ঋগ্বেদ ০১।০৬৮

৬৮ সুক্ত।।

অনুবাদঃ
১। হব্যবাহক অগ্নি হব্য মিশ্রিত করে আকাশে উপস্থিত হয়ে ও স্থাবর জঙ্গম বস্তুকে ও রাতকে স্বীয় প্রভা দ্বারা প্রকাশিত করেন। অগ্নি সমস্ত দেবগণ মধ্যে দ্যুতিমান এবং স্থাবর জঙ্গমাদিতে ব্যাপ্ত আছেন।
২। হে দেব অগ্নি! তুমি শুষ্ক কাষ্ঠ হতে জ্বলন্ত হয়ে প্রাদুর্ভূত হলে সকল যজমানগণ তোমার কর্ম অনুষ্ঠান করে। তুমি অমর, স্তোত্র দ্বারা তোমাকে সেবা করে তারা সকলে প্রকৃত দেবত্ব লাভ করে।
৩। অগ্নি যজ্ঞস্থলে আগত হলে তার স্তুতি ও যজ্ঞ করা হয়; অগ্নি বিশ্বায়ু সকল (যজমানগণ) তার যজ্ঞ সম্পাদন করে। হে অগ্নি! যে তোমাকে হব্য দান করে বা যে তোমার কর্ম করতে শিক্ষা করে তুমি তার কৃত অনুষ্ঠান অবগত হয়ে তাকে ধন প্রদান কর।
৪। হে অগ্নি! তুমি মনুর অপতাগণের মধ্যে দেবগণের আহ্বানকারীরূপে অবস্থিতি কর; তুমিই তাদের ধনের স্বামী, তারা স্বীয় শরীরে পুত্রোৎপাদনার্থ শক্তি ইচ্ছা করেছিল এবং মোহ ত্যাগ করে পুত্রগণের সাথে চিরকাল জীবিত থাকে।
৫। পুত্র যেরূপ পিতার আজ্ঞা পালন করে, যজমানগণ সত্বর হয়ে সেরূপ অগ্নির শাসন শ্রবণ করে ও তার আদিষ্ট কর্ম করে। প্রভূত অন্নযুক্ত অগ্নি যজমানদের যজ্ঞের দ্বারভূত ধন প্রদান করেন। অগ্নি যজ্ঞরত গৃহে আসক্ত এবং আকাশকে নক্ষত্রযুক্ত করেছেন।

HYMN LXVIII. Agni.

1. COMMINGLING, restless, he ascends the sky, unveiling nights and all that stands or moves,
As he the sole God is preeminent in greatness among all these other Gods.
2 All men are joyful in thy power, O God, that living from the dry wood thou art born.
All truly share thy Godhead while they keep, in their accustomed ways, eternal Law.
3 Strong is the thought of Law, the Law’s behest; all works have they performed; he quickens all.
Whoso will bring oblation, gifts to thee, to him, bethinking thee, vouchsafe thou wealth.
4 Seated as Priest with Manu’s progeny, of all these treasures he alone is Lord.
Men yearn for children to prolong their line, and are not disappointed in their hope.
5 Eagerly they who hear his word fulfil his wish as sons obey their sire’s behest.
He, rich in food, unbars his wealth like doors: he, the House-Friend, hath decked heaven’s vault with stars.

Rig Veda Book 1 Hymn 68
शरीणन्नुप सथाद दिवं भुरण्यु सथातुश्चरथमक्तून्व्यूर्णोत |
परि यदेषामेको विश्वेषां भुवद देवो देवानां महित्वा ||
आदित ते विश्वे करतुं जुषन्त शुष्काद यद देव जीवो जनिष्ठाः |
भजन्त विश्वे देवत्वं नाम रतं सपन्तो अम्र्तमेवैः ||
रतस्य परेषा रतस्य धीतिर्विश्वायुर्विश्वे अपांसि चक्रुः |
यस्तुभ्यं दाशाद यो वा ते शिक्षात तस्मै चिकित्वान्रयिं दयस्व ||
होता निषत्तो मनोरपत्ये स चिन नवासां पती रयीणाम |
इछन्त रेतो मिथस्तनूषु सं जानत सवैर्दक्षैरमूराः ||
पितुर्न पुत्राः करतुं जुषन्त शरोषन ये अस्य शासं तुरासः |
वि राय और्णोद दुरः पुरुक्षुः पिपेश नाकं सत्र्भिर्दमूनाः ||

śrīṇannupa sthād divaṃ bhuraṇyu sthātuścarathamaktūnvyūrṇot |
pari yadeṣāmeko viśveṣāṃ bhuvad devo devānāṃ mahitvā ||
ādit te viśve kratuṃ juṣanta śuṣkād yad deva jīvo janiṣṭhāḥ |
bhajanta viśve devatvaṃ nāma ṛtaṃ sapanto amṛtamevaiḥ ||
ṛtasya preṣā ṛtasya dhītirviśvāyurviśve apāṃsi cakruḥ |
yastubhyaṃ dāśād yo vā te śikṣāt tasmai cikitvānrayiṃ dayasva ||
hotā niṣatto manorapatye sa cin nvāsāṃ patī rayīṇām |
ichanta reto mithastanūṣu saṃ jānata svairdakṣairamūrāḥ ||
piturna putrāḥ kratuṃ juṣanta śroṣan ye asya śāsaṃ turāsaḥ |
vi rāya aurṇod duraḥ purukṣuḥ pipeśa nākaṃ stṛbhirdamūnāḥ ||