রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর রাজা কালীকৃষ্ণ দেব বাহাদুরের জ্যেষ্ঠপুত্র। ১৮৫১-তে তিনি ডেপুটি ম্যাজিস্টেটের চাকুরি নিয়ে বঙ্গ প্রদেশের বিভিন্ন জেলায় চাকুরি করেন এবং পদোন্নতিক্রমে প্রথম শ্রেণির সাবঅর্ডিনেট একজিকিউটিভ সার্ভিস লাভ করেন। বাংলার ছোটলাট বাহাদুরগণ তাঁর কাজের উচ্চ প্রশংসা করেন; তাঁকে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সভ্য নিয়োগ করা হয়। ১৮৭৪-এর ৪ জুন তাঁকে রাজা পদবীতে ভূষিত করা হয়। বর্তমানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ফ্যাকাল্টি অব আর্ট অ্যান্ড ল’র সভ্য। এখন তিনি সরকারি চাকুরি থেকে অবসর নিয়ে পেনশন ভোগ করছেন। তাঁর দুই পুত্র।
শোভাবাজার রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ