কৃষ্ণের পত্নী।
বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিনী কৃষ্ণের অনুরক্তা ছিলেন। কিন্তু ভীষ্মকের পুত্র রুক্ম চেয়েছিলেন বন্ধু চেদীর যুবরাজ শিশুপালের সঙ্গে রুক্মিনীর বিবাহ হোক। রুক্মিনী সেটা জানতে পেরে কৃষ্ণকে লেখেন ওঁকে নিয়ে পালিয়ে যেতে আর কৃষ্ণ না এলে উনি আত্মহত্যা করবেন। কৃষ্ণ তখন ভাই বলরামকে নিয়ে রুক্মনীকে উদ্ধার করতে যান। যুদ্ধে রুক্মকে পরাস্ত করে রুক্মিনীকে নিয়ে আসেন। দুর্বাসার আশীর্বাদে ষোড়শ সহস্র পত্নীদের মধ্যে রুক্মিনীই ছিলেন প্রধান।