স্টেটমেন্ট
এ নতুন নয়, প্রায়ই হিন্দু মৌলবাদীরা স্টেটমেন্ট ছড়িয়ে দেয় টুইটার, ফেসবুক, হোয়াটসআপে, যেগুলোর লেখক হিসেবে থাকে আমার নাম। এসব কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই। এ কাজ হিন্দু মৌলবাদীদের, তা বুঝি, কারণ স্টেটমেন্টগুলোয়। থাকে হিন্দুত্ববাদের গুণগান এবং মুসলমানদের প্রতি ঘৃণা। এই স্টেটমেন্টগুলো জাস্ট কিছু টাইপ করা লেখার ফটো। কোনও লিংক নেই, কোনও সোর্সের উল্লেখ নেই। মানুষ কেন এসবকে আমার লেখা বলে ভুল করে বুঝি না। বোধবুদ্ধিহীন লোক ছাড়া আর কারও তো এসব বিশ্বাস করার কথা নয়। কী বলবো, বড় বড় মিডিয়াও এসব বিশ্বাস করে। মিডিয়ার তো উচিত প্রচার করার আগে ভেরিফাই করে নেওয়া।
গতকাল আমির খানকে নিয়ে একটা স্টেটমেন্ট ভাইরাল হয়ে গেল। বেশ কয়েকবার প্রতিবাদ করেছি টুইটারে। বলেছি, এ আমার ওয়ার্ডস নয়, আমার স্টেটমেন্ট নয়, আমার মেসেজ নয়। কে শোনে কার কথা। আগুনের মতো ছড়িয়ে গেলো ওই মিথ্যে স্টেটমেন্ট। অন্যের নাম লেখক হিসেবে বসিয়ে যারা এসব বক্তব্য বানায়, তারা কিন্তু ক্রিমিনাল। লক্ষ লক্ষ লোক জেনে গেছে আমার কথা যা আসলে আমার কথা নয়। কজন আর পড়েছে আমার প্রতিবাদ!
কী করে এসব বন্ধ করা যায়, কারও জানা আছে কি?