বিখ্যাত মুনি। এক দুর্বৃত্ত চুরি-করা জিনিস ওঁর আশ্রমে লুকিয়ে রেখেছিল। সেটা আবিষ্কৃত হওয়ায় রাজা মুনিকে দোষী ভেবে তাঁকে শুলে চড়ান, কিন্তু পরম ধার্মিক মুনি-র তাতে মৃত্যু হয় না। মুনি পরে জানতে পারেন যে, ছোটবেলায় কোনও মৌমাছি ফড়িং ইত্যাদিকে ঘাসের ডগা দিয়ে খুঁচিয়ে কষ্ট দিয়েছিলেন বলে ধর্ম ওঁকে এই শাস্তি দিয়েছেন। শিশু অবস্থায় কৃত আচরণের জন্য এই শাস্তি দেওয়ায়,উনি ধর্মকে অভিশাপ দেন যে, তাঁকে পৃথিবীতে জন্মাতে হবে। এই শাপের ফলে ধর্ম বিচিত্রবীর্যের স্ত্রী অম্বালিকার এক প্রিয় দাসীর গর্ভে বিদুর নামে জন্ম নেন। বিদুরের পিতা ছিলেন ব্যাসদেব।