সন্ধ্যা হল, একলা আছি ব’লে
এই-যে চোখে অশ্রু পড়ে গ’লে
ওগো বন্ধু, বলো দেখি
শুধু কেবল আমার এ কি।
এর সাথে যে তোমার অশ্রু দোলে।
থাক্-না তোমার লক্ষ গ্রহতারা,
তাদের মাঝে আছ আমায়-হারা।
সইবে না সে, সইবে না সে,
টানতে আমায় হবে পাশে–
একলা তুমি, আমি একলা হলে।
শান্তিনিকেতন, ১৯ আশ্বিন- সন্ধ্যা, ১৩২১