদায়ী মিত্র ও বরুণের নিকট বলব।
৪। হে ঋত্বিকগণ! আমাদের যজ্ঞে ইন্দ্রকে কামনা করি। ইন্দ্র আমাদর সখা, সর্বযজ্ঞগামী, শত্রুদের অভিভবকারী এবং আমাদের সহায়ভূত; তিনি যজ্ঞ বিঘ্নকারীদের পরাভব করেন এবং মরুৎগণের সাথে মিলিত হন। হে ইন্দ্র! তুমি আমাদের পালনার্থে আমাদের (কর্ম) রক্ষা কর। সংগ্রামে শতু তোমার বিরুদ্ধে দাড়াতে পারে না। তুমিই সমস্ত শত্রুকে নিবারণ কর।
৫। হে উগ্র ইন্দ্র! তোমার ভক্ত যজমানের বিরুদ্ধকারীকে উগ্র রক্ষণকার্যরূপ তেজোময় উপায সমূহদ্বারা অবনত করে দাও। তুমি পূর্বকালে যেরূপ আমাদের পূর্বপুরুষদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলে আমাদেরও সেরূপ নিয়ে যাও। তোমাকে লোকে নিষ্পাপ বলে জানে। হে ইন্দ্র! তুমি জগৎপালক হয়ে মানুষের সমস্ত পাপ দূর কর। আমাদের অভিমুখে যজ্ঞফল বহন করে অনিষ্ট বিনাশ কর।
৬। ভবনশীল ইন্দুর জন্য (১) আমরা এ স্তোত্র পাঠ করি, ইন্দু আগ্রহ সহকারে আমাদের কর্মের উদ্দেশ্যে, বক্ষোবিঘাতী আহ্বানযোগ্য (ইন্দ্রের) নঅয় আসছেন। তিনি নিজেই আমাদের নৈন্দকারী দুর্মতির বধের উপায় উদ্ভাবন করে তাকে দূর করে দেবেন। চোর যেন অত্যন্ত নিকৃষ্টভাবে ক্ষুদ্র জলের ন্যায় অধ:পতিত হয়।
৭। হে ইন্দ্র স্ত্রোত্রদ্বারা তোমার গুণকীর্তন করে তোমাকে ভজনা করি। হে ধনবান ইন্দ্র! আমরা সামর্থদায়ী, রমণীয়, নিত্য পুত্রভূত্যাদিবিশিষ্ট ধন উপভোগ করব। হে ইন্দ্র! তোমার মহিমা দুজ্ঞেয়, আমরা যেন উত্তম স্তোত্র ও অন্ন প্রাপ্ত হই। আমরা যেন বাগনিষ্পাদক ইন্দ্রকে অবিসংবাদী ও দ্যুনহুতি (২) অন্নবিশিষ্ট আহ্বানদ্বারা পেতে পারি।
৮। হে ঋত্বিকগণ! তোমাদেরও আমাদের জন্য ইন্দ্র যশস্কর আশ্রয়দান দ্বারা দুর্মতিদের বিনাশকর সংগ্রামে প্রবৃদ্ধ হন এবং দুর্মতিদের বিদীর্ণ করেন। আমাদের ভক্ষক শত্রুরা আমাদের বিরুদ্ধে আমাদের নাশের জন্য যে বেগবতী সেনা পাঠিয়েছিল সে সেনা স্বয়ং হত হয়েছে আমাদের নিকটও আসে না, শত্রুদের নিকটও্আসে না।
৯। হে ইন্দ্র! তুমি রাক্ষশুন্র পাপরহিত পথে, প্রচুর ধন নিয়ে আমাদরে নিকট এস। হে ইন্দ্র! তুমি দুরদেশে ও নিকট হতে এসে আমাদের সাথে মিলিত হও। তুমি দূরদেশ ও নিকট হতে যাগ নির্বাহের অভিপ্রায়ে আমাদের রক্ষা কর। যজ্ঞ নির্বাহ করে সর্বজ্ঞা আমাদের পালন কর।
১০। হে ইন্দ্র ! তুমি যে ধনে আমাদের আপদ উদ্ধার হয় সে ধনদ্বারা আমাদের উদ্ধায় কর। তুমি উগ্ররূপী। মিত্রের যেরূপ মহিমা, আমাদের রক্ষার জন্য তোমারও সেরূপ মহিমা হোক। হে বলবত্তম পালক, ত্রাতা, মরণরহিত ইন্দ্র! তুমি যে কোন রথে চড়ে এস। হে শত্রুভক্ষক। আমরা ভিন্ন অন্য সকলকেই বাধা দাও। হে শত্রুভক্ষক! অত্যন্ত কুৎসিত শত্রুকে বাধা দাও।
১১। হে শোভনস্তুতিবিশিষ্ট ইন্দ্র! তুমি দুঃখ হতে আমাদের রক্ষা কর। যেহেতু সর্বদা দুর্মতিদের অবনত কর। তুমি আমাদের স্তুতিতে হৃষ্ট হয়ে যজ্ঞ বিঘূকারীদের দমন কর। তুমি পাপরাক্ষসের হন্তা এবং আমার মত মেধাবীগণের রক্ষক। হেজ জগন্নিবাস ইন্দ্র! জনিতা এ হেতু তোমাকে উৎপন্ন করেছেন (৩)। হে বাসপ্রদ! রাক্ষস নাশের জন্য তোমার উৎপত্তি হয়েছে।
টীকাঃ
১। সায়ণ ইন্দু শব্দের চন্দ্র অর্থ করেছেন। উইলসন ও লাংলোয়া সোমরস অর্থ করেছেন।
২। দ্যুশ্নহৃতি শব্দে আহ্বান বিশেষ বুঝায়।
৩। ত্বাজনিতাজীজনৎ বসো অর্থ, হে বসু, জনিতা তোমাকে জন্ম দিয়েছেন। সে জনিতা কে? ৪র্থ মন্ডলের ১৭ সুক্তের ৪ ঋকে আছে দ্যুঃ ইন্দ্রস্য কর্তা, ঋগ্বেদের অন্যান্য স্থানেও এরূপ আছে। সায়ণ জনিতা অর্থ করেছেন সর্বস্য আদিকর্তা পরমেশ্বরঃ।
HYMN CXXIX Indra.
1. THE car which Indra, thou, for service of the Gods though it be far away, O swift One, bringest near, which, Blameless One, thou bringest near,
Place swiftly nigh us for our help: be it thy will that it be strong.
Blameless and active, hear this speech of orderers, this speech of us like orderers.
2 Hear, Indra, thou whom men in every fight must call to show thy strength, for cry of battle with the men, with men of war for victory.
He who with heroes wins the light, who with the singers gains the prize,
Him the rich seek to gain even as a swift strong steed, even as a courser fleet and strong.
3 Thou, Mighty, pourest forth the hide that holds the rain, thou keepest far away, Hero, the wicked man, thou shuttest out the wicked man.
Indra, to thee I sing, to Dyaus, to Rudra glorious in himself,
To Mitra, Varuṇa I sing a far-famed hymn to the kind God a far-famed hymn.
4 We wish our Indra here that he may further you, the Friend, beloved of all, the very strong ally, in wars the very strong ally
In all encounters strengthen thou our prayer to be a help to us.
No enemy—whom thou smitest down—subdueth thee, no enemy, whom thou smitest down.
5 Bow down the overweening pride of every foe with succour like to kindling-wood in fiercest flame, with mighty succour, Mighty One.
Guide us, thou Hero, as of old, so art thou counted blameless still.
Thou drivest, as a Priest, all sins of man away, as Priest, in person, seeking us.
6 This may I utter to the present Soma-drop, which, meet to be invoked, with power, awakes the prayer, awakes the demon-slaying prayer.
May he himself with darts of death drive far from us the scorner’s hate.
Far let him flee away who speaketh wickedness and vanish like a mote of dust.
7 By thoughtful invocation this may we obtain, obtain great wealth, O Wealthy One, with Hero sons, wealth that is sweet with hero sons.
Him who is wroth we pacify with sacred food and eulogies,
Indra the Holy with our calls inspired and true, the Holy One with calls inspired.
8 On, for your good and ours, come Indra with the aid of his own lordliness to drive the wicked hence, to rend the evil-hearted ones!
The weapon which devouring fiends cast at us shall destroy themselves.
Struck down, it shall not reach the mark; hurled forth, the fire-brand shall not strike.
9 With riches in abundance, Indra, come to us, come by an unobstructed path, come by a path from demons free.
Be with us when we stray afar, be with us when our home is nigh.
Protect us with thy help both near and far away: protect us ever with thy help.
10 Thou art our own, O Indra, with victorious wealth: let might accompany thee, the Strong, to give us aid, like Mitra, to give mighty aid.
O strongest saviour, helper thou, Immortal! of each warrior’s car.
Hurt thou another and not us, O Thunder-armed, one who would hurt, O Thunder-armed!
11 Save us from injury, thou who art well extolled: ever the warder-off art thou of wicked ones, even as a God, of wicked ones;
Thou slayer of the evil fiend, saviour of singer such as I.
Good Lord, the Father made thee slayer of the fiends, made thee, good Lord, to slay the fiends.
Rig Veda Book 1 Hymn 129
यं तवं रथमिन्द्र मेधसातये.अपाका सन्तमिषिर परणयसि परानवद्य नयसि | सद्यश्चित तमभिष्टये करो वशश्च वाजिनम |
सास्माकमनवद्य तूतुजान वेधसामिमां वाचं न वेधसाम ||
स शरुधि यः समा पर्तनासु कासु चिद दक्षाय्य इन्द्र भरहूतये नर्भिरसि परतूर्तये नर्भिः | यः शूरैः सवः सनिता यो विप्रैर्वाजं तरुता |
तमीशानास इरधन्त वाजिनं पर्क्षमत्यं न वाजिनम ||
दस्मो हि षमा वर्षणं पिन्वसि तवचं कं चिद यावीरररुं शूर मर्त्यं परिव्र्णक्षि मर्त्यम | इन्द्रोत तुभ्यं तद्दिवे तद रुद्राय सवयशसे |
मित्राय वोचं वरुणाय सप्रथः सुम्र्ळीकाय सप्रथः ||
अस्माकं व इन्द्रमुश्मसीष्टये सखायं विश्वायुं परासहं युजं वाजेषु परासहं युजम | अस्माकंब्रह्मोत्ये.अवा पर्त्सुषु कासु चित |
नहि तवा शत्रु सतरते सत्र्णोषि यंविश्वं शत्रुं सत्र्णोषि यम ||
नि षू नमातिमतिं कयस्य चित तेजिष्ठाभिररणिभिर्नोतिभिरुग्राभिरुग्रोतिभिः | नेषि णो यथा पुरानेनाः शूर मन्यसे |
विश्वानि पूरोरप पर्षि वह्निरासा वह्निर्नो अछ ||
पर तद वोचेयं भव्यायेन्दवे हव्यो न य इषवान मन्म रेजति रक्षोहा मन्म रेजति | सवयं सो अस्मदा निदो वधैरजेत दुर्मतिम |
अव सरवेदघशंसो.अवतरमव कषुद्रमिव सरवेत ||
वनेम तद धोत्रया चितन्त्या वनेम रयिं रयिवः सुवीर्यं रण्वं सन्तं सुवीर्यम | दुर्मन्मानं सुमन्तुभिरेमिषा पर्चीमहि |
आ सत्याभिरिन्द्रं दयुम्नहूतिभिर्यजत्रं दयुम्नहूतिभिः ||
पर-परा वो अस्मे सवयशोभिरूती परिवर्ग इन्द्रो दुर्मतीनां दरीमन दुर्मतीनाम | सवयं सा रिषयध्यै या न उपेषे अत्रैः |
हतेमसन न वक्षति कषिप्ता जूर्णिर्न वक्षति ||
तवं न इन्द्र राया परीणसा याहि पथननेहसा पुरो याह्यरक्षसा | सचस्व नः पराक आ सचस्वास्तमीक आ |
पाहि नो दूरादारादभिष्टिभिः सदा पाह्यभिष्टिभिः ||
तवं न इन्द्र राया तरूषसोग्रं चित तवा महिमा सक्षदवसे महे मित्रं नावसे | ओजिष्ठ तरातरविता रथं कं चिदमर्त्य |
अन्यमस्मद रिरिषेः कं चिदद्रिवो रिरिक्षन्तं चिदद्रिवः ||
पाहि न इन्द्र सुष्टुत सरिधो.अवयाता सदमिद दुर्मतीनान्देवः सन दुर्मतीनाम | हन्ता पापस्य रक्षसस्त्राता विप्रस्य मावतः |
अधा हि तवा जनिता जीजनद वसो रक्षोहणं तवा जीजनद वसो ||
yaṃ tvaṃ rathamindra medhasātaye.apākā santamiṣira praṇayasi prānavadya nayasi | sadyaścit tamabhiṣṭaye karo vaśaśca vājinam |
sāsmākamanavadya tūtujāna vedhasāmimāṃ vācaṃ na vedhasām ||
sa śrudhi yaḥ smā pṛtanāsu kāsu cid dakṣāyya indra bharahūtaye nṛbhirasi pratūrtaye nṛbhiḥ | yaḥ śūraiḥ svaḥ sanitā yo viprairvājaṃ tarutā |
tamīśānāsa iradhanta vājinaṃ pṛkṣamatyaṃ na vājinam ||
dasmo hi ṣmā vṛṣaṇaṃ pinvasi tvacaṃ kaṃ cid yāvīrararuṃ śūra martyaṃ parivṛṇakṣi martyam | indrota tubhyaṃ taddive tad rudrāya svayaśase |
mitrāya vocaṃ varuṇāya saprathaḥ sumṛḷīkāya saprathaḥ ||
asmākaṃ va indramuśmasīṣṭaye sakhāyaṃ viśvāyuṃ prāsahaṃ yujaṃ vājeṣu prāsahaṃ yujam | asmākaṃbrahmotye.avā pṛtsuṣu kāsu cit |
nahi tvā śatru starate stṛṇoṣi yaṃviśvaṃ śatruṃ stṛṇoṣi yam ||
ni ṣū namātimatiṃ kayasya cit tejiṣṭhābhiraraṇibhirnotibhirughrābhirughrotibhiḥ | neṣi ṇo yathā purānenāḥ śūra manyase |
viśvāni pūrorapa parṣi vahnirāsā vahnirno acha ||
pra tad voceyaṃ bhavyāyendave havyo na ya iṣavān manma rejati rakṣohā manma rejati | svayaṃ so asmadā nido vadhairajeta durmatim |
ava sravedaghaśaṃso.avataramava kṣudramiva sravet ||
vanema tad dhotrayā citantyā vanema rayiṃ rayivaḥ suvīryaṃ raṇvaṃ santaṃ suvīryam | durmanmānaṃ sumantubhiremiṣā pṛcīmahi |
ā satyābhirindraṃ dyumnahūtibhiryajatraṃ dyumnahūtibhiḥ ||
pra-prā vo asme svayaśobhirūtī parivargha indro durmatīnāṃ darīman durmatīnām | svayaṃ sā riṣayadhyai yā na upeṣe atraiḥ |
hatemasan na vakṣati kṣiptā jūrṇirna vakṣati ||
tvaṃ na indra rāyā parīṇasā yāhi pathananehasā puro yāhyarakṣasā | sacasva naḥ parāka ā sacasvāstamīka ā |
pāhi no dūrādārādabhiṣṭibhiḥ sadā pāhyabhiṣṭibhiḥ ||
tvaṃ na indra rāyā tarūṣasoghraṃ cit tvā mahimā sakṣadavase mahe mitraṃ nāvase | ojiṣṭha trātaravitā rathaṃ kaṃ cidamartya |
anyamasmad ririṣeḥ kaṃ cidadrivo ririkṣantaṃ cidadrivaḥ ||
pāhi na indra suṣṭuta sridho.avayātā sadamid durmatīnāndevaḥ san durmatīnām | hantā pāpasya rakṣasastrātā viprasya māvataḥ |
adhā hi tvā janitā jījanad vaso rakṣohaṇaṃ tvā jījanad vaso ||