ইক্ষ্বাকুবংশীয় রাজা যুবনাশ্ব সন্তানকামনায় তপস্যা করছিলেন। একদিন পিপাসার্ত হয়ে তিনি চ্যবন মুনির আশ্রমে যজ্ঞবেদীর ওপরে রাখা একটি কলস থেকে জলপান করে অবশিষ্ট জল ফেলে দিলেন। চ্যবন যখন এসে জলশূন্য কলস দেখলেন তখন যুবনাশ্বকে বললেন যে, ওঁর পুত্রোত্পত্তির জন্যই ঐ মন্ত্রসিদ্ধ জল সেখানে ছিল। যেহেতু যুবনাশ্ব ঐ জল পান করেছেন,সুতরাং ওঁকেই গর্ভধারণ করতে হবে। শতবর্ষ পরে যুবনাশ্বের বাম পার্শ্ব ভেদ করে এক তেজস্বী পুত্র নির্গত হল,যাঁর নামকরণ হল মান্ধাতা। তিনি পরে ত্রিভুবন জয় করে ইন্দ্রের অর্ধাসন লাভ করেছিলেন।