সাক্ষাৎকার-১
অবসর কিভাবে কাটাতে ভালবাসেন
একা থাকি নয়তো ঘুরে বেড়াই।
প্রিয় কবি স্বদেশী : বিদেশী
স্বদেশী : চন্ডীদাস, জসীমউদ্দীন, লালন শাহ। বিদেশী : খলিল জীব্রান, পাবলো নেরুদা।
প্রথম কবিতা রচনার অভিজ্ঞতা
প্রথম কবিতা রচনার স্মৃতি মনে নেই। তবে প্রথম প্রকাশিত কবিতার প্রসঙ্গটি বেশ মজার। ঢাকার একটি দৈনিকের রোববারের সাহিত্য পাতায় লেখাটি ছাপা হবে, আগে ভাগেই এই খবরটি জেনেছিলাম। যথারীতি একটি উৎকণ্ঠিত নিদ্রাহীন রাত কাটাবার পর খুব ভোরে উঠে গিয়ে দেখলাম লেখাটি ঠিকই ছাপা হয়েছে কিন্তু তাতে লেখকের নামটি ভুলবশত ছাপা হয়নি।
ব্যক্তি ও জাতীয় জীবনে কবিতা ও কবির ভূমিকা সম্পর্কে অভিমত
কবিকে সময়ের কাছে জবাবদিহি করতে হয়, ইতিহাসের কাছে জবাবদিহি করতে হয়। ব্যক্তি বা জাতির জীবনে সত্যের প্রথম উচ্চারন করে কবি। জীবন থেকে উৎসারিত এই উচ্চারন মানুষের হৃদয়ের ভাষা, চৈতন্যের ভাষা। যার হৃদয়ের ভাষা নেই, চেতনার ভাষা নেই সে তো পশু। মানুষ তো এইটুকুর জন্যেই পশু থেকে উন্নততর জীব। কবি হৃদয়কে ভাষা দেয়, চেতনাকে শিক্ষিত করে।
স্বনির্বাচিত (সম্পাদনা : শিশির দত্ত)
সম্পাদক প্রকাশনী, চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯৮২