লড়াই

ডাকাত-মার্কা লোকগুলো আমার দু’হাত
বেঁধে ফেলছে, যাতে স্বপ্নের মতো নৌকো ভাসাতে না পারি নদীতে,
যাতে গন্তব্য হ’য়ে ওঠে অপ্রাপনীয়।
ওরা আমার গলা চেপে ধরেছে আজরাইলের ধরনে,
যাতে আমার কণ্ঠ থেকে নিঃসৃত
না হয় কোনও গান কিংবা কবিতার পংক্তিমালা,
যাতে আর নিশ্বাস নিতে না পারি।

ওরা আমাকে ক্রমাগত টেনে হিচঁড়ে পিছনের দিকে
নিয়ে যাচ্ছে গহীন জঙ্গলে,
আমার চুলের মুঠি জোরে
টানছে কেউ কেউ, লাথি মারছে পাঁজরে, মাথায়;
আমি তরুণ বাঘের মতো লাফিয়ে উঠে
এক ঝটকায় ওদের কব্জা থেকে মুক্ত হ’তে চেস্টাশীল।
১৮।২।৯১