অনুবাদক

গোলাপ নিঃশব্দে এসে বলে যায় সৌন্দর্যের কথা
আপনার সুগন্ধের কথা,
মন দিয়ে শুনি;
পাখি তার উড়ালের কথা,
গানের সুরের কথা বলে যায় পাখা নেড়ে শুনি;
শিশির নিজের কথা কোমল গচ্ছিত রেখে যায়
আমার শ্রুতিতে। গৌরী তুমি
আমাকে নিয়ত বলো ভালোবাসা, জ্যোৎস্না,
রোদ্দুর, বৃষ্টির কথা।
মনোরকম বাচনভঙ্গিতে বলো তুমি
আমাদের বিজয়ের কথা, নির্যাতিত
মানুষের কথা, প্রগতির রথের অপ্রতিরোধ্য
দুর্বার চলার কথা; মানবিক অনুভূতিমালা
উচ্চারিত ক্ষণে ক্ষণে তোমার বিনম্র কণ্ঠস্বরে, শুনে যাই

সবচেয়ে বেশি আমি তোমার কথাই গৌরী রোজ
সানন্দে গ্রহণ করি নিজের খাতায়। কথাগুলো
রূপান্তরে প্রকাশিত আমার স্বাক্ষরে,
যদিও প্রকৃতপক্ষে আমি অনুবাদক ব্যতীত কিছু নই!