১১৮ সুক্ত।।
অনুবাদঃ
১। হে অশ্বিদ্বয়! তোমাদের শোন পক্ষীর ন্যায় শীঘ্রগামী, সুখকর, ও ধনযুক্ত রথ আমাদের অভিমুখে আগমন করুক। হে অভীষ্টবর্ষীদ্বয়! তোমাদের সে রথ মনুষ্যের মনের ন্যায় বেগবান, ত্রিবন্ধুর এবং বায়ুবেগী।
২। তোমাদের ত্রিবন্ধুর, ত্রিবৃত, ত্রিচক্র ও শোভনীয়গতি রথে আমাদের দিকে এস। হে অশ্বিদ্বয়। আমাদের গাভীদের দুগ্ধপূর্ণ কর, আমাদের অশ্বদের প্রীত কর আমাদের বীর পুত্রদের বর্ধন কর।
৩। হে দস্রদ্বয়! তোমাদের শীঘ্রগামী শোভনীয় গতিযুক্ত রথদ্বারা এসে পরিচর্যারত স্তোতার এ লোক শ্রবণ কর। হে অশ্বিদ্বয়! পূর্বের মেধাবীগণ কি বলেন না যে তোমরা স্তোতৃদের দারিদ্র্য পরিহারার্থে সর্বদাই গমন কর?
৪। হে অশ্বিদ্বয়! তোমাদের রথে যুক্ত, শীঘ্রগামী, লম্ফপ্রদানসমর্থ এবং শোনপক্ষীসদুশ অশ্বগণ তোমাদের নিয়ে আসুক। হে নাসত্যদ্বয়। জলের ন্যায় শীঘ্রগতি অথবা আকাশবিচারী গৃধ্রের ন্যায় সে অশ্বগণ তোমাদের হব্যের অন্নের অভিমুখে আনছে।
৫। হে নেতৃদ্বয়! সূর্যের যুবতী দুহিতা প্রীত হয়ে তোমাদের এ রথে উঠেছিলেন। তোমাদের পুস্টাঙ্গ লম্ফপ্রদানসমর্থ, শীঘ্রগামী এবং দীপ্তমান অশ্বসমূহ তোমাদের আমাদের গ্রহের দিকে নিয়ে আসুক।
৬। তোমরা স্বকীয় কার্যদ্বারা বন্ধন ঋষিকে উঠিয়েছিলে। হে কামবর্ষিদ্বয়! তোমরা স্বকীয় কার্যদ্বারা রেভ ঋষিকে উঠিয়েছিলে। তোমরা তুগ্রের পুত্রকে সমুদ্র পার করিয়েছিলে এবং চ্যবন ঋষিকে পুনরায় যুবা করে দিয়েছিলে।
৭। হে অশ্বিদ্বয়! তোমরা অবরুদ্ধ অত্রির তপ্ত অগ্নি নিবারণ করেছিলে এবং তাকে রসবৎ অন্ন দান করেছিলে। তোমরা স্তুতি গ্রহণ করে অন্ধকারে প্রবিষ্ট কব ঋষিকে (১) চক্ষু দান করেছিলে।
৮। হে অশ্বিদ্বয়! পুরাতন শষু ঋষি তোমাদের যাঞ্চা করলে তোমরা তার দুগ্ধশূন্য গাভী দুগ্ধে পূর্ণ করে দিয়েছিলে। তোমরা বর্তিকাকে বৃকরূপ পাপ হতে মুক্ত করে দিয়েছিলে এবং তোমরা বিশুপলাকে একটি জঙ্ঘা নির্মাণ করে দিয়েছিলে।
৯। হে অশ্বিদ্বয়! তোমরা পেদু রাজাকে ব্রতবর্ণ অশ্ব দিয়েছিলে, সে অশ্ব ইন্দ্রদত্ত, শত্রুহন্তা ও সংগ্রামে শব্দ করে এবং শত্রু বাজয়ী উগ্র ও সহস্র ধনদাতা, সে অশ্ব সেচনসমর্থ ও দৃঢ়াঙ্গ।
১০। হে নেতা, শোভনজন্মা অশ্বিদ্বয়। আমরা ধন যাচ্ঞা করে রক্ষণাত তোমাদরে আহ্বান করছি। আমাদের স্তুতি গ্রহণ করে তোমরা ধনযুক্ত রথে আমাদের সুখদানার্থ আমাদের নিকট এস।
১১। হে নাসত্যদ্বয়! সমান প্রীতিযুক্ত হয়ে শোন পক্ষীয় নূতন বেগের সাথে আমাদের নিকট এস। হে অশ্বিদ্বয়! হব্য নিয়ে আমি নিত্য উষার উদয়কালে তোমাদের আহ্বান করি।
টীকাঃ
১। অসুরগণ কবকে একটা অন্ধকার গৃহে প্রবেশ করিয়ে বলেছিল, এ স্থানে বসে ঊষা উদিতা হয়েছেন তা উপলব্ধি কর। ঊষার উদয় হয়েছে, অশ্বিগণ তা কবকে জানাবার জন্য বীণাশব্দ করেছিলেন। অথবা পটল দ্বারা পিহিত দৃষ্টি কবকে চক্ষু দান করেছিলেন।
HYMN CXVIII. Aśvins.
1. FLYING, with falcons, may your chariot, Aśvins, most gracious, bringing friendly
help, come hither,—
Your chariot, swifter than the mind of mortal, fleet as the wind, three-seated O ye Mighty.
2 Come to us with your chariot triple seated, three-wheeled, of triple form, that rolleth lightly.
Fill full our cows, give mettle to our horses, and make each hero son grow strong, O Aśvins.
3 With your well-rolling car, descending swiftly, hear this the press-stone’s song, ye Wonder-Workers.
How then have ancient sages said, O Aśvins, that ye most swiftly come to stay affliction?
4 O Aśvins, let your falcons bear you hither, yoked to your chariot, swift, with flying pinions,
Which, ever active, like the airy eagles, carry you, O Nāsatyas, to the banquet.
5 The youthful Daughter of the Sun, delighting in you, ascended there your chariot, Heroes.
Borne on their swift wings let your beauteous horses, your birds of ruddy hue, convey you near us.
6 Ye raised up Vandana, strong Wonder-Workers! with great might, and with power ye rescued Rebha.
From out the sea ye saved the son of Tugra, and gave his youth again unto Cyavāna.
7 To Atri, cast down to the fire that scorched him, ye gave, O Aśvins, strengthening food and favour.
Accepting his fair praises with approval, ye gave his eyes again to blinded Kaṇva.
8 For ancient Śayu in his sore affliction ye caused his cow to swell with milk, O Aśvins.
The quail from her great misery ye delivered, and a new leg for Viśpalā provided.
9 A white horse, Aśvins, ye bestowed on Pedu, a serpent-slaying steed sent down by Indra,
Loud-neighing, conquering the foe, high-mettled, firm-limbed and vigorous, winning thousand treasures.
10 Such as ye are, O nobly born, O Heroes, we in our trouble call on you for succour.
Accepting these our songs, for our wellbeing come to us on your chariot treasure-laden.
11 Come unto us combined in love, Nāsatyas come with the fresh swift vigour of the falcon.
Bearing oblations I invoke you, Aśvins, at the first break of everlasting morning.
Rig Veda Book 1 Hymn 118
आ वां रथो अश्विना शयेनपत्वा सुम्र्ळीकः सववान यात्वर्वां |
यो मर्त्यस्य मनसो जवीयान तरिवन्धुरो वर्षणा वातरंहाः ||
तरिवन्धुरेण तरिव्र्ता रथेन तरिचक्रेण सुव्र्ता यातमर्वाक |
पिन्वतं गा जिन्वतमर्वतो नो वर्धयतमश्विना वीरमस्मे ||
परवद्यामना सुव्र्ता रथेन दस्राविमं शर्णुतं शलोकमद्रेः |
किमङग वां परत्यवर्तिं गमिष्ठाहुर्विप्रासोश्विना पुराजाः ||
आ वां शयेनासो अश्विना वहन्तु रथे युक्तास आशवः पतंगाः |
ये अप्तुरो दिव्यासो न गर्ध्रा अभि परयो नासत्या वहन्ति ||
आ वां रथं युवतिस्तिष्ठदत्र जुष्ट्वी नरा दुहितासूर्यस्य |
परि वामश्वा वपुषः पतंगा वयो वहन्त्वरुषा अभीके ||
उद वन्दनमैरतं दंसनाभिरुद रेभं दस्रा वर्षणा शचीभिः |
निष टौग्र्यं पारयथः समुद्रात पुनश्च्यवानं चक्रथुर्युवानम ||
युवमत्रये.अवनीताय तप्तमूर्जमोमानमश्विनावधत्तम |
युवं कण्वायापिरिप्ताय चक्षुः परत्यधत्तं सुष्टुतिं जुजुषाणा ||
युवं धेनुं शयवे नाधितायापिन्वतमश्विना पूर्व्याय |
अमुञ्चतं वर्तिकामंहसो निः परति जङघां विश्पलाया अधत्तम ||
युवं शवेतं पेदव इन्द्रजूतमहिहनमश्विनादत्तमश्वम |
जोहूत्रमर्यो अभिभूतिमुग्रं सहस्रसां वर्षणं वीड्वङगम ||
ता वां नरा सववसे सुजाता हवामहे अश्विना नाधमानाः |
आ न उप वसुमता रथेन गिरो जुसाना सुविताय यातम ||
आ शयेनस्य जवसा नूतनेनास्मे यातं नासत्या सजोषाः |
हवे हि वामश्विना रातहव्यः शश्वत्तमाया उषसो वयुष्टौ ||
ā vāṃ ratho aśvinā śyenapatvā sumṛḷīkaḥ svavān yātvarvāṃ |
yo martyasya manaso javīyān trivandhuro vṛṣaṇā vātaraṃhāḥ ||
trivandhureṇa trivṛtā rathena tricakreṇa suvṛtā yātamarvāk |
pinvataṃ ghā jinvatamarvato no vardhayatamaśvinā vīramasme ||
pravadyāmanā suvṛtā rathena dasrāvimaṃ śṛṇutaṃ ślokamadreḥ |
kimaṅgha vāṃ pratyavartiṃ ghamiṣṭhāhurviprāsoaśvinā purājāḥ ||
ā vāṃ śyenāso aśvinā vahantu rathe yuktāsa āśavaḥ pataṃghāḥ |
ye apturo divyāso na ghṛdhrā abhi prayo nāsatyā vahanti ||
ā vāṃ rathaṃ yuvatistiṣṭhadatra juṣṭvī narā duhitāsūryasya |
pari vāmaśvā vapuṣaḥ pataṃghā vayo vahantvaruṣā abhīke ||
ud vandanamairataṃ daṃsanābhirud rebhaṃ dasrā vṛṣaṇā śacībhiḥ |
niṣ ṭaughryaṃ pārayathaḥ samudrāt punaścyavānaṃ cakrathuryuvānam ||
yuvamatraye.avanītāya taptamūrjamomānamaśvināvadhattam |
yuvaṃ kaṇvāyāpiriptāya cakṣuḥ pratyadhattaṃ suṣṭutiṃ jujuṣāṇā ||
yuvaṃ dhenuṃ śayave nādhitāyāpinvatamaśvinā pūrvyāya |
amuñcataṃ vartikāmaṃhaso niḥ prati jaṅghāṃ viśpalāyā adhattam ||
yuvaṃ śvetaṃ pedava indrajūtamahihanamaśvinādattamaśvam |
johūtramaryo abhibhūtimughraṃ sahasrasāṃ vṛṣaṇaṃ vīḍvaṅgham ||
tā vāṃ narā svavase sujātā havāmahe aśvinā nādhamānāḥ |
ā na upa vasumatā rathena ghiro jusānā suvitāya yātam ||
ā śyenasya javasā nūtanenāsme yātaṃ nāsatyā sajoṣāḥ |
have hi vāmaśvinā rātahavyaḥ śaśvattamāyā uṣaso vyuṣṭau ||