বনু সুলায়মের যুদ্ধ
হিজরী ২য় সালে বনু সুলায়মের যুদ্ধ সংঘঠিত হয়। ইবন ইসহাক বলেন, : রাসূলুল্লাহ্ (সা) বদর যুদ্ধ শেষে রামাযানের শেষ দিকে কিংবা শাওয়াল মাসে মদীনায় প্রত্যাবর্তন করেন। মদীনায় সাত দিন অবস্থান করার পর তিনি নিজেই বনী সুলায়মের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন। ইবন হিশাম বলেন, : এ সময় মদীনায় রাসূলুল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যে সিবা ইবন আরাফাতা গিফারী অথবা অন্ধ সাহাবী ইবন উন্মে মাকতুমকে দায়িত্ব দেয়া হয়। ইবন ইসহাক বলেন, রাসূলুল্লাহ বনু সুলায়মের কুন্দর নামক এক পানির কুয়া পর্যন্ত পৌঁছেন। এখানে তিন দিন অবস্থান করেও শক্ৰদের কোন সন্ধান না পেয়ে মদীনায় প্রত্যাবর্তন করেন। শাওয়ালের অবশিষ্ট দিন ও যিলকা’দা মাস মদীনায় অবস্থান করেন এবং কুরায়শ বন্দীদের একটি দলকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেন।