রুরু

চ্যবন-পুত্র প্রমতির ঔরসে অপ্সরা ঘৃতাচির গর্ভজাত পুত্র। রুরু স্থুলকেশের পালিতা-কন্যা প্রমদ্বারাকে (ইনি আসলে গন্ধর্বরাজ বিশ্বাবসু ও অপ্সরা মেনকার কন্যা) দেখে মোহিত হয়ে তাঁকে বিয়ে করতে চান। দুর্দৈবক্রমে বিয়ের কিছুদিন আগে সর্প-দংশনে প্রমদ্বরার মৃত্যু হল। রুরুর কাতর বিলাপে কৃপা পরবশ হয়ে দেবতারা বলেন যে, রুরু তাঁর নিজের আয়ুর অর্ধেক প্রমদ্বরাকে দিতে রাজি থাকলে প্রমদ্বরা আবার জীবন ফিরে পেতে পারেন। রুরু তাতে রাজি হন। প্রমদ্বরা জীবন ফিরে পাওয়ার পর রুরু ওঁকে বিয়ে করেন। কিন্তু সেই থেকে রুরু প্রতিজ্ঞা করেন যে, উনি সর্পকুল ধবংস করবেন। একদিন যখন রুরু একটি নির্বীজ ডুণ্ডুক সর্পকে হত্যা করতে যাচ্ছেন, তখন সেই ডুণ্ডুক বলল যে, বেদানুসারে ব্রাহ্মনদের ক্ষমা ও অহিংসা ধর্ম পালন করা উচিত। ডুণ্ডুক আসলে ছিলেন শাপগ্রথ সহস্রপাদ নমে একজন মুনি।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *