বদরের ঘটনায় নাজাশীর আনন্দ প্ৰকাশ
হাফিয রায়হাকী বলেন, ঃ আবুল কাসিম আবদুর রহমান ইবন আবদুল্লাহ সূত্রে…… সানআ নিবাসী আবদুর রহমান থেকে বর্ণিত। তিনি বলেন, এক দিন নাজাশী হযরত জাফর ইবন আবু তালিব ও তাঁর সংগীদের তার কাছে আসার জন্য সংবাদ দেন। (জাফর ও তার সংগীরা ঐ সময় নাজাশীর আশ্রয়ে আবিসিনিয়ায় থাকতেন)। সংবাদ পেয়ে তাঁরা নাজাশীর দরবারে উপস্থিত হন। নাজাশী তখন ঘরের মধ্যে পুরনো কাপড় গায়ে ফরাশ ছাড়া মাটিতে বসা ছিলেন। জাফর বলেন, নাজাশীকে এ অবস্থায় দেখে আমরা ভড়কে গেলাম। আমাদের . চেহারায় ভীতির লক্ষণ দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দেব, যা তোমাদের আনন্দ দান করবে। তারপর বললেন, তোমাদের দেশ থেকে আমার এক গুপ্তচর এসে বলেছে, আল্লাহ তার নবীকে সাহায্য করেছেন। নবীর শক্ৰদেরকে ধ্বংস করেছেন। অমুক অমুক বন্দী হয়েছে এবং অমুক অমুক নিহত হয়েছে। পীল বৃক্ষে ঘেরা বদর উপত্যকায় তারা শক্ৰদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আমার চোখের সামনে যেন ঐ উপত্যকাটি ভাসছে। কারণ, এক সময় আমি সেখানে বনু যামরার আমার এক মুনীবের উট চরোতাম। জাফর (রা) বললেন, আপনার কী হয়েছে? পুরনো কাপড় গায়ে ফরাশ ছাড়া খালি মাটির উপরে বসে আছেন কেন? নাজাশী বললেন, ঈসা (আ:)-এর প্রতি অবতীর্ণ কিতাবে আমরা দেখেছি যে, বান্দা যখন আল্লাহর কোন নিআমতের কথা মানুষকে শুনাবে, তখন তার উচিত বিনয়ের সঙ্গে শুনানো। আল্লাহ যেহেতু তার নবীকে সাহায্য করার সুযোগ আমাকে দিয়েছেন, তাই আমি তাঁর জন্যে এরূপ বিনয় ভাব অবলম্বন করেছি।