1 of 2

শচীন কর-কে

শচীন কর-কে

কৃষ্ণনগর
১০-২-২৬

কল্যাণীয়েষু,

স্নেহের শচীন! তোর কোনো চিঠিও পাইনি, এলিও না। এলে খুব খুশি হতুম। আমার সব কথা প্রাণতোষের কাছে শুনবি।

মার্চে গীষ্পতি আসবে–তখন অবশ্য আসিস। তুই নাকি খুব ভালো কবিতা লিখেছিস আরও কতকগুলো! আসবার সময় সবগুলো নিয়ে আসিস। ভুলিসনে যেন।

যে জোয়ালে গর্দান দিয়েছিস সেটার প্রতি যেন আসক্তি না জন্মে তোর–এই আমার বড়ো আশিস! আমাদের সকলের স্নেহাশিস নে। ইতি –

মঙ্গলাকাঙ্ক্ষী
‘কাজীদা’

 

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *