একজন মুনি। দ্বৈতবনে সরস্বতী নদীর কাছে পাণ্ডবরা যখন আশ্রম নির্মাণ করে বাস করছেন, তখন তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পাণ্ডবদের উনি দশরথপুত্র রামচন্দ্রের কথা বলেন। পরে কাম্যক বনে এসে উনি ঋষি অরিষ্টনেমা ও ঋষি অত্রির কাহিনী শোনান এবং বৈবস্বত, মনু, বকঋষি, অষ্টক, প্রতর্দন, বসুমনা, শিবি, কৌশিক, কার্তিকেয় প্রমুখদের উপখ্যান বলেন।