ভূপ্রদক্ষিণ

জর্নাল নিখোঁজ ঝড়ে, দিনক্ষণ মনে নেই; ছুট
কাটাতে প্রবাসে ছিঁড়েছিলাম বাদামি, সাদা রুটি
ক্যাফেটারিয়ায়, কফি খেয়ে গাইডের সঙ্গে গিয়ে
উঠেছিল নেচে প্রাণ অঞ্জলিতে ঝরনাজল নিয়ে।
দুপুরে ঢাকায় ফ্ল্যাটে শুয়ে অকস্মাৎ মনে পড়ে-
শুল্ক বিভাগের বেড়া ডিঙিয়ে প্রাচীন সে নগরে
তোমার স্তনের ডৌল দেখে নিয়ে সতেজ আপেলে
পুনরায় প্রতিদ্বন্দ্বী সৃষ্টি দেখি সিস্টিন চ্যাপেলে।