বিরাটরাজের পুত্র। শ্বেত ভালো যোদ্ধা ছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধে শল্য, জয়দ্রথ ও অন্যান্য বীরদের সঙ্গে তিনি সমান তালে যুদ্ধ করেছেন। ভীষ্মের সঙ্গে সন্মুখ সমরে নেমে ভীষ্মের রথকে শ্বেত গদার আঘাতে চূর্ণ করে ভীষ্মের মত যোদ্ধাকেও বিচলিত করেছেন। শেষে ভীষ্মের নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রে তাঁর মৃত্যু হয়।