বদর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন
বদর যুদ্ধে মোট চৌদ্দ জন মুসলমান শহীদ হন। তাদের মধ্যে মুহাজির ছিলেন ছয় জন : ১. উবায়দা ইবন হারিছ ইবন মুত্তালিব। যুদ্ধে তাঁর পা কাটা যায়। এরপর সাফরা নামক স্থানে পৌঁছে তিনি মারা যান।
২. উমােয়র ইবন আবু ওয়াককাস যুহরী। তিনি সাআদ ইবন আবু ওয়াকাকাসের ভাই ছিলেন। আস ইবন সাঈদ তাকে হত্যা করে। সে সময় তাঁর বয়স হয়েছিল। ষোল বছর। কথিত আছে, বয়স কম হওয়ার কারণে রাসূলুল্লাহ (সা) তাঁকে পথ থেকে ফিরে যাওয়ার নির্দেশ
দিয়েছিলেন। এতে তিনি খুব কান্নাকাটি করেন। ফলে রাসূলুল্লাহ তাঁকে যুদ্ধে যাওয়ার
অনুমতি দেন। যুদ্ধে তিনি শহীদ হন।
যুশ-শিমালায়ন ইবন আবদে আমার আল-খুযাঈ। তিনি ছিলেন বনু যুহরা গোত্রের মিত্র।
সাফওয়ান ইবন বায়যা”।
আকিল ইবন বুকােয়র আল-লায়হী— বনু আব্দীর মিত্র।
মিহজা। হযরত উমর ইবন খাত্তাবের আযাদকৃত গোলাম। বদর যুদ্ধে মুসলিম বাহিনীতে
তিনিই সর্বপ্রথম শহীদ।
এ যুদ্ধে আনসারদের মধ্য হতে শহীদ হন আট জন :
৭. হারিছা ইবন সুরাকা। হিব্বান ইবন আরাফা। শত্রুর নিক্ষিপ্ত তীর হারিছার গলদেশে লেগে
যায় এবং এতেই তিনি শহীদ হন।
৮. মুআওয়ায ইবন আফরা এবং তার ভাই —
პა. আওফ ইবন আফরা।
১০. ইয়াখীদ ইবন হারিছ। তাঁকে ইবন ফুস্হাম নামেও ডাকা হয়।
১১. উমায়ার ইবন হুমাম।
১২. রাফি’ ইবন মুআল্লা ইবন লাওযান।
১৩. সাআদ ইবন খায়৷ছামা।
১৪. মুবাশশির ইবন আবদুল মুনযির (রা)।
পূর্বেই বলা হয়েছে যে, এ যুদ্ধে মুসলমানদের সাথে ছিল মাত্র সত্তরটি উট। ইবন ইসহাক বলেন, মুসলিম বাহিনীতে অশ্বারোহী যোদ্ধা ছিলেন মাত্র দুই জন। একজন হলেন মিকদাদ ইবন আসওয়াদ। তার ঘোড়ার নাম ছিল আযজা, মতান্তরে সাবহা। দ্বিতীয়জন হলেন যুবােয়র ইবন আওআম। তার ঘোড়ার নাম ছিল। ইয়াসূব। মুসলিম বাহিনীর পতাকা ছিল মুসআব ইবন উমায়রের হাতে। এ ছাড়া মুহাজির ও আনসারদের ভিন্ন ভিন্ন আরও দু’টি ঝাণ্ডা ছিল। মুহাজিরদের ঝােণ্ডা বহনকারী ছিলেন আলী ইবন আবু তালিব (রা) আর আনসারদের ঝােণ্ডা বহনকারী ছিলেন সাআদ ইবন উবাদা (রা)। মুহাজিরদের মধ্যে প্রধান পরামর্শদাতা ছিলেন আবু বকর সিদীক (রা) আর আনসারদের মধ্যে পরামর্শ দানকারীদের মধ্যে প্রধান ছিলেন সাআদ ইবন মুআয (রা)।