ত্রিংশ পাঠ
দেখামাত্র মোহিত করণ (Instantaneous Method)
পরবর্তী সম্মোহন আদেশে’র সাহায্য ব্যতীত কাহাকেও দেখামাত্র মোহিত করা সম্ভব নয়। মোহিত’ শব্দের প্রকৃতার্থে যেরূপ অবস্থা উপলদ্ধি হয়, তাহা কোন নূতন পাত্রের মনে দৃষ্টি-মাত্র জন্মিতে পারেনা। তথাপি কোন কোন গ্রন্থকার নিম্নোক্ত প্রণালীর সম্মোহনকে উক্ত নামে অভিহিত করিয়াছেন বলিয়া আমিও তাহাদের অনুসরণ করিলাম।
(১) সমবেত ব্যক্তিবৃন্দের মধ্যে যাহাকে খুব সংবেদ্য বলিয়া বোধ করিবে, কাৰ্যকারক তাহার সম্মুখে দাঁড়াইবে এবং তাহার নাসিকা-মূলে স্থির দৃষ্টি স্থাপন করত দক্ষিণ তর্জনীটিকে পাত্রের সম্মুখে ধরিয়া, খুব একাগ্রতার সহিত দৃঢ়স্বরে বলিবে-এই অঙ্গুলিটি দেখ, তুমি এখন ইহার প্রতি তাকাইয়া থাকিবে; এইক্ষণ-ইহার অনুসরণ কর,শীঘ্র অনুসরণ কর।” যখন সে উহাকে অনুসরণ করিতে উদ্যত হইবে, তখন সম্মোহনবিৎ দুই-এক পা করিয়া আস্তে আস্তে পশ্চাৎ দিকে সরিয়া গেলে সেই ব্যক্তিও তাহাকে অনুসরণ করিতে থাকিবে। সে কিছুক্ষণ এইরূপ করার পর তাহাকে প্রকৃতিস্থ করিয়া দিবে।
(২) ক্রীড়া প্রদর্শক ষ্টেজের উপর দাঁড়াইয়া দর্শকদিগের মধ্য হইতে এক ব্যক্তিকে তাহার নিকট আসিতে অনুরোধ করিবে। যখন সে তাহার নিকট আসিতে থাকিবে, তখন তাহার দিকে প্রখর দৃষ্টিতে তাকাইয়া দৃঢ়স্বরে বলিবে—“দাঁড়াও;-ঐখানে দাঁড়াও; তুমি আর এক পাও অগ্রসর হইতে পারিতেছন।”-উহাতেই পাত্র আর অগ্রসর হইতে পারিবেনা। সাধারণ রঙ্গালয়ে আমি এই দৃশ্য বহুবার প্রদর্শন করিয়াছি।