ঋগ্বেদ ০১।০৬৯

৬৯ সুক্ত ।।

অনুবাদঃ
১। শুভ্রবর্ণ অগ্নি ঊষার প্রণয়ী সূর্যের ন্যায় সকল পদার্থে প্রকাশক এবং দ্যুতিমান সূর্যের জ্যোতির ন্যায় স্বতেজে (দ্যাবা পৃথিবী) একত্রে পরিপুরিত করেন। হে অগ্নি! তুমি প্রাদুর্ভূত হয়ে কর্ম দ্বারা সমস্ত জগত পরিব্যাপ্ত কর; তুমি দেবগণের পুত্র হয়েও তাদরে পিতা।
২। মেধাবী, দর্পরহিত ও কর্তব্যাকর্তব্য জ্ঞানযুক্ত অগ্নি গাভীর স্থনের ন্যায় সমস্ত অন্ন সুস্বাদু করেন। জনপদে লোকহিতকর পুরুষের ন্যায় অগ্নি যজ্ঞে আহূত হয়ে এবং যজ্ঞস্থলে উপবেশন করে প্রীতি দান করেন।
৩। অগ্নি পুত্রের ন্যায় জন্মগ্রহণ করে গৃহে আনন্দ বিকাশ করেন এবং অশ্বের ন্যায় হর্ষযুক্ত হয়ে সংগ্রামে শত্রুগণকে অতিক্রম করেন। যখন মানুষের সাথে আমি একস্থাননিবাসী দেবতাগণকে আহ্বান করি, তখন হে অগ্নি! তুমি সকল দেবের দেবত্ব প্রাপ্ত হও।
৪। কেউ তোমার ব্রতাদি ধ্বংস করে না, যেহেতু তুমি সে সকল ব্রতের যজমানদের যজ্ঞফলরূপ সুখ প্রদান কর। যদি কেউ তোমার ব্রত নাশ করে, তা হলে সদৃশ নেতা মরুৎগণের সাথে তুমি সে বাধকগণকে পলায়িত কর।
৫। অগ্নি ঊষার প্রণয়ীসূর্যের ন্যায় আলোকবিশিষ্ট ও নিবাস হেতু এবং তার রূপ লোকের পরিচিত, তিনি এ (উপাসককে) অবগত হোন। তার লশ্মি স্বয়ং হব্য বহন করে যজ্ঞ গৃহদ্বারে ব্যাপ্ত হয়, পরে দর্শনীয় নভস্থলে গমন করে।

HYMN LXIX. Agni.

1. BRIGHT, splendid, like Dawn’s lover, he hath filled the two joined worlds as with the light of heaven.
When born, with might thou hast encompassed them: Father of Gods, and yet their Son wast thou.
2 Agni, the Sage, the humble, who discerns like the cow’s udder, the sweet taste of food,
Like a bliss-giver to be drawn to men, sits gracious in the middle of the house.
3 Born in the dwelling like a lovely son, pleased, like a strong steed, he bears on the folk.
What time the men and I, with heroes, call, may Agni then gain all through Godlike power.
4 None breaks these holy laws of thine when thou hast granted audience to these chieftains here.
This is thy boast, thou smotest with thy peers, and joined with heroes dravest off disgrace.
5 Like the Dawn’s lover, spreading light, well-known as hued like morn, may he remember me.
They, bearing of themselves, unbar the doors: they all ascend to the fair place of heaven.

Rig Veda Book 1 Hymn 69
शुक्रः शुशुक्वानुषो न जारः पप्रा समीची दिवो नज्योतिः |
परि परजातः करत्वा बभूथ भुवो देवानां पिता पुत्रः सन ||
वेधा अद्र्प्तो अग्निर्विजानन्नूधर्न गोनां सवाद्मा पितूनाम |
जने न शेव आहूर्यः सन मध्ये निषत्तो रण्वो दुरोणे ||
पुत्रो न जातो रण्वो दुरोणे वाजी न परीतो विशो वि तारीत |
विशो यदह्वे नर्भिः सनीळा अग्निर्देवत्वा विश्वान्यश्याः ||
नकिष ट एता वरता मिनन्ति नर्भ्यो यदेभ्यः शरुष्टिं चकर्थ |
तत तु ते दंसो यदहन समानैर्न्र्भिर्यद युक्तो विवे रपांसि ||
उषो न जारो विभावोस्रः संज्ञातरूपश्चिकेतदस्मै |
तमना वहन्तो दुरो वय रण्वन नवन्त विश्वे सवर्द्र्शीके ||

śukraḥ śuśukvānuṣo na jāraḥ paprā samīcī divo najyotiḥ |
pari prajātaḥ kratvā babhūtha bhuvo devānāṃ pitā putraḥ san ||
vedhā adṛpto aghnirvijānannūdharna ghonāṃ svādmā pitūnām |
jane na śeva āhūryaḥ san madhye niṣatto raṇvo duroṇe ||
putro na jāto raṇvo duroṇe vājī na prīto viśo vi tārīt |
viśo yadahve nṛbhiḥ sanīḷā aghnirdevatvā viśvānyaśyāḥ ||
nakiṣ ṭa etā vratā minanti nṛbhyo yadebhyaḥ śruṣṭiṃ cakartha |
tat tu te daṃso yadahan samānairnṛbhiryad yukto vive rapāṃsi ||
uṣo na jāro vibhāvosraḥ saṃjñātarūpaściketadasmai |
tmanā vahanto duro vy ṛṇvan navanta viśve svardṛśīke ||