ধৃতরাষ্ট্রের সেবিকা এক বৈশ্য নারীর গর্ভজাত ধৃতরাষ্ট্রের দ্বিতীয়পুত্র। সত্যপ্রিয়, পরোপকারী ও বিচক্ষণ বলে ওঁর খ্যাতি ছিল। ছোটবেলায় দুর্যোধন যখন ভীমের খাদ্যে কালকূট বিষ মিশিয়ে দিয়েছিলেন, তখন যুযুৎসুই ভীমকে সতর্ক করে দেন। যুধিষ্ঠিরকে দ্বিতীয়বার দ্যূতক্রীড়ায় আমন্ত্রণ করে বনবাসে পাঠানোর ষড়যন্ত্রেও তিনি বাধা দেবার চেষ্টা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভ্রাতাদের পরিত্যাগ উনি পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে একমাত্র তিনিই কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ হারান নি। যুধিষ্ঠির যখন পরীক্ষিত্কে সিংহাসনে বসিয়ে দ্রৌপদী ও চার ভাইকে নিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করেন,তখন রাজ্য-পরিচালনার ভার যুযুৎসুকে দিয়ে যান।