সারা ঘরে মিশ্র গুঞ্জন, তুমি
এক কোণে বসেছিলে
সৌন্দর্যের তরঙ্গ তুলে।
টেবিলে তোমার হাত, হাতে
ডিম্বাকৃতি হ’য়ে পড়ছে
টেবিল ল্যাম্পের আলো,
তোমার খোঁপায় বেলফুলের
মালা
ঘোষণা করছে সজীবতা।
আলো, তোমার চুল,
গ্রীবা আর টেবিলে ব’য়ে
যাচ্ছে
ওস্তাদের ছায়ানট এবং তুমি
রূপান্তরিত হচ্ছো গীতধারায়,
যেখানে ভরে উঠল আমার
আঁজলা।