যক্ষ

দেবযোনী বা উপদেবতা – নর ও দেবতার মধ্যবর্তী। যক্ষ গন্ধর্ব ও রাক্ষসরা সমপর্যায়ভুক্ত। এঁরা স্বেচ্ছাবিহারী। সাধারণত এঁদের বিচরণ সন্ধ্যার পূর্ব থেকে সমগ্র রজনীভাগ। যক্ষদের রাজা হলেন কুবের। তিনি রাক্ষসদেরও অধিপতি এবং দেবতাদের ধনাগারের অধ্যক্ষ। এছাড়া, মণিভদ্র, ধনদ, শ্বেতভদ্র, ফলকক্ষ, হেমনেত্র, প্রবালক, হংসচূড় পিঙ্গলা, পুষ্পানন প্রমুখ যক্ষের নাম মহাভারতে উল্লেখিত হয়েছে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *