বুওয়াতের যুদ্ধ
ইবন ইসহাক বলেন : এরপর রাসূলুল্লাহ (স) দ্বিতীয় হিজরীর রবিউল আউয়াল মাসে কুরায়শের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হন। ইবন হিশাম বলেন, : এবং সাইব ইবন উছমান ইবন মাযউনকে মদীনায় তার স্থলাভিষিক্ত করে যান। পক্ষান্তরে ওয়াকিদী বলেন : মদীনায় স্থলাভিষিক্ত করেন সাআদ ইবন মুআযকে। আর রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে ছিলেন দু’শ’ আরোহী আর তাঁর পতাকা ছিল সাআদ ইবন আবু ওয়াক্কাসের হাতে। আর রাসূলুল্লাহ্ (সা)-এর লক্ষ্য ছিল কুরায়শের বণিক দলের উপর আক্রমণ করা। এ দলে উমাইয়া ইবন খািলফ এবং তার নেতৃত্বে একশ’ ব্যক্তি এবং দু’হাজার পাঁচ শ” উট ছিল।
ইবন ইসহাক বলেন, : রাসূলুল্লাহ্ (স) রিজীবী পাহাড়ের দিক থেকে বুওয়াত পৌছেন। সেখান থেকে মদীনা প্ৰত্যাবর্তন করেন। এ অভিযানে কোন সংঘর্ষ হয়নি। তিনি সেখানে রবিউছ-ছানী মাসের অবশিষ্ট দিনগুলো এবং জুমাদাল উলার কিছু সময় কাটান।