একটি প্রাচীন পর্বত। এঁর প্রতি ইর্ষা বশত একসময় বিন্ধ্য পর্বত বাড়তে শুরু করেন এবং সূর্য-চন্দ্র-তারাদের আড়াল করতে থাকেন। তখন অগস্ত্য মুনি বিন্ধ্যকে বলেন যে, যতক্ষণ না পর্যন্ত উনি পর্বত পার হয়ে দক্ষিণে গিয়ে আবার উত্তরে ফিরে আসছেন, ততক্ষণ বিন্ধ্য যেন আর না বাড়েন। বিন্ধ্য অগস্ত্য মুনিকে শ্রদ্ধা করত বলেন তাতে রাজি হন। অগস্ত্য মুনি দক্ষিণে আসেন ঠিকই, কিন্তু আর উত্তরে ফিরে যান না।