কখন থেকে এলোমেলো
ঘুরছি শুধু বড় একা,
কখনো পথ সোজা বটে,
কখনো ফের আঁকাবাঁকা।
গায়ে কাঁটা দেয়ার মতো অনেক কিছু
ভেংচি কাটে।
ঘুরছি শুধু, লাটিম যেন দিগ্বিদিক।
কে যেন ঠিক ছায়ার মতো পেছনে এই
হতভাগার হেঁটে বেড়ায়,
থামে, যখন আমি থামি।
পদ্য লিখি বলেই এমন দশা আমার?
ঘুম আসে না রাত্রিবেলা,
দিনের বেলা। মনের মাঠে
যখন তখন ছুটে বেড়ায় পাগলা ঘোড়া।
কখনো ফের সন্ধেবেলা
হঠাৎ দেখি অনেক দূরে
পুকুরঘাটে রূপ-ঝরানো
কে এক নারী বসে আছে
পা ভিজিয়ে শীতল জলে। আমার দিকে
ডাগর চোখে দৃষ্টি দিতেই
কেমন আমি অতীত যুগের
মূর্তি হয়ে অনড় থাকি সারাবেলা
হঠাৎ দেখি, একি কোথায়
গায়েব হলো পুকুর ঘাটের সেই রূপসী?
পুকুর উধাও, একলা আমি
পদ্য লেখার খাতায় মাথা গুঁজে ঘুমের
আবছা ছায়ায় পড়ে আছি!
পুকুর ঘাটে
দেখা নারীর মুখে মায়া
কী করে এই একটুকুতেই ভুলতে পারি?
১৮-৬-২০০৩